সাভারে একটি সমবায় সমিতির সদস্য ছাড়াও গরীব-অসহায় মানুষের মাঝে ৩ শতাধীক ঈদ উপহার
বিতরণ
সাভার থেকে শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদকঃসদস্য ও গরীব অসহায় মানুষে মুখে একটু হাঁসি ফোটাতে এই ক্ষুদ্র প্রচেষ্টা এবং ঈদ উপহার সামগ্রী বিতরণ করতে পেরে আমি একটু আনন্দ পাই ঈদ উপহার সামগ্রী বিতরণ কালে একথা বললেন সমিতির চেয়ারম্যান তালুকদার মোঃজাহিদুল ইসলাম জুয়েল।
গরীব অসহায় এলাকা পুরুষ - মহিলাদের মাঝে এবং সমিতির নিয়মিত সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে সাভার পৌর বক্তারপুর এলাকার ভাগ্য উন্নয়ন শ্রমজীবি সমবায় সমিতি। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত প্রায় ৩০০ শতাধীক মানুষের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়।
সমিতির সদস্য ছাড়াও গরীব-অসহায় মানুষের মাঝে প্রতি বছরই ঈদ উপহার হিসেবে শাড়ী,কাপর-লঙ্গী বিতরন করে আসছে এই সেবামূলক সংগঘঠনটি।এবার অল্প পরিসরে ঈদ উদযাপন সামগ্রী বিতরণের মাধ্যমে সাথে ঈদ আনন্দ ভাগ করে নিলো প্রানের সংঘঠনটি।
যারা ঈদ উপহার সামগ্রী পেয়েছেন তারা খুশী সকলেই। তারা কেউ কেউ বলেছেন আমরা গরীব মানুষ দিন আনি দিন খাই এ সমিতির পক্ষে যা পেয়েছি তাই অনেক অনেক খুশি।