শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকে:
সাভারে স্বামীর নির্যাতন সহ্য না করতে পেরে শুশুরবাড়ী বাড়িতে না যেতে চাওয়ায় স্ত্রী পোশাক শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করেছে স্বামী। এঘটনায় দিবাগত রাতে ঘাতক স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লায় এ হত্যা কান্ডের ঘটনা ঘটে।
পুলিশ বলছে,আশুলিয়ার আনারকলি এলাকায় স্বামীর নির্যাতন সইতে না পেরে বৃহস্পতিবার বিকেলে স্ত্রী সুলতানা সাভারের আনন্দপুর এলাকায় খালুর বাড়িতে চলে আসে। এসময় রাতে স্বামী বাবু তার স্ত্রীকে নিতে খালুর বাড়িতে আসে স্ত্রী তাকে বলে আমি যাবো না। এ কথা বলার পরেই ঘাতক স্বামী বাবু কোমর থেকে ছুরি বের করে স্ত্রী সুলতানাকে এলোপাথারী ছুরিকাঘাত করে আহত করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় স্ত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে।
পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে। এঘটনায় স্থানীয়রা ঘাতক স্বামীকে গণপিটুনি দিয়ে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন,এঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
০৩.০২.২৩ ইং।