সাভার পৌর এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক স্কুল ছাত্রকে হত্যা
রফিকুল ইসলাম জিল্লুঃ সাভার পৌর এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক স্কুল ছাত্রকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। নিহত স্কুল ছাত্রের নাম রোহান ইসলাম (১৬) । গতকাল শনিবার সন্ধ্যায় পৌর এলাকার ব্যাংক কলোনী মহল্লায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত রোহান পৌর এলাকার কর্ণপাড়া মহল্লার মোঃ আব্দুস সোবাহানের পুত্র এবং স্থানীয় রোদেলা মডেল স্কুলের ১০ম শ্রেনীর শিক্ষার্থী ছিলো।
নিহতের মামাতো ভাই রিদোয়ান জানান, গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুটি মোটরসাইকেল যোগে তিনিসহ রোহান, সুফিয়ান ও যুবায়েল ব্যাংক কলোনী এলাকার ‘মুড়ি মটকা’ নামে একটি রেস্টুরেন্টে খেতে যান। সেখানে পৌছানোর কিছু সময়ের মধ্যেই পূর্ব শত্রুতার জের ধরে আড়াপাড়া এলাকার বখাটে টিকটক হৃদয়ের নেতৃত্বে ১৫/২০ জনের একটি কিশোর দল লাঠিসোঁটা নিয়ে তাদের উপর হামলা চালায়। এক পর্যায়ে হামলাকারীরা রোহানের বুকে একাধিক ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় রোহানকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রোহানকে মৃত ঘোষণা করেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে। কি কারণে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
অন্যদিকে স্থানীয় একটি সুত্র জানায়, মূলত একটি মেয়ের সাথে প্রেমঘটিত বিষয় নিয়ে দ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
সম্পাদনায়ঃ আবুল কালাম আজাদ।