Author: sattersangbad24

  • পুরোটাই পড়বেন জরুরী বার্তা..

    পুরোটাই পড়বেন জরুরী বার্তা..

    পুরোটাই পড়বেন জরুরী বার্তা..

    –অধ্যাপক মীরজাদী সেব্রীনা ফ্লোরা

    লক ডাউন উঠে যাবে হয়ত কয়েকদিন পরই। কেন উঠবে সেটাও পরিষ্কার। হাজার হাজার মানুষ না খেয়ে মরবে। লকডাউন রাখা হয়েছিল ভাইরাসটা যেন ধীরে ছড়ায়, ততদিনে যেন ভ্যাক্সিন আবিষ্কার হয়ে যায়। কিন্তু দুঃখের কথা হলো, পুরো পৃথিবীর ৭০০ কোটির সবার হাতে হাতে এই ভ্যাক্সিন পৌছাতে, কম করে হলেও ৩-৪ বছর লাগবে। তাই এমন অনন্তকাল লক ডাউন রাখা সম্ভবও না, সে যত উন্নত রাষ্ট্রই হোক না কেন। চীন,ইতালিতেও উঠিয়ে নেয়া হচ্ছে লকডাউন।
    তবে আমরা কি এভাবেই মরব?

    সহজ ভাষায় বলতে গেলে, হ্যা এবং এটা একদমই প্রাকৃতিক ব্যাপার। প্রতিটা যুগে যুগে এমন Evolution হয়েছে। এক যুগে ‘ডাইনোসর’ ছিল, কিন্তু প্রকৃতিতে টিকে থাকতে পারে নি বলে তারা আজ নেই। অথচ সেই জুরাসিক যুগের ‘তেলাপোকা’ এখনো টিকে আছে। কারণ সে নিজেকে Evolve করে, নিজেকে চেঞ্জ করে প্রকৃতিতে টিকে থাকতে পেরেছে। ম্যামথও ছিল তখন, হয়ত ‘ম্যামথ’ তার রুপ চেঞ্জ করেই বর্তমানের হাতি হয়েছে। এগুলাই Evolution।

    তো এগুলা বলার মানে কি? এগুলা জেনে কি করব?
    আমাদেরও প্রকৃতির উপাদানের সাথে Evolve হতে হবে। লড়াই করে টিকে থাকতে হবে। আমাদের নিজেদেরও চেঞ্জ হতে হবে। কিছু নিয়ম মেনে চললেই এই টিকে থাকা সম্ভব।

    ১) অভ্যাসঃ বাজে অভ্যাসগুলা ত্যাগ করতে হবে। কথায় কথায় মুখে আঙুল দেয়া, কলমের মুখ কামড়ানো, আঙুল জিব্বায় লাগিয়ে কাগজ উল্টানো, সেপ দিয়ে টাকা গোনা ইত্যাদি যুগ যুগ ধরে চলে আসা বাজে অভ্যাস ত্যাগ করতে হবে। সাথে মাস্ক পড়তে হবে এবং সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যেস গড়ে তুলতে হবে। ২০০৩ এ জাপানে সার্স ভাইরাসের মহামারির পর তাদের মধ্যে এই অভ্যেস গুলা গড়ে উঠেছিল, যা আজ খুব ভাল কাজ করতেসে ইমিউনিটি বৃদ্ধি করতে। ধূমপান যথাসম্ভব পরিহার করতে হবে।

    ২) এনভায়রনমেন্টঃ আমরা খুব ভাগ্যবান যে আমরা এমন পরিবেশে আছি। নয়ত এই ঘনবসতি দেশ কবেই শেষ হয়ে যেত। আর্দ্রতা এবং তাপমাত্রা খুব ভাল কাজ করতেসে। আর্দ্রতা বেশি থাকা মানে বাতাসে ধুলাবালি কম উড়বে। শীতে আর্দ্রতা কম থাকে, চারিদিক শুষ্ক থাকে বলে বেশি ধুলা ওড়ে। এজন্য শীত প্রধান দেশে এই ভাইরাস হানা দিতেসে বেশি। তাই ঠান্ডা এসি এভোয়েড করতে হবে, এসি রুমের আর্দ্রতা কমিয়ে দেয়।

