শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার :
সাভারে বলিয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে ৪১০ বোতল ফেন্সিডিল সহ ২ মাদক ব্যবসায়ী-কে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার ( ১৯ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করে
সাংবাদিকদের এ তথ্য জানান,ঢাকা জেলার পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার)। এসময় তিনি বলেন,গতকাল শনিবার রাতে সাভার মডেল থানার বলিয়ারপুর এলাকা থেকে ৪১০ বোতল ফেন্সিডিল সহ ২ মাদক ব্যবসায়ী-কে গ্রেফতার করা হয়েছে। তারা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে সাভারসহ আশেপাশের এলাকায় বিক্রয় করে বলে তারা জানায়। এছাড়াও গ্রেফতারকৃত আসামী রুবেল এর বিরুদ্ধে ইতিপূর্বে আরো ২ টি মাদক মামলা রয়েছে বলেও তিনি জানান।
আটককৃত আসামি হলেন মোঃ রুবেল হোসেন (৪০),পিতা-মৃত খলিলুর রহমান,গ্রাম-দক্ষিন রাজাশন, হোল্ডিং নং-৫৬, থানা-সাভার মডেল। বর্তমান বলিয়ারপুর মজিবর এর বাসার ভাড়াটিয়া হিসেবে বসবাস করে মাদক ব্যবসা করে আসছিল। মোঃ বিষু (২১),পিতা-মোঃ লাবু লাভলু, গ্রাম-সাতআনিপাড়া,বলিয়ারপুর এলাকায় বসবাস করে আসছিল।
ঢাকা জেলার (উত্তর) ডিবি পুলিশের এস আই (নিঃ) মোঃ আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শনিবার রাত ৭টা ৫০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানার বলিয়ারপুর এলাকায় বিশেষ অভিযানের ডিউটি চলাকালে দুই মাদক ব্যবসায়ীসহ তাদেরকে গ্রেফতার করে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর কাছে জানতে চাইলে প্রতিবেদক-কে তিনি বলেন,ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) স্যার ও অতিরিক্ত পুলিশ সুপার,ডিবি,জনাব মুবাশশিরা হাবীব খান,পিপিএম স্যার এর নির্দেশে মাদক উদ্ধারে সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। এছাড়া আটক মাদক ব্যবসায়ীদের নামে মামলা করে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।