সাভারে সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী মুরাদ জংয়ের নির্বাচনী অংশে নিয়ে বর্নাঢ্য ৱ্যালী ও নির্বাচনী অফিস উদ্বোধন
শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক, সাভার থেকে:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার ঢাকা-১৯ সাভারে আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য তৌহিদ জং মুরাদ এর নির্বাচনে শিমুলতলার " দরবার এ জং" নিজস্ব ভবনে নির্বাচনী অফিস উদ্বোধন করেন।
জনপ্রিয় এই মুরাদ জংয়ের আসার খবর পেয়ে সকাল থেকে শিমুলতলার অফিসের সামনে উপজেলার বিভিন্ন জায়গা থেকে গাড়ি, মোটরসাইকেল, প্রাইভেটকার,ট্রাক পিকআপ ভ্যানসহ বিভিন্ন যানবাহনে দলে দলে সাধারণ মানুষ ও কর্মী সমর্থ জরো হতে থাকে। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা আরিচা মহসড়ক যে এক জনসমুদ্রে পরিনত হয়।
দুপুরের দিকে মুরাদ জং তার বাসভবনের ছাদের উপর উঠে উপস্থিত জনসাধারণের সামনে এসে সালাম বিনিময়ের পর তার নির্বাচনী অফিস কবুতর ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন।
তিনি জনসাধারণের কাছে এবারে ঈগল মার্কায় ভোট প্রার্থনা করে বলেন আপনারা আগামী ৭ তারিখে নির্বাচন নিজ নিজ ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ভয়ে ভোট দিয়ে আমাকে আবারও আপনাদের সেবা করার আবার পূণরায় সুযোগ দিবেন। তিনি কোন বিশৃঙ্খলা চায় না এবারও শেখ হাসিনাস মার্কা নৌকার পাশাপাশি ঈগল তাই সকলকে ঈগল মার্কায় ভোট দিতে অনুরোধ করেন।
এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাবুদ্দিন আহমেদ, সাভার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা
বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: সূজন, সাভার পৌর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি হাজী আবদুল হালিমসহ আওয়ামী লীগের বিভিন্নস্তরের সাভার ও আশুলিয়ার নেতাকর্মীসহ প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।