    ৩) ইমিউনিটিঃ এটাই মোস্ট ইম্পোর্টেন্ট। এই পুরো পোস্ট লিখার পেছনে এই পয়েন্টটাই দায়ী। হার্ড ইমিউনিটির বিকল্প নাই। আমাদের ইমিউনিটি বুস্ট করতেই হবে। সেটা কিভাবে?
    _________________
    ফিজিক্যালি এন্ড মেন্টালি।
    _________

    #ফিজিক্যালিঃ
    * নিয়ম মাফিক ঘুমাতে হবে, রাত জাগা খুব খারাপ শরীর ও ইমিউন সিস্টেমের জন্য। প্রতিদিন কমপক্ষে ৬-৮ ঘন্টা ঘুমাতে হবে।
    * প্রতিদিন ব্যায়াম করতে হবে, প্রায় ১৫-৩০ মিনিট। মাসল এক্টিভিটি বাড়াতে হবে।
    * প্রায়ই রোদে ঘুরতে হবে ছাদে। রোদ দরকার, ভিটামিন ডি লাগবেই

    খাবারঃ
    • ভাতে কোন ঘোড়ার আন্ডার পুষ্টিও নাই, উল্টা অতিরিক্ত ভাত খেলে আপনি মোটা হবেন। ভাত কম খেয়ে তরকারি এবং প্রোটিন জাতীয় খাবার খেতে হবে।
    • প্রচুর পানি খেতে হবে ( এটা খুব বাজে অভ্যাস আমরা পানি খেতে চাই না)
    • এন্টি অক্সিডেন্ট যুক্ত খাবার খেতে হবে। শাক সবজি খেতে হবে। প্রয়োজনীয় প্রটেকশন নিয়ে বাজারে যান, নয়ত ইমিউনিটির অভাবে এমনিও মরতে হবে।
    • ভিটামিন সি বা টক যুক্ত ফল, কমলা, লেবু খেতে হবে। এছাড়াও সিজনাল ফল খেতে হবে। প্রতিদিন সকালে লেবু সেদ্ধ গরম পানি খান।
    • ফাস্ট ফুড টোটালি অফ, চিনি কিংবা লবন খাওয়াও কমাতে হবে।
    • আমাদের দেশের মশলা গুলা দারুন কাজের। লং, লবঙ্গ, জিরা, হলুদ, দারুচিনি এই গুলা মারাত্মক ভাবে ইমিউনিটি বুস্ট করে। দুধে হলুদ মিশিয়ে খাবেন, হলুদ অনেক কাজের। চায়ে মশলা মিশিয়ে খাবেন। গ্রিন টি (এন্টিঅক্সিডেন্ট) বেস্ট, গ্রিন টি তে এই মশলা গুলা খেলে অনেক ভাল।
    • কালিজিরা কার্যকরী একটা জিনিস। প্রতিদিন সকাল বেলা উঠে এক চামচ মধুর সাথে কালিজিরা অনেক বেটার একটা কম্বিনেশন। এছাড়া কালিজিরা ভর্তা/ভাজি খাবারে সাথেও খেতে পারেন।

    #মেন্টালি
    ইমিউন বুস্টের জন্য সঠিক হরমোনাল ব্যালেন্স ঠিক রাখা খুব জরুরি। তাই মন কে শান্ত রাখতে হবে, হাসি খুশি থাকতে হবে। ধর্মীয় প্রার্থনায় মন দিন, মন সুন্দর থাকবে।

    সবাই ভাল থাকুক, সবাই সুস্থ থাকুক। সবাইকে নিয়েই বাঁচতে চাই। বাকিটুকু আল্লাহ ভরসা।

     

  • এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে ৩১ মে

    এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে ৩১ মে

    এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে ৩১ মে

    এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী রোববার (৩১ মে) সকাল ১০টায় ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বেলা ১২টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফেইসবুক লাইভে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন।

    শুক্রবার (২৯ মে) বিকালে মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফলাফল প্রাসঙ্গিক ডকুমেন্ট গণমাধ্যমে মেইল করা হবে। ফেসবুক মেসেঞ্জারেও দেয়া হবে। ইলেক্ট্রনিক মিডিয়ার জন্য বিটিভির মাধ্যমে ভিডিও ফুটেজ পাঠানো হবে। করোনার মহামারীর কারণে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় গণমাধ্যম কর্মীদের ব্রিফিংয়ের স্থানে না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

  • শোক বার্তা..

    শোক বার্তা..

    শোক বার্তা..

