-ঃবিজ্ঞপ্তিঃ-
সাভারে অক্সফোর্ড আস্ট্রাজেনেকা (কোভিশিল্ড) ২য় ডোজ প্রদান ৯ আগষ্ট থেকে শুরু
প্রিয় সাভার বাসী,
আসসালামু আলাইকুম। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, ৯ আগষ্ট সোমবার থেকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে Oxford-AstraZeneca (কোভিশিল্ড) ২য় ডোজ প্রদান শুরু করা হবে।
যারা ইতোপূর্বে ১ম ডোজ টিকা গ্রহণ করেছেন,মেসেজ পাওয়া সাপেক্ষে শুধুমাত্র তাঁদেরকেই ২য় ডোজ গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি।
সবাই স্বাস্থ্য বিধি মেনে চলুন
মাস্ক পরিধান করুন
টিকা নিন,সুস্থ থাকুন।
সায়েমুল হুদা
ইউএইচ এন্ড এফপিও
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
[caption id="attachment_7098" align="alignleft" width="300"] সাভারে উপজেলায় বিভিন্ন এলাকা ভিত্তিক জরুরি ভাবে ক্ষুদ্র বিনিয়োগের মাধ্যমে উদ্যোগতা প্রয়োজন। ঝুঁকিহীনভাবে ব্যবসায় আপনাকে নিয়ে যাবে সাফল্যর শীর্ষে।
সরাসরি সিলেটের শীর্ষ স্থানীয় চা পাতার মধ্য গ্রীন লেভেল টির সকল প্যাকেট ও টি ব্যাগ,বিটি২ পাইকারি মূল্যে সরাসরি সেলস ডিস্ট্রিবিউট করা হচ্ছে এখন সাভারে। আপনার এলাকায় কাজ করতে আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করুনঃ (MCATC), সাভার,ঢাকা।০১৬৭৩০৮৬৮১৪।[/caption]