সাভার সংসদীয় আসনে যেন ত্রিমূখী রাজা রাজার লড়াই,জনপ্রতিনিধি কে হতে যাচ্ছেন?
শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-১৯ সাভারে সংসদীয় আসনের নির্বাচনের আমেজ চলছে উৎসবমূখর, ভোটার সংখ্যা প্রায় আট লাখ। শিল্প এলাকা হওয়ায় বহিরাগত ভোটার সংখ্যা এ আসনে বেশী রয়েছে।
সাভার ও আশুলিয়ায় দু একটি সহিংসতা ঘটনা ছাড়া কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
প্রার্থীদের নির্বাচন আচার-আচরণ বিধি লঙ্গনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনায় গুনতে হয়েছে জরিমানা।
অবাধ সুষ্ঠু নিরেপক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটা কামনা করছে সকল প্রার্থীগন। সাভারে কাগুজ কলমে ১০ জন প্রার্থী থাকলেও ভোট ব্যাংক তৈরি করতে পেরেছেন তিন প্রার্থী।
সাভারে ত্রিমূখী লড়াইয়ে রাজা রাজার লড়াইয়ের প্রতিকে আগামী ৭ তারিখে ভোট দিবে ভোটারগন, বেছে নিবে তাদের কাঙ্খিত জনপ্রতিনিধি ।
এ আসনে ভোট কারচুপি হবে না জেনে, সাধারন ভোটারদের ১টি ভোটের মূল্য বুঝে সাভার ও আশুলিয়ার প্রতিটা ইউনিয়ন ও পৌর ওয়ার্ড এলাকায় শেষ মুহুর্তেও চষে বেড়াচ্ছে নৌকা প্রতিকে বর্তমানে ২ বারের নির্বাচিত আওয়ামীলীগের সংসদ সদস্য ডাক্তার এনামুর রহমান,
ঈগল প্রতিকে আওয়ামীলীগের সাবেক ১ বারের নির্বাচিত সংসদ সদস্য তৌহিদ জং মুরাদ ও
ট্রাক প্রতিকে ২ বারের নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম ।আওয়ামীলীগের দলীয় ১ জন প্রার্থী রয়েছেন অপর দুজন আওয়ামীলীগের দলীয় প্রার্থী না হলেও তারা দুজন আওয়ামীলীগের জনপ্রতিনিধিও ছিলেন, তারাও এবার স্বতন্ত্র হয়ে গন সমর্থনে এগিয়ে রয়েছে।
তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে সাধারন ভোটারদের মনজয় করতে এলাকা এলাকায় ওয়ার্ডে ওয়ার্ডে ভোট চাওয়া পথসভা উঠান বৈঠককালে জনস্রোতে পরিনত হয়েছে।
এ তিনজন প্রার্থী জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী হয়েছেন।
এ জাতীয় সংসদ নির্বাচনে সারা বাংলাদেশের ন্যায় সাভার ও আশুলিয়ায় অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ করতে সিইসি এর পক্ষ থেকে সব ব্যবস্থা নেয়া হয়েছে। এক কেন্দ্রে ভোট কারচুপি ও সহিংসতা ঘটলে কেন্দ্রের ভোট বন্ধ থাকতে পারে সেই সাথে সহিংসতা ঘটনা যারা ঘটাবে তাদের প্রার্থীতা বাতিল হওয়ার সম্ভাবনা হতে পারে। প্রার্থীরা এ কথা জেনে তারা ভোটারদের নিকট থেকে ভোট প্রার্থনা করে যাচ্ছে।
সকলের চাওয়া ৭ এ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হোক অবাধ স্বচ্ছ আর নিরেপক্ষ এবং শান্তিপূর্ণ এর মধ্যে উৎসবমূখর পরিবেশে ভোটাররা ভোট প্রয়োগ করবে এমনটি প্রত্যাশা।