    সাংবাদিক জাভেদ মোস্তফার মা না ফেরার দেশে চলে গেলেন। আজ শুক্রবার সন্ধ্যায় সাভার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজেউন) । তিনি ৯ ছেলের রাজমাতা ছিলেন।

    সাভার প্রেস মিডিয়া কল্যান সমিতি পক্ষে তার বিদেহী আত্বার মাগফেরাত কামনা করছি, আল্লাহ যেন উনাকে জান্নাত দান করেন -আমিন এবং পরিবারের মাঝে সমবেদনাা জ্ঞাপন করছি।

    শেখ এ কে আজাদ,সাংবাদিক

    আহবায়কঃসাভার প্রেস মিডিয়া কল্যান সমিতি

  • শোক বার্তা..

    শোক বার্তা..

    শোক বার্তা
    ——————
    সাভার থানা বি এন পির সভাপতি মাহমুদুল হাসান আলাল(৪৬) মাথায় রক্তক্ষরণ জনিত কারনে ঢাকা এপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকাল ৫.০০ঘটিকার সময় সবাই কে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন।(ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। আমি তার পরিবারের প্রতি শোক ও গভীর সমবেদনা জানাই। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি,আল্লাহ রব্বুল আলামীন তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন।

    এডঃ মোহাম্মদ নাজিম উদ্দিন
    যুগ্ম সাধারণ সম্পাদক
    ঢাকা জেলা বি এন পি।

  • নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউপি চেয়ারম্যানে বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

    নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউপি চেয়ারম্যানে বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

    নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউপি চেয়ারম্যানে বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

    মোহাম্মদ আদনান মামুন,নিজস্ব প্রতিনিধিঃ ব্রাক্ষণবাড়ীয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউপি চেয়ারম্যান আলী আকবরের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ পাওয়া গেছে।

    স্থানীয় সূত্রে
    জানাযায়, আলী আকবর সরকারি জমি, খাল দখল করে মার্কেটসহ,রাজনৈতিক দলের অফিস নির্মান করেছে। আবার ভূমিহীনকে বাদ দিয়ে এক বিত্তবানকে ভূমিহীন দেখিয়ে ঘর বরাদ্দ দিয়েছে।
    শুধু তাই নয়,নিজের আপন ভাইয়ের স্ত্রীর নামে বাস স্টেশনের সামনে সরকারি খাল জমি ভরাট করে সেই জায়গা দখলে নিয়েছে।
    এ বিষয়ে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আলী আকবর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন,আমি সরকারি জায়গা ও খাল দখল করে রাজনৈতিক দলের অফিস করেছি ঠিক। এর বাহিরে আমি জায়গা জমি দখল করি নাই।
    এ সময় তিনি আরো বলেন এটা আমার ভুল হয়েছে।
    জনৈক রোমান নামের এক ব্যবসায়ীকে ভূমি হীন দেখিয়ে ঘর দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি এসিল্যান্ড সাহেবের অফিসের নায়েব স্যার দিছে, আমার কি করার আছে।
    তিনি আরো একজন মোটরসাইকেলের মালিক,বিল্ডিং এর মালিক ও ব্যবসায়ী কি করে ভূমিহীন জানতে চাইলে তিনি বলেন ২০ হাজার টাকার দামের বাইক থাকলেই কি পয়সা ওয়ালা।
    আর সরকারি ভূমি দখল করে জনৈক বাশার সাহেবের ছেলেরা যে মার্কেটটি করেছে তার একটি অংশ তো অবৈধ এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখানে আমার কি করার তারা তুলে ফেলেছে,তাহলে কি আপনার দায় নেই।
    এর উত্তরে তিনি বলেন, আমি কি করমু।
    এ বিষয়ে কথা নবীনগর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হাসান বলেন, আমরা অবৈধ মার্কেটের বর্ধিত অংশ ভেঙে ফেলবো।আর যেহেতু অনেকগুলো অভিযোগ পেয়েছি, আমি প্রতিটি অভিযোগ তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেব।তিনি বলেন, সরকারি ভূমি অনুমতি ছাড়া কারোর দখল করার বিন্দু মাত্র সুযোগ নেই। তদন্তে সত্যতা পেলে কাউকে ছাড় দেওয়া হবে না।

  • কবিতাঘর সিরিজ.. ডাঃ মোঃ আমাজাদুল হক

    কবিতাঘর সিরিজ.. ডাঃ মোঃ আমাজাদুল হক

    কবিতাঘর সিরিজ..

