সাভারের হেমায়েতপুর এলাকায় জাহাঙ্গীর হাজির পাঁচ তলায় ভবনে নিখোঁজে ১ দিন পর সাভার মডেল থানা পুলিশ অভিযান করেনা নাজিফা ( ৮) নামের একটি মেয়ে শিশু শিক্ষার্থীর রহস্যজনক লাশ উদ্ধার, আটক-২।
[caption id="attachment_725" align="alignnone" width="194"] নিহত শিশু শিক্ষার্থী নাফিজার লাশ উদ্ধার।[/caption]
নিহত শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত শিশু নাফিজা হেমায়েতপুর এলাকার গোল্ডেন বাংলা স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিলো।
স্থানীয় সূত্রে জানায়, ২৬ ডিসেম্বর সন্ধ্যায় শিশুটি নিখোঁজ হলে সন্ধান চেয়ে চারপাশে মাইকিং করে শিশুর স্বজনরা । শিশুটি তার মা ফাতেলা বেগমের বাদী হয়ে সাভার মডেল থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি করেন।
পুলিশ জানায়,সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের জয়নাবাড়ী মোল্লাপাড়া এলাকার জাহাঙ্গীর হাজীর পাঁচতলা বাড়ির একটি কক্ষ থেকে
নিখোঁজের একদিন পরে শুক্রবার (২৭) ডিসেম্বর সন্ধ্যা ৭ টার দিকে পুলিশ খবর পেয়ে নাফিজা (৮) নামে রহস্যজনক নিহত শিশু মেয়েটির লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তারা জাহাঙ্গীর হাজীর পাঁচ তলায় ভবন ভাড়া বাসায় বাস করতো এবং সন্দেহমূলক জিজ্ঞাসাবাদের জন্য সোনালী (৩০) ও তার স্বামীকে নামে আটক করা হয়েছে।
জানা যায়, নিহত শিশু মেয়েটির বাসায় ঐ সময় কেউ না থাকার সুযোগে মেয়েটিকে মেরে নিজের বক্স খাটের নিচে বস্তা বন্ধি করে রাখে পাশের বাড়াটিয়া সোনালী নামের মহিলা। নিহত মেয়েটির বাসায় কেউ না থাকলে সে তাকে দেখা শুনা করতো তারা। শিশু নাফিজার বাবা হাবিবুল্লাহ নিপু তিনি এক মানসিক ভারসাম্য হারিয়ে বেশ কিছুদিন যাবৎ একটি হাসপাতালে ভর্তি রয়েছে।
শিশু মেয়েটির মা ম্যাক্স নামে একটি গার্মেন্টস কারখানায় চাকরী করে। তিনি গতকাল বাসায় ফিরে অনেক খুজাখুজির পর শিশু সন্ধান না পেয়ে সাভার মডেল থানায় নিখোঁজের একটি অভিযোগ দায়ের করেন। পরে একদিন পর শুক্রবার ঐ ভবনে প্রতিটি ফ্লাটের ১ ঘন্টা অভিযান করে শিশুটির দেহ সোনালীর ফ্লাটের বক্সখাটের ভিতর থেকে বস্তাবন্ধি অবস্থায় উদ্ধার করে পুলিশ। নিহত নাফিজার আর এক বোন নিপা (১৪) নামে বিকেলে মাদ্রাসায় পড়তে গেলে এই সুযোগে তাকে নির্যাতন করে শ্বাসরুদ্ধ খুন করে ।
[caption id="attachment_727" align="alignnone" width="300"] হত্যাকারী সোনালী ও তার স্বামী মোকছেদুল ইসলামকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।[/caption]
সাভার মডেল থানার এসআই এনামুল হক জানান, শিশুটির লাশ উদ্ধার করতে বাড়ির প্রতিটি ফ্লাটে অভিযান করা হয়। পরে পাশের ফ্লাটের সোনালীর রুমে বস্তাবন্ধি অবস্থায় লাশ উদ্ধার করে হত্যাকারী সোনালী ও তার স্বামী মোকছেদুল ইসলামকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়েছে। তবে শিশুটিকে নির্যাতনের পর শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারনা।
সাভার মডেল থানায় শিশু অপহরণ ও হত্যা মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।