সাভারের সালেহপুর সেতু মেরামত শেষে
খুলে দেওয়ার পাশাপাশি নতুন একটি সেতু নির্মাণকাজের উদ্বোধন আজ
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
সাভারের আমিনবাজারে ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর সেতুর ফাটল মেরামতের কাজ শেষ হয়েছে। আজ মঙ্গলবার যান চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। সংশ্লিষ্টরা বলছে, এদিন বেলা ১১টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সালেহপুর সেতুর পাশে নতুন করে আরেকটি সেতু নির্মাণকাজের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর আগে সেতুটির গার্ডারে ফাটল দেখা দেওয়ায় এক পাশ দিয়ে যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে সওজ কর্র্তৃপক্ষ। পাশাপাশি সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ভারী যান চলাচলের ওপরও নিষেধাজ্ঞা জারি করে সংশ্লিষ্টরা। এতে ব্যস্ততম ঢাকা-আরিচা মড়াসড়কের একটি লেন বন্ধ করে দেওয়া হয়।
সালেহপুর সেতু সরেজমিন ঘুরে দেখা যায়, ফাটল মেরামত ও সেতুটি যান চলাচলের উপযোগী করে তুলতে দ্রুতগতিতে মেরামতকাজ করে যাচ্ছে সড়ক ও জনপথ কর্র্তৃপক্ষ। জনদুর্ভোগ কমাতে কোনো ধরনের বিরতি ছাড়াই অক্লান্ত পরিশ্রম করে টানা মেরামতকাজ চালানো হচ্ছে বলে জানান সেখানে কর্মরতরা।
গত ১৩ জানুয়ারি ২০২১ রাতে প্রায় ১০০ বছরের পুরনো সালেহপুর সেতুর আটটি বিমের মধ্যে চারটিতে ব্যাপক ফাটল দেখা দেয়। এতে সেতুর এক পাশ দেবে যাওয়ায় সেখান দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় পূর্ব পাশের সেতু বন্ধ করে পশ্চিম পাশের সেতু চালু রাখা হয়। কিন্তু চালু রাখা সেই সেতুটি সরু হওয়ার কারণে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তখন সেতুটি মেরামত করতে তিন সপ্তাহ সময় লাগতে পারে বলে জানানো হয়েছিল।
সাভার হাইওয়ে থানার ওসি সাজ্জাদ করিম খান বলেন, ‘আমিনবাজারের সালেহপুর সেতু দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে। সেতুটির গার্ডারে ফাটল দেখা দেওয়ায় এর একপাশ দিয়ে যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। যে কারণে একটি লেন দিয়েই উভয় পাশের যান চলাচল করানোর জন্য জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে আমরা কাজ করে যাচ্ছি।’
সাভার পরিবহনের বাসচালক আলমগীর হোসেন বলেন, ‘আগে দিনে ৫ থেকে ৬ বারও ঢাকায় যাতায়াত করতাম। কিন্তু সেতুটি ফাটলের কারণে আসা-যাওয়ার পথে দীর্ঘ যানজটের কারণে অনেকটা সময় চলে যাওয়ায় আমাদের আয় কমে গেছে। পাশাপাশি যানজটের কথা চিন্তা করে অনেকেই বিকল্প পথ ব্যবহার করায় যাত্রীও কমে গেছে।’
সড়ক ও জনপথ বিভাগের কল্যাণপুর কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী মো. মারুফ হাসান বলেন, সালেহপুর সেতুটির মেরামতকাজ প্রায় শেষের দিকে। ইতিমধ্যে সেতুটির যেসব স্থানে ফাটল দেখা দিয়েছিল, সেগুলো মেরামত করা হয়েছে। মঙ্গলবার সেতুটির বন্ধ রাখা লেনটি যান চলাচলের জন্য খুলে দেওয়ার পাশাপাশি নতুন একটি সেতু নির্মাণকাজের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।