শেখ এ কে আজাদ,নিজেস্ব প্রতিবেদক,সাভার থেকেঃ
সাভারের জোরপুল এলাকায় ঢাকা আরিচা মহাসড়কে ছাগল বোঝাই ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে পুকুরে পড়ে নিহত-২ আরও ১০ লাখ টাকার ছাগলের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও একজন।
পুলিশ জানায় রাতে জয়পুরহাট থেকে ছাগল বোঝাই একটি ট্রাক রাজধানীর গাবতলীর উদ্দেশ্যে রওয়ানা হয় পরে ট্রাকটি ভোর রাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের জোরপুল এলাকায় পৌছালে ট্রাকটি
নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি পুকুরে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুকুরে তল্লাশী চালিয়ে দু’জনের লাশ উদ্ধার করে। ট্রাকটি পুকুরে পড়ার আগে এর চালক লাফ দিয়ে কোন রকম প্রাণে বেঁচে যান। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেছে। ওই ট্রাকে দুই’শ দশটি ছাগল ছিলো সব গুলো ছাগল মারা গেছে। যার দাম ছিলো আনুমানিক দশ লক্ষ টাকা। নিহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
এবিষয়ে সাভার ফায়ার সার্ভিসের ইনচার্জ লিটন আহমেদ জানান নিহতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।