আগামীকাল সাভার পৌরসভা নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের মাঝে হাড্ডা-হাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা,একজন প্রার্থী বিপুলভোটে জয় হওয়ার লক্ষে..
সত্যেরসংবাদঃ
রাত পোহালেই সাভার পৌর সাধারন নির্বাচন। দ্বিতীয় ধাপের সাভার পৌরসভা নির্বাচন ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাভার পৌরসভার নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে পৌর ৪,৫,৬ নং ওযার্ডের দুজন প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী অংশগ্রহন করলেও বিপুল ভোটে বিজয় হওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমান সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিসেস ডারফিন আক্তার (চশমা) মার্কায়।প্রথমবারেব মত মোছাঃ হেনা আক্তার (আনারস)মার্কায় নির্বাচন করলেও হারার সম্ভাবনা রয়েছে বেশীরভাগ। ওয়ার্ডগুলোতে মোট ভোটার সংখ্যা রয়েছে ৬২,১৮১ জন।
১,২,৩ নং ওয়ার্ডে ৪ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের মধ্যে ফরিদা পারভীন (অটোরিক্সা) ও ইয়াছমিন আক্তার (চশমা) হাড্ডা-হাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। রহিমা (আনারস)মার্কার চেয়ে কিছুটা ভাল অবস্থানে রয়েছে শামীমা আক্তার (টেলিফোন)মার্কায়। এ ওয়ার্ডগুলোতে মোট ভোটার সংখ্যা রয়েছে ৫৮,৫৪৫ জন।
৭,৮,৯ নং ওয়ার্ডে ৪ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের মধ্যে সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রাথী সুলতানা রাজিয়া (চশমা) ও মোসাঃ শাহিনুর বেগম (টেলিফোন) মার্কায় ভোটে হাড্ডা-হাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন মুখ হওয়ায় মোছাঃ সুমি খাতুন (আনারস) মার্কায় এগিয়ে নেই বলে বিভিন্ন জনমতে জানা গেছে। এ ওয়ার্ডগুলোতে মোট ভোটার সংখ্যা রয়েছে ৬৭,৩৬২ জন।
দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচন ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা প্রার্থীদের মাঝেও রয়েছে জল্পনা-কল্পনা তারা কি নির্বাচনে বিজয়ের মালা পড়বেন।আবার সকল প্রার্থী নিশ্চয়তা দিয়েছেন তারা সুষ্ঠ্য নির্বাচন হলে নির্বাচিত হয়ে করবেন জনগনের সেবা। আবার ভোটারগন বলেছে শান্তি প্রিয় মানুষের পক্ষে যারা থাকবেন ও এলাকার উন্নয়ন করবেন তারাই সাধারন ভোটারদের ভোট প্রয়োগের মাধ্যমে ১৬ জানুয়ারি প্রার্থী নির্বাচিত হবে এটাই আশা।
সাভার পৌর নির্বাচন রিটার্ণি কর্মকর্তা ও জেলা সিনিয়র রিটাণিং কর্মকর্তা মো:মনীর হোসাইন খান বলেছেন , দ্বিতীয় ধাপের সাভার পৌরসভা নির্বাচন ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে আর নির্বাচন সুষ্ঠ ও সুন্দর করতে পুলিশের পাশাপাশি বিজিপি,র্যাব সদস্য মোতায়েন থাকবে ৯ টি ওয়ার্ডে থাকবে হাকিম আদালত। কোন ধরনে ভোট প্রদানে কেউ বাধা দিলে অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে।সাভার পৌর নির্বাচনী এলাকায় ভোট কেন্দ্র রয়েছে ৮৮টি ভোটার সংখ্যা রয়েছে ১,৮৮,০৮৮ জন।
প্রতিবেদক: সাভার থেকে, শেখ এ কে আজাদ।