বাংলাদেশকে ২০২০ সালের জন্য যুব রাজধানী হিসেবে ঘোষণা দিয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)। ওআইসি অঞ্চলের যুবকদের মোকাবিলা করা সামাজিক, অর্থনৈতিক, নৈতিক ও সাংস্কৃতিক সমস্যা সমাধান এবং তাদের মাঝে ধারণা ও অভিজ্ঞতার আদান-প্রদান এবং পারস্পরিক বোঝাপাড়ার প্রসারের জন্য ২০০৪ সালের ১-৩ ডিসেম্বরে আজরাবাইজানের রাজধানী বাকুতে আইসিওয়াইএফ প্রতিষ্ঠিত হয়েছিল।
ওআইসির যুব রাজধানী বাছাই কমিটি হিসেবে কাজ করা ইসলামিক সহযোগিতা যুব ফোরামের (আইসিওয়াইএফ) নির্বাহী বোর্ড গত ২৫ ডিসেম্বর তুরস্কের ইস্তানবুলে এ ঘোষণা দেয়।
ওআইসির সাথে সম্পর্কযুক্ত আন্তর্জাতিক সংস্থা আইসিওয়াইএফ' সচিবালয় বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে এ ঘোষণার তথ্য নিশ্চিত করেছেন।