কলেজের কর্মচারীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন নিক্সন চৌধুরী এমপি
রফিকুল ইসলাম জিল্লুঃ
পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে ঢাকা কলেজের কর্মচারীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
৭ই মে শুক্রবার ঢাকা কলেজ শহীদ মিনার এ ঈদ সামগ্রী বিতরণ করেন ঢাকা কলেজের সাবেক ছাত্রনেতা বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ফরিদপুর -৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মজিবুর রহমান চৌধুরী নিক্সন এর পক্ষ থেকে ঢাকা কলেজের কর্মচারীদের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ফরিদপুর -৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মজিবুর রহমান চৌধুরী নিক্সন, যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন, সহ-সম্পাদক রাজু আহমেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল ইসলাম জোয়ারদার, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের আহাদ হোসেন সোহাগ, এএসপি কাফি, ঢাকা কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, কলেজের অধ্যক্ষসহ সকল শিক্ষক এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।