শেখ এ কে আজাদ,প্রতিবেদক,সাভার :
সাভার উপজেলায় পরিষদের ২য় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। একুশে এপ্রিল ২০২৪ মঙ্গলবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের দিন সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছেন এতে সরকারি, আধা সরকারি, বে- সরকারী , শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
নির্বাচনী অফিস সূত্রে জানায়,
৬ষ্ঠম সাভার উপজেলায় পরিষদ নির্বাচনে ১২টি ইউনিয়নে ৩৪৮ টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা ৯ লক্ষ ৯ শত ১৫ জন তার মধ্যে মহিলা ভোটার সংখ্যা হচ্ছে ৪ লক্ষ ৩৮ হাজার ৮৮ জন, পুরুষ ভোটার সংখ্যা রয়েছে ৪ লক্ষ ৬২ হাজার ২ শ' ১২ জন এবং ১৫ জন হিজরা ভোটার রয়েছে।
সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরুতিহীন ভাবে চলবে ভোটে গ্রহণ।সাভার উপজেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ আমিনুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক।
সাভার উপজেলায় পরিষদ নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে মোট প্রার্থী ৬ জন। বর্তমান চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মো: সাইদুল ইসলাম তালা মার্কা, মোঃ মোশারফ হোসেন খান টিউবয়েল মার্কা, মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন চশমা মার্কা প্রতিদ্বন্দ্বিতা করছেন করছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাদিয়া নূর প্রজাপতি মার্কা, বর্তমান ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমি ফুটবল মার্কা মোছাম্মৎ মনিকা আক্তার কলস মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন।তবে প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারণা ব্যানার ফেষ্টুন পোস্টার তেমনটি চোখে পরেনি।চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সাভার উপজেলার পুরো নির্বাচনী এলাকা ছিল ফাঁকা।
সাভার উপজেলা পরিষদের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী হাকিম রাহুল চন্দ প্রতিবেদককে জানান, ২১ এপ্রিল ২০২৪ দ্বিতীয় দাপের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি বলেছেন ভোটকেন্দ্রে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবে না আর খবর পেলে তরিত ব্যবস্থা গ্রহন করা হবে। কেন্দ্রে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে কেন্দ্রের ভোটগ্রহন/ফলাফল স্থগিত করা হবে। তবে ভোট গ্রহন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত করতে প্রশাসনিকভাবে সব ব্যাবস্থা গ্রহন করা হয়েছে। তিনি আশা করছেন এবারের ভোটও স্বচ্ছ নিরপেক্ষ হবে এবং কোন প্রার্থীর কোন প্রকার অভিযোগ দাখিলও করেনি।
সহকারী রিটার্নিং
কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন সাভার উপজেলার নির্বাচনী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম সহ আরো ও প্রিজাইডিং কর্মকর্তা ৩৪৮ জন এবং সহকারী প্রিজাইডিংসহ ৮৫০০ এর অধিক দ্বায়িত্ব পালন করবেন।নির্বাচনী কেন্দ্রগুলো নিরাপত্তার জন্য পুলিশের বিভিন্ন বিভাগ দ্বায়িত্বরত থাকবেন।