সাভারে চাঁদা না পাওয়ায় ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
সত্যেরসংবাদঃসাভারে পুর্ব শত্রুতার জের ধরে একটি মসজিদে সন্ত্রাসী হামলা চালিয়ে ভাংচুর ও মারধরের ঘটনা ঘটেছে। এসময় হামলায় একই পরিবারের তিন জন আহত হয়েছে।
শুক্রবার ২৩শে জুলাই ২০২১ দুপুরে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হারান নগর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহত আবুল কাশেম বলেন, তেঁতুলঝোড়া ইউনিয়ন যুবদলের সভাপতি রাজু আহমেদ নতুন সভাপতি পদ পেয়ে পোস্টার ছাপানোর জন্য বেশ কিছুদিন ধরে তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন।
এ সময় তাকে চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে দেখে নিবেন বলে বেশ কিছুদিন ধরে হুমকি দিয়ে আসছিলেন সদ্য যুবদলের সভাপতি রাজু আহমেদ।
হামলায় আহত আবুল কাসেমের বাবা মাজেদ কাজী বলেন, হারান নগর বায়তুন জান্নাত জামে মসজিদের সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছেন তিনি।
বেশ কয়েক বছর যাবত তেঁতুলঝোড়া ইউনিয়ন যুবদলের সভাপতি রাজু আহমেদ মসজিদের জমি দখল করে রেখেছেন। এ ব্যাপারে মসজিদের জমি উদ্ধারের জন্য কয়েকবার জুম্মার নামাজের আগে মসজিদের ভিতরে আলোচনা উঠে।
এ সময় মসজিদের সভাপতি মাজেদ কাজী আরো বলেন, এর আগে রাজু আহমেদ তেঁতুলঝোড়া ইউনিয়ন যুবদলের সভাপতি পদে নতুন পথ পাওয়ায় তার ছেলে আবুল কাশেম এর কাছে পোস্টার ছাপানোর জন্য টাকা চেয়ে চাপ দিয়ে আসছিলেন।
পরে সে টাকা দিতে অপারগতা প্রকাশ করলে বিএনপি ক্ষমতায় এলে তাকে দেখে নিবেন বলে হুমকি দিয়ে আসছিলেন রাজু আহমেদ।
তিনি বলেন, ২৩ শে জুলাই শুক্রবার জুম্মার নামাজের আগে মসজিদের ভিতরে জমি দখল করে রাখার বিষয়ে আলোচনা উঠে।
সে সময় হঠাৎ করে রাজু আহমেদের নেতৃত্বে মসজিদের ভিতরে অকথ্য ভাষায় গালাগালি করে মসজিদে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।
এ সময় উপস্থিত মুসল্লিগণেরা মসজিদ থেকে বের হলে হামলাকারীরা পালিয়ে যায়।
মসজিদের সভাপতি মাজেদ কাজী আরও বলেন, জুম্মার নামাজ শেষে মসজিদে হামলা চালিয়ে ভাঙচুর করার ঘটনায় তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর কে জানানোর জন্য বাসা থেকে বের হয়ে মসজিদের সামনে এলে রাজু আহমেদের নেতৃত্বে তাদের উপর অতর্কিত হামলা চালানো হয়।
হামলাকারীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায।
এসময় স্থানীয়রা আবুল কাসেমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম বলেন, হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক অবশ্যই হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। সম্পাদনায়ঃ রফিকুল ইসলাম জিল্লু।