জুম্মার নামাজের পর ভোটের মাঠে পাড়া মহল্লায় মোশাররফ হোসেন ডালিম প্রতিকে তার নির্বাচনী প্রচারণাঃ ৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোশাররফের
https://youtu.be/ywZ3VFTPbDU
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
সাভার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে শুক্রবার জুম্মার নামাজ আদায়ের পর ভোটের মাঠে পাড়া মহল্লায় ইতিমধ্যেই মোশাররফ হোসেন ডালিম প্রতিকে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছেন । দোয়া নিচ্ছেন শিশু, তুরুন থেকে বয়জিষ্ঠ্য,মেহনতি,পুরুষ-মহিলা এলাকার ভোটারের নিকট থেকে। পৌরসভায় এ ৩ নম্বর ওয়ার্ডের পাড়া- মহল্লায়, রাস্তা-ঘাটে, হোটেল-রেস্তোরায়, চায়ের দোকানে, রাজনৈতিক কার্যালয়ে আলোচনায় গুঞ্জরিত হচ্ছে মোশাররফ হোসেনকে নিয়ে। নির্বাচনকে ঘিরে সবার মুখে মুখে কাউন্সিলর প্রার্থী হিসেবে মোশাররফ হোসেনের ডালিম প্রতিক রয়েছেন আলোচনার শীর্ষে। তিনি অসহায় গরীব সাধারন জনগণের আস্থাভাজন ছিলেন এখনো রয়েছেন এই তরুন কাউন্সিলর প্রার্থী।