সাভার পৌর বক্তারপুর এলাকায় একটি সমবায় সমিতির অফিসের সামনে ভাংচুর
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
সাভার পৌর বক্তারপুর এলাকায় একটি সমবায় সমিতির অফিসের সামনে ভাংচুর করেছে দুষ্কৃতকারীরা সাভার মডেল থানায় একটি সাধারন ডায়রি করেছে সমিতির কর্তৃপক্ষ।
জানা যায় গত বুধবার রাত ১০ টায় অফিস বন্ধ করে বাসায় চলে যায় অফিস কর্মকর্তারা। গভীররাতে সাভার পৌর বক্তারপুর এলাকার ভাগ্য উন্নয়ন শ্রমজীবি সমবায় সমিতি অফিসের সামনে ভাঁংচুর চালায় দুষ্কৃতিকারীরা। বৃহস্পতিনার অফিস কর্তৃপক্ষ মোঃ জাহিদুল ইসলাম জুয়েল সাভার মডেল থানায় একটি সাধারন ডায়রি করেছেন।
তিনি জানান প্রতিদিনের ন্যায় অফিস বন্ধ করে নিজ কর্মস্থল ত্যাগ করে বাসায় যায়। পরের দিন বৃহস্পতিবার সকালে এসে দেখেন অফিসের সামনে ব্যানার,সাইনবোর্ড, লাইট ভাংচুর ও তালায় আঘাতের চিহ্ন দেখতে পেয়ে নিরাপত্তা ও মূলআসামী সনাক্তকরণের জন্য একটি সাধারন ডায়েরি করা হয়।
স্থানীয় একটি সমিতির কর্মকর্তা বলেন
আর্থিক প্রতিষ্ঠানে এভাবে আঘাত করা দন্ডনিয় অপরাধ। তাই পুলিশকে দুষ্কৃতকারী আসামী বেড় করে তাদের দ্রুত আটকের অনুরোধ জানিয়েছেন। সংবাদ লিখা পর্যন্ত পুলিশ এখনো দুষ্কৃতকারী আসামীকে সনাক্ত বা আটক করতে পারেনি বলে জানা গেছে।