সাভারের ভাগলপুর এলাকায় জুমার নামাজের খুত্বার পূর্বে মুসল্লিদের সাথে পুলিশের জনসচেতনামূলক আলোচনা
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
শুক্রবার ৫ই ফেব্রুয়ারি সাভার ভাগলপুর কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজের খুত্বার পূর্বে মুসল্লিদের সাথে মাদকবিরোধী ও জনসচেতনামূলক আলোচনা করেন সাভার মডেল থানা পুলিশ।
এসময় জনসচেতনামূলক আলোচনায় সংক্ষিপ্ত বক্তব্য দেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ ওসি এএফএম সায়েদ। তিনি বলেন সাভারকে মাদকমুক্ত, কিশোর গ্যাং, সকল অপরাধ, দুর্নীতির বিরুদ্ধে সচেতনতার পাশাপাশি জনগণের সচেতনতাকে জরুরি আহবান জানিয়ে উপস্থিত মুসল্লিদের অংশগ্রহনে তাদের বক্তব্য/মতামত নিয়ে আলোচনা করেন। এসময় তিনি বলেন আমরা চাই না সমাজের কোন সন্তান (মাদক) নিয়ে নষ্ট হয়ে যাক। এজন্য কিশোর অপরাধ দমনের জন্য পরিবারকে দায় নিতে হবে। পরিবার থেকেই সুশিক্ষা দেয়ার ব্যবস্থা করতে হবে। সন্ধার পর আপনার সন্তান কেন ঘরের বাহিরে থাকবে। সেদিকে আপনাকেই নজর দিতে হবে। স্কুলে পড়তে গিয়ে কিংবা এলাকায় আড্ডা দিতে গিয়ে শুরুতে মজার ছলে এসব গ্রুপ তৈরি হলেও পরে একসময় মাদক, অস্ত্র এমনকি খুনোখুনিতেও জড়িয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন নিম্নবিত্ত পরিবারে যেমন বাবা -মা দুইজনই কাজে বেরিয়ে যান, তেমনি মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত পরিবারেও বাবা-মা সন্তানকে সময় দেন না৷ তারা নানা ধরনের গেম, সিনেমা দেখে, একাকিত্বের কারণে অপরাধী হয়ে ওঠে৷ আর সমাজ ও রাষ্ট্রে অপরাধ, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারও তাদের অপরাধে প্রলুব্ধ করে৷ সেইক্ষেত্রে পরিবারের নজরদারি ও মূল্যবোধ এই কিশোর অপরাধ অনেক কমিয়ে আনতে পারেন বলে মনে করেন তিনি। মাদক সেবন ও কিশোর গ্যাং গড়ে ওঠার সাথে এখন পরিবার, সমাজ ও সামাজিক অবস্থা, দুর্নীতি, অপরাধ এবং পরিবারের মধ্যে যে অপরাধের বীজ রয়েছে কিশোররা তার বাইরে নয়৷ এসব ক্ষেত্রে পরিবারেরও একটি বড় ভূমিকা আছে৷ কিন্তু চারপাশের পরিবেশ ঠিক না থাকলে শুধু পারিবারিক মূল্যবোধ দিয়ে কাজ হয় না৷ পরিবার, সমাজ, রাষ্ট্র সবখানে মূল্যবোধ, সতততা ও ন্যায় প্রতিষ্ঠা করতে হবে৷ এই কিশোর গ্যাং-এর পিছনে গডফাদার আছে, অপরাধী চক্র আছে, তাদের সবার আগে আইনের আওতায় আনা হবে৷
পাশাপাশি আপনি বাড়িওয়ালা বা ভাড়াটিয়া নিবন্ধন ফর্ম পুরন করেছেন কি? যদি এখনো পুরন না করে থাকেন তাহলে আজই পুরন করে, থানায় অথবা থানার বিট অফিসার এর নিকট আজই জমা দেওয়ার নির্দেশ দেন তিনি। মানুষের জীবনমান উন্নয়ন করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য।
পরিশেষে তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেশকে দারিদ্র্যমুক্ত ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আইনের শাসন সমুন্নত রেখে মানুষের নাগরিক এবং গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন আমরা তা করবো।