ঢাকার সাভারে শীত বস্ত্র বিতরণে অনিয়ম ও দলীয় নেত্রীদের মাঝে বিতরণে অভিযোগ উঠেছে আর কম্বল বিতরণে আলোচনা ও সমালোচনার ঝড় সাভার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমির বিরুদ্ধে।
বাংলাদেশ সরকারের দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে এবারের শীতে সাধারন গরীব ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণের জন্য সারা বাংলাদেশের ন্যায় সাভারে কম্বল বিতরণ করা হচ্ছে।
কিন্তু অসহায় ও গরীব মানুষকে না দিয়ে স্থানীয় নেত্রীদেরকে দিয়ে অন্যায় অপরাধ করেছেন বলে জানিয়েছেন অনেকে।
সাভারে কম্বল বিতরনের ছবি নিউজ গার্ডেন নামকসহ একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আলোরন সৃষ্টি করেছে ঐ মহিলা ভাইস চেয়ারম্যান সুমির।
বর্তমানে কম্বল বিতরনের অনিয়মের অভিযোগ বিভিন্ন ফেসবুকে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমির বিরুদ্ধে 'টক অব দ্য সাভার' আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।
ধারাবাহিকতায় সাভারে কম্বল বিতরণের জন্য সাভার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানের মাধ্যমে গরীব,অসহায় ও দুঃখী মানুষের মাঝে সরকারি কম্বল বিতরণ করা জন্য কম্বল বরাদ্দ দেওয়া হয়েছিলো। তা না করে দলীয় নেত্রীদের দেওয়া অন্যায় বলে অভিযোগ উঠেছে।
গতকাল বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর সাভার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তার বাস ভবনে দলীয় নেত্রীদের মাঝে কম্বল বিতরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ফেসবুকে পোস্ট করে ইয়াসমিন আক্তার সুমি। মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমির মুঠোফোনে কম্বল বিতরণের বিষয়ে জানতে চাইলে তার মঠোফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া যায়নি।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান এর মোবাইল ফোন বন্ধ থাকার কারনে যোগাযোগ করা যায়নি এবং তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সাভার উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এর ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায় তিনি গতকাল আনুমানিক ৫০ টির মতো কম্বল দলীয় নেত্রীদের হাতে দিয়েছিলেন অসহায় ও গরীব মানুষকে বিতরণে জন্য। ঢাকা জেলা মহিলা লীগের আহবায়ক আলেয়া বেগমসহ কয়েকজন নেত্রিকে কম্বল গ্রহন করতে দেখা গেছে।