সাভারের আশুলিয়া থানা ৪ টি ইউনিয়নে ৬ আ’লীগ বিদ্রোহী প্রার্থীকে সংগঠনের পদ থেকে বহিষ্কার
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
সাভারের আশুলিয়া থানা ৪ টি ইউনিয়নে ৬ আ’লীগ বিদ্রোহী প্রার্থীকে সংগঠনের পদ থেকে বহিষ্কারের সুপারিশ।
সাভারের আশুলিয়া থানা ৪ টি ইউনিয়ন নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ছয় নেতাকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করেছে থানা আওয়ামী লীগ।
সোমবার (২০ ডিসেম্বর) রাতে আশুলিয়ার পল্লিবিদ্যুৎ এলাকায় বৈঠক শেষে বহিষ্কারের সুপারিশের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন।
যাদেরকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে তারা হলেন- পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম
ও শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য হেলাল উদ্দিন, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাইদুর মাস্টার, আশুলিয়া থানা যুবলীগের সদস্য সজীব, আশুলিয়া থানা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ।
তিনি বলেন, ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী থাকা সত্ত্বেও বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাদের পদ থেকে বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে।
জেলা কমিটির মাধ্যমে সুপারিশটি কেন্দ্রীয় কার্যালয়ে পাঠিয়েছি।