সত্যেরসংবাদ ডেক্স রিপোর্টঃ
ক্ষমতাসীন আওয়ামী লীগের ঢাকা জেলা শাখার সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি পদে পুনরায় দায়িত্ব পেয়েছেন বেনজীর আহমদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পনিরুজ্জামান তরুণকে।
শনিবার (২৯অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের এ সম্মেলনের প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নতুন কমিটি সভাপতি সাধারণ সম্পাদকের নাম ঘোষণা দেন ৷
বেনজির আহমেদ এর আগেও অর্থাৎ সদ্য বিদায়ী কমিটিরও সভাপতি ছিলেন। এই পদে পরিবর্তন ননা হয়নি।
তবে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ছিলেন মাহবুবুর রহমান। তার জায়গায় এবার পনিরুজ্জামান তরুনকে দায়িত্ব দেওয়া হলো।