বাসাবাড়িতে আবাসিক গ্যাস সংযোগ চালুর দাবিতে সাভারে মানববন্ধন অনুষ্ঠিত
শেখ এ কে আজাদ,রফিকুল ইসলাম জিলুঃ সাভার আবাসিক গ্যাস সংযোগ চালুর দাবিতে সাভার তিতাস গ্যাস অফিসের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ঠিকাদার ও গ্রাহকরা।
মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শিমুলতলা সাভার-আশুলিয়া গ্যাস ঠিকাদার ও গ্রাহক ঐকি পরিষদ ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি করেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি স্বার্থনেষি মহল সরকারকে ভূল তথ্য দিয়ে আবাসিক সংযোগ বন্ধ রেখেছে। এতে করে সরকার হারাচ্ছে মোটা অঙ্কের রাজস্ব। শুধু তাই নয় বৈধ সংযোগ না পেয়ে গ্রাহকরা অবৈধ সংযোগের দিকে ঝুকছে।
এ সময় বক্তারা আরও বলেন, বর্তমানে তিতাসের সাভার অফিসে যে পরিমাণ বৈধ চুলার সংযোগ আছে তার চেয়েও চারগুণ বেশি অবৈধ চুলা ব্যবহার হচ্ছে। তাই দ্রুত বৈধ সংযোগের দাবি জানিয়েছেন উপস্থিত গ্রাহক ও ঠিকাদাররা।
তারা আরও বলেন, দীর্ঘ কয়েক বছর ধরে আবাসিক গ্যাস সংযোগ পেতে ব্যাংকে অনেক গ্রাহক ডিমান্ডনোটের টাকা জমা দিয়েও কোন সুরাহা পাচ্ছে না।
সাভার তিতাস গ্যাস কোম্পানির সাভার ও আশুলিয়ায় অবৈধ চুলা বৈধকরণের লক্ষ্যে আবেদনকৃত গ্রাহকের সংখ্যা প্রায় ১৫হাজার ২০৪ জন। এদের চুলার সংখ্যা ৪০ হাজার ৫৬৪টি। তিতাসের ইস্যুকৃত চাহিদাপত্রের অর্থ প্রদানকারী নতুন গ্রাহকের সংখ্যা ৪৪ হাজার ১৪৭ জন। যাদের চুলার সংখ্যা ১লক্ষ ১৯ হাজার ১১৮টি। এসব গ্রাহকরা সংযোগ পেলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আদায় করতে পারবেন।
সাভার তিতাস গ্যাস ঠিকাদার প্রতিনিধি কল্যাণ সমিতির আহবায়ক মো. নুরুল হক বলেন, যে সমস্ত গ্রাহক বৈধ সংযোগ পাওয়ার আশায় ডিমান্ড নোট ব্যাংকে জমা করে রেখেছেন বছরের পর বছর। তিতাস কর্তৃপক্ষ তাদের কোনো ধরনের সিদ্ধান্ত না দেওয়ায় প্রতিনিয়ত তারা ঠিকাদারদের উপর চাপ করে আসছে। এ কারণে গ্রাহকদের সাথে মানববন্ধনে আমরাও একাত্মতা পোষণ করেছি।
সাভার তিতাস গ্যাস ঠিকাদার প্রতিনিধি কল্যাণ সমিতির যুগ্ম আহ্বায়ক কাওছার আহমেদ বলেন, দীর্ঘদিন যাবৎ অজানা কারণে আবাসিক বাসা বাড়িতে গ্যাস সংযোগ বন্ধ রাখায় সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সকল ঠিকাদার পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। দীর্ঘদিন কাজ না থাকায় বর্তমানে সংসার চালাতে হিমশিম খাচ্ছে তারা। সরকারের কাছে দ্রুত সময়ের মধ্যে এ সমস্যার সমাধান দাবি করছি। এসময় মানববন্ধনে ঠিকাদার সংগঠনের নেতাকর্মীসহ এক হাজার গ্রাহক অংশগ্রহণ করে।