শেখ এ কে আজাদ, প্রতিবেদক,সাভার:
সাভার পৌর এলাকার পাঁচ নম্বর ওয়ার্ডে ব্যাংকলোনি ল্যাবরেটরি স্কুলে ২০২৪ বার্ষিকী ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রতিযোগি শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সাভার পৌর ব্যাংক কলোনি ক্যাম্পাসে এ পুরস্কার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকলোনি ল্যাবরেটরি স্কুলের প্রিন্সিপাল আমিনুর রহমান,কো-অর্ডিনোট রুবিউল ইসলাম ও ব্যাংকলোনী ক্যাম্পাসের আনন্দপুর ল্যাবরেটরি কলেজ'এর প্রিন্সিপাল মো: খালিদ হোসেন উপস্থিত থেকে পুরুস্কার বিতরণ করেন।
এসময় ব্যাংককলোনী ল্যাবরেটরি স্কুলের ম্যানিজিং কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী জারিন রিয়েল এ্যাস্টেট এন্ড ডেভলপারের চেয়ারম্যান জয়নাল আবেদীন। এছাড়াও ম্যানেজিং কমিটির সদস্য এপোজি ড্রিম হাউজিং এর ডিরেক্টর মো: জুলফিকার আনসারি,মো: আলীনুর রহমান শাওন (বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সত্বাধীকার শাওন ইলেক্ট্রিক)
যেমন খুশি তেমন সাজো ও অভিভাবক মহিলাদের বালিশ খেলা এবং হাড়ি ভাঙ্গাসহ ৫১ টি বিজয়ী প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণী করা হয়।