শেখ এ কে আজাদ,প্রতিবেদক,,সাভার:
সাভারের বলিয়াপুর এলাকায় ডিস ব্যবসাকে কেন্দ্র করে হামলা আহত ৩ জন, ডিসের সংযোগ ক্যাবল তার,মূল্যবান মেশিনসহ স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায় দূর্বৃত্তরা। দূর্বৃত্তদের ৪ জনের নামে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানালেন ভুক্তভোগি ডিস ব্যবসায়ী মুহাম্মদ জহিরুল ইসলাম (৫৫)।
সাভারের বলিয়াপুর এলাকায় ডিস ব্যবসায়ী মুহাম্মদ জহিরুল ইসলাম জানান তিনি দীর্ঘদিন যাবৎ নিজ এলাকায় সরকারী অনুমোদন বৈধভাবে ডিস ব্যবসা পরিচালনা করে আসছে।সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের যাদুরচর এলাকার প্রধান আসামী তাজুল ইসলাম তার এলাকা বনগাঁও ইউনিয়নের বলিয়াপুরে প্রভাব বিস্তার করে তার সংযোগের ক্যাবল তার,মেশিন যন্ত্রপাতি খুলে নেয়াসহ বিভিন্নসময় সংযোগ তার বিচ্ছিন্ন করে আসছিলো।
গত ১৮ এপ্রিল রাত আনুমানিক রাত ৮ টার সময় সাভারের বলিয়াপুরের টেকেরবাড়ী মেডিকেলে নিকটে থেকে সংযোগ তার খুলে নিচ্ছে এমন সংবাদ পেলে ঘটনাস্থলে যায়, ঐ সময় উৎপুতে থাকা দৃর্বৃত্তদলের তাজুল ইসলামের বাহিনীসহ ৪/৫ জন পিছন থেকে তাদের হাতে ধারালো এন্টিকাটার দিয়ে অতর্কিত হামলা চালিয়ে হাত, হাতের তালু-নখে,কপালসহ শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম করে আহত করে এবং তার সাথে থাকা তার ছোট ভাই দৃষ্টিপ্রতিবন্ধী আলিম (৩৫)কে চর থাপ্পর মেরে দূরে সরে দেয়। পরে দৃষ্টি প্রতিবন্ধী ভাইয়ের ডাক চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে আসলে তার দৃষ্টি প্রতিবন্ধী আলিমের ভাবীর শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করে ।তার গলায়, কানে থাকা স্বর্ণালংকার নিয়ে দূর্বৃত্তরা দ্রুত ঐ ঘটনাস্থল ত্যাগ করার আগেই তাদের সাথে থাকা ডিসের সংযোগ ক্যাবল তার,মেশিনসহ প্রায় লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ঐ সময়
তাদেরকে দ্রুত উদ্ধার করে সাভার উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে ভুক্তভোগি ডিস ব্যবসায়ী মুহাম্মদ জহিরুল ইসলাম।
আসামীরা হলেন,১.তাজুল ইসলাম (৫৫), পিতা-মৃত-মহিজ উদ্দিন ২.মোহাম্মদ নয়ন (২৬),পিতা-তাজুল ইসলাম ৩.মো:লিমন (৩৮) ও মিনহাজ,পিতা-অজ্ঞাতদের আসামীকরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোক্ত ব্যক্তিরা এখন প্রাননাশের হুমকিতে তারা স্থানীয় প্রশাসনের নিকট সুষ্ঠু তদন্ত সাপেক্ষে মামলাটি দ্রুত রুজু করতে দৃষ্টি আকর্ষন করেছেন।
এ ব্যাপারে সাভার মডেল থানার এস আই মোখলেছুর রহমান প্রতিবেদককে জানান লিখিত অভিযোগ করেছে উভয় পক্ষ তবে একটি মামলা রুজু হয়েছে আরো দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।