আগামীকাল সিংগাইর পৌর নির্বাচন: প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করে প্রার্থীরা
শেখ এ কে আজাদ ও রফিকুল ইসলাম জিল্লুঃ
মানিকগঞ্জের সিংগাইর পৌরসভা নির্বাচনের প্রচার প্রচারণা শেষ হচ্ছে আজ।
আগামী ২৮ ফেব্রুয়ারি মানিকগঞ্জের সিংগাইর পৌরসভা নির্বাচন। শেষ মুহূর্তে প্রার্থীরা ভোটের মাঠ গোছাতে ব্যস্ত সময় পার করছেন। ভোটারদের কাছে কুশল বিনিময়ে ভোট চেয়ে লিপলেট বিতরণ করছেন প্রার্থীরা।
সিংগাইরে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবু নাঈম মোঃ বাশার ও বিএনপি মনোনীত প্রার্থী মো. খোরশেদ আলম ভুইয়া জয় সাধারণ কাউন্সিলর পদে ২৭জন ও নারী কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শনিবার থেকে সকল প্রকার যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। শেষ মুহূর্তে পাড়ায় মহল্লায়, অলি-গলিতে জমে উঠেছে নির্বাচন।
দিনরাত প্রার্থীরা ছুটছে ভোটারদের কাছে।
আগামী রবিবারের ভোটকে ঘিরে সিংগাইরে আনাছে কানাছে ব্যানার- পোস্টার ফেস্টুনে ছেয়ে গেছে। চলছে গণসংযোগ মোটরসাইকেল মহড়া আর স্লোগান। মাইকে বাজছে মনকাড়া সুরে হরেক রকম গান।
সিংগাইরে পৌর নির্বাচনে এই প্রথম ইভিএমএ ভোট হবে। ভোটারদের কাছে এই পদ্ধতি নতুন, ফলে কিভাবে ভোট দিবে এ নিয়ে টেনশনে রয়েছে। এদিকে সহকারী রিটার্নি অফিসার দিনব্যাপী ইভিএমএ ভোটদান পদ্ধতি সম্পর্কে গত বৃহস্পতিবার ভোটারদের প্রাক্ মহড়া আয়োজন করে ভোট দেওয়ার পদ্ধতি শিখিয়ে দিয়েছেন ভোটারদের ।
জয় পেতে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা ভোটারের বাড়ি বাড়ি দোকানে দোকানে ছুটছেন। ভোটারদের কাছে তুলে ধরছেন তাদের যোগ্যতা।
এ পৌরসভায় ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা হচ্ছে ২২ হাজার ৬৮৫ জন। এর মধ্যে নারী ভোটার সংখ্যা ১১ হাজার ৫৬৫ জন, পুরুষ ভোটার ১১ হাজার ১২০ জন।
২৮ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ১১টি কেন্দ্রের ৬৭টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবু নাঈম মো. বাশার বলেন, ‘গত নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী থাকায় দলীয় সমন্বয় গড়ে ওঠেনি। তবে এবার সবার দলীয় সহযোগিতা ও সমন্বয় থাকায় জনগণের রায় নৌকার পক্ষেই হবে। জনগণের ভোটে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। তিনি ভোটারদের উদ্দেশ্যে আরো বলেন সবাই আমার জন্য দোয়া করবেন ২৮ তারিখ নৌকা মার্কায় ভোট দিবেন।
বিএনপি মনোনীত প্রার্থী খোরশেদ আলম ভূইয়া মুঠো ফোনে বলেন, জনগণের আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করেছি। এ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হলে জনগণের রায়ে আবারও মেয়র নির্বাচিত হব।’
আজ রাত ৮টার পর থেকে সব ধরনের প্রচার প্রচারণা বন্ধ থাকবে। শেষ মুহুর্তে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এলাকার পরিবেশ অনেকটা শান্ত রয়েছে। অবাদ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে ইতোমধ্যে সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।