শেখ এ কে আজাদ,সাভার:
সাভাূরের উৎসব প্লাজায় অবস্থিত বাঁশবাড়ি শিশু যুব কল্যান সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন করা হয়।বুধবার সন্ধ্যায় সংগঠনের সদস্য,আশে-পাশের গরীব দু:খী মানুষের মাঝে প্রায় ৫০০'শত পুরুষ - মহিলাদের মাঝে এ ঈদ সামগ্রী বিতরন কার্যক্রম চলে।গরীব দু:খী মানুষ ইফতার খেয়ে ও ঈদ সামগ্রী পেয়ে তারা খুশি।ঈদ সামগ্রী এর মধ্য ছিল পোলার চাল,লাচ্ছা সেমাই ও চিনি। রোজাদারদের ব্যক্তিদের জন্য সারা মাস ব্যাপি ইফতারের আয়োজন করে সংগঠনটি। এসময়
সাধারন সম্পাদক সূবর্ণা ঘোষ, কোষাদক্ষ ইপি সাহা,সভাপতি তুষার ঘোষ উপস্থিত ছিলেন।