শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকে:
সাভারে বিদ্যুতের খুটিতে কাজ করতে উঠে বিদ্যুতপৃষ্টে এক জনের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহতের শ্রমিকের নাম মেহেদী হাসান (২৪)। সে নাটোর জেলার সিংড়া থানা এলাকার মো: মাসুদ চৌকদারের ছেলে ছিলেন। মঙ্গলবার (২৮) ডিসেম্বর সকালে ঢাকা-আরিচা মহাসড়কের তালবাগ মহল্লায় ঢাকা ট্রেড লিংক এর সামনে বিদ্যুতের খুটিতে কাজ করতে গিয়ে তার মৃত্যু হয়েছে। সাভার মডেল থানা পুলিশ এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে।
এ ঘটনায় সাভার পল্লী বিদ্যুত-৩ এর ঠিকাদার আদিত্য বর্মন জানান, মঙ্গলবার সকালে তালবাগ মহল্লায় মহাসড়কের পাশে বিদ্যুত সংযোগ বন্ধ করে একটি বিদ্যুতের খুটি সরানোর কাজ শুরু করি আমরা। পরে আমার সহকারী মেহেদী হোসেন খুটির উপরে উঠে ও তার শরীর খারাপ হয়ে যায়। এ সময় অনান্য সহযোগীরা তাকে উদ্ধার করে এনাম মেডিকেল নিয়ে গেলে কর্তবরত ডাক্তার মৃত বলে ঘোষনা করেন।
সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সজল খানা বলেন, নিহত মেহেদী পল্লী বিদ্যুতের স্টাফ ছিলেন না। তিনি পল্লী বিদ্যুতের এক ঠিকাদেরর হয়ে কাজ করতেন দৈনিক হাজিরায়। আমরা তার লাশ উদ্ধার করে রাজধানীর সরোওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরন করেছি। হাসপাতালের কর্তবরত চিকিৎসক প্রাথমিক ভাবে ধারনা করছেন বিদ্যুতপৃষ্টে হয়ে তার মৃত্যু হয়েছে। আবার শ্রমিকরা বলছেন কাজ করার সময় বিদ্যূৎ ছিল না।