সাভার পৌর ৭ নং ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হতে পাড়লে শাহীবাগ এলাকার দিলখুশাবাগ বন্ধ রাস্তাটি খুলে দেয়ার ঘোষনা পাঞ্জাবী প্রতিকে হাবিজের
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
অসহায়,গরীব ও সাধারন মানুষের বন্ধু সাভার পৌর ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও কাউন্সিলর প্রার্থী তার এলাকায় গনসংযোগকালে মোঃ হাবিজ উদ্দিন বলেছেন, ১৬ জানুয়ারি ২০২১ ভোটারদের ভোটে কাউন্সিলর নির্বাচিত হতে পাড়লে শাহীবাগ এলাকার দিলখুশাবাগ রাস্তাটি প্রভাবশালী লোক দখল করে মাছবাজার করে ঢাকা-আরিচা মহাসড়কে হাজার হাজার জনগনের বেড় হওয়া বন্ধ রাস্তাটি খুলে দেয়ার ঘোষনা দিলেন তিনি। তিনি আরো জানিয়েছেন মাদকের বিরুদ্ধে তিনি কাজ করে এলাকায় মাদক মুক্ত করবেন এমনটি প্রকাশ করেছেন। অবহেলিত এ ওয়ার্ড রাস্তাঘাট ড্রেনেজ ও রাস্তা পাকা করণের আশ্বাস দিয়েছেন তিনি।
দখল হওয়া রাস্তা আর মাদক নিয়ন্ত্রন শূন্য কোটায় এনে চলাচলের রাস্তা উন্নয়ন হোক এমনটি প্রত্যাশা এলাকার ভোটারদের। কাউন্সির প্রার্থী নির্বাচিত হতে পাড়লে জনগনকে শোনালেন সূর্যের ন্যায় আলোকিত আশারবানী।