    চেনাজানা পথ
    অচেনা জনপদ
    অকৃতজ্ঞ, কৃতজ্ঞতা…
    নিরব, নিঃসঙ্গতা…
    এ বিরহে
    দেখা না হোক
    না হোক আলিঙ্গন
    একদিন মনে হবে
    একদিন হয়তো…দেখা হবে
    অপেক্ষায় চোখ ভিজিয়ে নিয়ো
    বলো দেখা হবে তো…..

    ডাঃ মোঃআমাজাদুল হক
    শিশুস্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্যে উচ্চতর প্রশিক্ষণরত (বিএসএমএমইউ)
    সারকারি কর্মকর্তা

  • আশুলিয়া থানার ওসি শেখ রিজাউল হক দিপু সহ ৫ পুলিশ সদস্য করোনায় ভাইরাসে আক্রান্ত

    আশুলিয়া থানার ওসি শেখ রিজাউল হক দিপু সহ ৫ পুলিশ সদস্য করোনায় ভাইরাসে আক্রান্ত

    আশুলিয়া থানার ওসি শেখ রিজাউল হক দিপু সহ ৫ পুলিশ সদস্য করোনায় ভাইরাসে আক্রান্ত

    শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
    সাভার উপজেলার আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ রিজাউল হক দিপু সহ ৫ পুলিশ সদস্য করোনায় ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

    শুক্রবার (২৯ মে) সকালে শেখ রিজাউল হক দিপু সহ ৫ সদস্য করোনায় আক্রান্ত বিষয়টি সংবাদকর্মীকে নিশ্চিত করেন থানায় ডিউটিতে থাকা পুলিশসদস্য ।

    স্বাস্থ্য ঝুকি বিবেচনা করে বর্তমানে তিনি আশুলিয়া থানায় একটি কক্ষে হোম আইসোলেশনে রয়েছেন ওসি।

    রিজাউল হক জানান, গত দুইতিন ধরে শরীরে জ্বর,ব্যাথা সহ বিভিন্ন উপসর্গ দেখা দিলে উপজেলা স্বাস্থ্য বিভাগে করোনার নমুনা দেন। পরে শুক্রবার(২৯ মে) সকালে জানতে পারেন তার করোনা পজিটিভ। তিনিসহ আশুলিয়া থানার ৫ পুলিশ সদস্য করোনায় পজিটিভ হয়েছেন। আরও ১০ পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে।
    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার নাজমুল হুদা মিঠু জানান, সাভারে নতুন করে আরও ৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় করোনায় রোগী সংখ্যা ৩৮৭ জনে দাড়িয়েছে। এরমধ্যে ৪১ জন সুস্থ হয়েছে। মারা গেছেন ৭ জন।

  • সাভারের আশুলিয়ায় ৭০ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে হাইওয়ে থানা পুলিশ

    সাভারের আশুলিয়ায় ৭০ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে হাইওয়ে থানা পুলিশ

    সাভারে আশুলিয়ায় ৭০ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে
    হাইওয়ে থানা পুলিশ

    শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
    সাভার হাইওয়ে থানা পুলিশের এক অভিযানে ঢাকা- টাঙ্গাইল রোডের আশুলিয়ার বাইপাইল বাসষ্ট্যান্ড এলাকায় ফেনসিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ।

    বৃহস্পতিবার ২৮ মে গভীররাতে সাভার হাইওয়ে থানা পুলিশের একটি টহল টিম বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে কুষ্টিয়া থেকে আসা প্রাইভেট কার করে দুইজন ব্যক্তি একটি বস্তা নেমে অন্যগাড়ীতে উঠার চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে বস্তার মধ্যে থাকা ৭০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেফতার করে সাভার হাইওয়ে থানা নিয়ে যায় পুলিশ।

    সাভার হাইওয়ে থানার এসআই নূরুল হাসান রিয়েল জানান,আমাদের পুলিশের একটি টিম সেখানে পৌছালে তাদেরকে সন্দেহ হলে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে একটি বস্তার মধ্য থাকা ৭০ বোতল ফেনসিডিল সহ দুই জনকে আটক করে থানায় আনা হয়।

    সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হেল বাকী সত্যতা নিশ্চিত করে বলেন তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

