সাভারে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন
শেখ এ কে আজাদ ও মোঃ রফিকুল ইসলাম জিল্লু সাভার থেকেঃ
সাভারে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়েছে। শিশুদের খাওয়ানো হলো ভিটামিন-এ ক্যাপসুল।
সাভারে ভিটমিন ‘এ’ প্লাস ৬ মাস থেকে ৫ বছরের শিশুদের ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত এই এই ক্যাপসুল খায়ানো হবে।
শনিবার (৫ জুন) সকাল ১১টায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ক্যাম্পেইন উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান (এমপি)।এসময় উপস্থিত ছিলেন, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার মডেল থানার পরিদর্শক কাজী মাইনুল ইসলাম সাভার প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক জাভেদ মোস্তফা সহ আরও অনেকে।
এসময় শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান মাননীয় ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান , উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম। পরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা বলেন, আজ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২১ এর আমরা আশা করছি যে, সাভার উপজেলায় কোনো শিশু বাদ পড়বে না। আমরা বাড়ি বাড়ি গিয়েও খোঁজ নিয়ে ৬ মাস বয়স থেকে ৫৯ মাস পর্যন্ত সকল শিশুদেরকে এই ভিটামিন খাওয়াবো ইনশাআল্লাহ।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা আরও জানান, আমরা ১ লাখ ৮৪ হাজার শিশুকে এই ক্যাপসুল খাওয়াবো।এবার ছয় থেকে ১১ মাস বয়সি ২৪ হাজার ৬৭৫ জন শিশুকে নীল ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা ধরা হয়েছে। যার সরবরাহ রয়েছে ২৪ হাজার ৮২৭ টি ক্যাপসুল। আর ১২ থেকে ৫৯ মাস বয়সি ১ লাখ ৬০ হাজার ২২৭ জন শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার সরবরাহ রয়েছে ১ লাখ ৬০ হাজার ৫৫০ টি ক্যাপসুল।