ফেসবুকে মিথ্যা তথ্যের প্রতিবাদ করেছে আশুলিয়া ইউপি চেয়ারম্যান
আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাবুদ্দিন মাদবর এর বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে একটি কুচক্রী মহল।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমনই একটি এডিট করা ফটো ভাইরাল করার অপচেষ্টা চলছে, যার সাথে আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাবুদ্দিন মাদবরের কোন সংশ্লিষ্টতা নেই। বিএনপির কারোর সাথে তার কোন প্রকার সম্পর্ক বা যোগাযোগ নেই ও কখনোই ছিলোনা।
এই বিষয়ে জানতে চেয়ে, মুঠোফোনে যোগাযোগ করা হলে, তিনি জানান আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তাকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয়ো প্রতিপন্ন করার লক্ষ্যে এসব অপপ্রচার চালাচ্ছে একটি কুচক্রী মহল। তবে তিনি দ্রুতই আইনের আশ্রয় নেবেন বলে জানিয়েছেন। এবং আশুলিয়ার সর্বস্তরের জনগণ তথা দেশবাসীকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানিয়েছেন এবং গুজব এড়িয়ে চলতেও পরামর্শ দিয়েছেন এই নেতা।-প্রেস বিজ্ঞপ্তি।