শেখ এ কে আজাদ,প্রতিবেদক,সাভার :
সাভারের বাঁশবাড়ি শিশু যুব কল্যাণ সংস্থার উদ্যোগে সাভার পৌর সিআরপি এলাকায় একটি মাঠে প্রতিবন্ধী অসহায় দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১১)মার্চ বিকেলে প্রায় ৩০০ শ' পরিবারকে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রী বিতরণী সময় উপস্থিত ছিলেন , ঢাকা জেলা উত্তর সেচ্ছাসেবকলীগের নেত্রী, একুশে গ্রেনেড হামলার আহত এবং বাঁশবাড়ি শিশু যুব কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা মাহবুবা পারভীন, ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি ও সংস্থার উপদেষ্টা সাইদুল ইসলাম ও সংগঠনটির চেয়ারম্যান তুষার ঘোষ।
এসময় বাঁশবাড়ি শিশু যুব কল্যাণ সংস্থার সহকারী পরিচালক
নাজিয়াত আরা নাভা,
সহ সাংগঠনিক সম্পাদক
আরিফা আক্তার আশা নির্বাহী পরিচালক হেড অব এ্যাডমিন তরুণ চাকমাসহ সাভার পৌর বিভিন্ন এলাকার সভানেত্রীগন উপস্থিত ছিলেন।
বাঁশবাড়ি শিশু যুব কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা মাহবুবা পারভীন বলেন সংস্থাটির উদ্যোগে রোজার শুরুর দিন প্রায় তিন'শ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ উদ্বোধন করা হয়েছে।
সংস্থাটি উদ্যোগে অসহায় প্রতিবন্ধী গরীব পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম মাসব্যাপী চলবে। তিনি এ সংস্থাটির জন্য কাজ করে এগিয়ে নিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।