সাভার পৌর বিএনপির দলীয় মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করলেন ২ বারের সাবেক মেয়র হাজী রেফাত উল্লাহ
শেখ এ কে আজাদ,সাভারঃ
সাভার পৌর নির্বাচনে বিএনপির দলীয় মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করলেন সাভার পৌরসভার দুইবারের সাবেক মেয়র হাজী রেফাত উল্লাহ।
২০ ডিসেম্বর রবিবার বিকেলে সাভার সরকারী কলেজে সিনিয়র জেলা নির্বাচনী কার্যালয় ও সাভার পৌর রিটার্নিং কার্যালয়ের অফিসার মোঃ মনীর হোসাইন খান এর মনোনয়ন পত্র দাখিল করেন তিনি।
[video width="720" height="1280" mp4="https://www.sattersangbad.com/wp-content/uploads/2020/12/VID20201220160748.mp4"][/video]
তিনি জানান এবারের নির্বাচন সুষ্ঠু ও শান্তি পূর্ণ হলে ধানের শীষে জনগনের ভোটে নির্বাচিত হয়ে উন্ময়নের ধারা অব্যাহত রাখবেন।