সত্যেরসংবাদ:
সাভার পৌর চাপাইন এর তালতলা ও ডগরমোড়া এলাকায় ২৫০ শতাধীক ইফতার সামগ্রী বিতরণ করলেন বাঁশ বাড়ী শিশু যুব কল্যান সংস্থা। শক্রবার(৫) এপ্রিল সকাল থেকে দুপুর পর্যন্ত গরীব,অসহায়,দুস্থ, প্রতিবন্ধীদের মাঝে এ ইফতার সামগ্রী বিতরন করা হয়।
১২,০০০ (বারো হাজার)র' অধিক পরিবারকে ইফতার সামগ্রী বিতরণে প্রতিশ্রুতি রক্ষা করতে পেরে সংস্থাটি চেয়ারম্যান তুষারঘোষ আনন্দিত এবং সংগঠনের সাথে জরিত ব্যক্তি ও সংবাদকর্মীদের কৃতজ্ঞতা জানিয়েছেন তুষার ঘোষ। এসময় উপদেষ্টা ও সংস্থাটির সাধারন সম্পাদক সোনিয়া আহম্মেদ উপস্থিত ছিলেন। এসময় অফিস কর্মকর্তা তরুন বিকাশ চাকমা,ফাতেমা নাসরিন পাপিয়া,আনোয়ার হোসেন হৃদয়সহ স্থানীয় গন্যমান্য বক্তিবর্গ।