সাভারে কর্মহীন অসহায় ও দুস্থ পরিবারের জন্য ১ মিনিটের ঈদ বাজার
শেখ এ কে আজাদ,সাভারঃ
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় দরিদ্র দুস্থ ও কর্মহীন পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে এক মিনিটের ঈদ বাজারের আয়োজন করেছেন
তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর।
১১মে মঙ্গলবার সারাদিন হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় তার নিজ বাসভবনের সামনে আয়োজিত তিন দিনব্যাপী এক মিনিটের ঈদ বাজারের উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
১ মিনিটের ঈদ বাজার থেকে বিনামূল্যে অসহায় দরিদ্র দুস্থ ও কর্মহীন পরিবারের সদস্যদের কে বিনামূল্যে ঈদের বিভিন্ন রকম পোশাক দেয়া হচ্ছে।