শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকেঃ
সাভারের আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপ- নির্বাচনে বৃহস্পতিবার সকালে জামগড়া এলাকায় আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকের বাড়িতে হামলা, ভাংচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আশুলিয়ার গফুর মন্ডল স্কুলের পাশে নৌকার সমর্থক জয়নাল আবেদীনের বাড়িতে একদল মুখোশধারী সন্ত্রাসী হামলা চালায়। সন্ত্রাসীরা জয়নাল আবেদীনের বাড়ি ভাঙচুর করে এবং কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিরোধিতা কে কেন্দ্র করে প্রতিপক্ষ এ হামলা চালিয়েছে বলে দাবি করেন জয়নাল আবেদীন ও তার পরিবারের সদস্যরা।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে সকাল থেকেই ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। কুয়াশা ঘেরা সকালে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে বিভিন্ন কেন্দ্রে।
আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেন মুসাসহ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন প্রার্থী। কয়েক মাস আগে বার্ধক্য জণিত কারণে ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আলী মাস্টার নিহত হলে এ উপনির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশন।