শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকেঃ
সাভারে রেডিকলোনী এলাকা থেকে ৫ কেজি মাদকদ্রব্যসহ দুই মাদকক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
গত ২৭ জানুয়ারি শক্রবার গভীররাতে ঢাকা জেলা উত্তর ডিবির এএসআই (নিঃ) সুলতান মাহমুদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পার্শ্বে সাভার পৌর রেডিও কলোনি এলাকার শামসুল এন্টারপ্রাইজের সামনে হতে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্যসহ আসামীদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ মহিন উদ্দিন (৩৮), পিতা- জামিল উদ্দিন, মাতা- শামসুন্নাহার, গ্রামের বাড়ী জোরপুকুরিয়া, বরুড়া থানার কুমিল্লা জেলায় বাড়ী। তিনি ঢাকা মোহাম্মদপুর বসিলা গার্ডেন সিটি এলাকায় বসবাস করেন। মোঃ হাবিব উল্লাহ (৩১), পিতা- মোঃ রাশেদুল হক, মাতা- মোসাৎ বিলকিস বেগম, গ্রামের বাড়ী নাজিরপুর সাতবর বাড়ি, ভাংগা থানার ফরিদপুর জেলায় বাড়ী।
ডিবির এএসআই (নিঃ) সুলতান মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের নিকট হইতে অবৈধ মাদক দ্রব্য ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
ডিবি পুলিশের ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার
মোবাশশীরা হাবীব খান, পিপিএম-সেবা এর নির্দেশে ঢাকা জেলা উত্তরের অফিসার ইনচার্জ ডিবি (উত্তর) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) সাহেবের তত্ত্বাবধানে সাভার মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত থেকে রিমান্ড মঞ্জুরের আবেদন করা হয়েছে।