  • কার জন্য করেছি ভেবে দেখুন…এসব জানি নিউজে আসবে নাঃ সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র কর্মকর্তা ডা.মোহাম্মদ সায়েমুল হুদা

    কার জন্য করেছি ভেবে দেখুন…এসব জানি নিউজে আসবে নাঃ সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র কর্মকর্তা ডা.মোহাম্মদ সায়েমুল হুদা

    কার জন্য করেছি ভেবে দেখুন…এসব জানি নিউজে আসবে নাঃ সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র কর্মকর্তা ডা.মোহাম্মদ সায়েমুল হুদা

    সত্যেরসংবাদঃ
    সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র জনস্বাস্থ্য ও জনস্বার্থে হাসপাতালের কার্যক্রম কখনো বন্ধ থাকে না জানিয়েছেন ডা.মোহাম্মদ সায়েমুল হুদা।
    কিছু বিষয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিতে বাধ্য হয় কর্মকর্তা, কর্মচারী ও জনস্বাস্থ্য সুরক্ষায়।
    ইদের একদিন পূর্বে ২৯ জন পজিটিভ হয় তারমধ্য মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আমাদের মিডিকেল অফিসার,আমাদের সাব এসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার,এমএলএসএস,ড্রাইভার।

    এছাড়া উপজেলায় ৩২৯ জন পজিটিভ রুগী বর্তমান,হাসপাতালে আইসোলেশনে ৫ টি বেড অথচ ভর্তি আছে ৮ জন।তাদের সেবা দিচ্ছেন আমাদের কর্মকর্তা ও কর্মচারীগন।

    কেউ জানতে চেয়েছেন কেমন আছি আমরা,কেমন আছে আমাদের স্বাস্থ্য কর্মীগন?

    আমাদের ইনডোর, আউটডোর, জরুরি বিভাগের সকল কার্যক্রম, নরমাল ডেলিভারি,সিজারিয়ান অপারেশন, ইপিআই কার্যক্রম, সিসি সকল কাজ চলমান।

    কেউ তাদের ধন্যবাদ জানিয়েছেন?
    হ্যা আমরা কৃতজ্ঞতা জানাই অনেক সংবাদকর্মীদের যারা আমাদের মূল্যায়ন করছেন।

    একটি হাসপাতালে যখন শতশত পজিটিভ রোগীআসে বিধিমোতাবেক জরুরি সেবা চালুরেখে পুরু হাসপাতাল জিবানুমুক্ত করতে হয়।৪৮ ঘন্টা। গত ২৩/০৫/২০২০ ইং পর্যন্ত ১৫৭১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আমাদের প্রশিক্ষন প্রাপ্ত কর্মকর্তা ৩ জন।তারমধ্য একজন এমটিইপিআই তার এ কাজ ছাড়াও সমগ্র উপজেলার টিকা কার্যক্রম দেখতে হয়।
    সাভার একটি জেলার চেয়ে বেশী জনসংখ্যা। বিবেচনা করা হয় অন্যান্য উপজেলার মতোই।

    ইদের দিন ও পরের দিন আমাদের টিমের বিষেশ দায়িত্ব ছিল জরুরি ভিওিতে আমাদের যারা হোম আইসোলেশন আছেন সকলের সাথে কথা বলে যাদের ১৪ দিন পার হয়ে গেছে ডাটা প্রস্তত করে পরীক্ষা করানোর।আমাদের টিম সফলতার সহিত সে কাজটি করেছেন।দুই দিনের মধ্যেই সকলের দ্বিতীয় পর্যায়ে নমুনা সংগ্রহ করে আমরা আশাবাদী সকলের রিপোর্ট নেগেটিভ আসবে আমরা হাসিমুখে তাদের ছুটি প্রদান করতে পারব।

    জনস্বাস্থ্য ও জনস্বার্থে আমরা আজ ফায়ার সার্ভিস, আরবান ভলান্টিয়ার, ম্যান ফর ম্যান ও আমাদের হাসপাতালের কর্মীদের দিয়ে সমগ্র হাসপাতালে জীবানু মুক্ত করেছি।

    কার জন্য করেছি ভেবে দেখুন…

    এসব জানি নিউজে আসবে না।

    আমি বিশ্বাস করি আমাদের কর্মকর্তা ও কর্মচারীদের শ্রম বৃথা যাবে না,সৃষ্টিকর্তাই আমাদের দেখে রাখবেন।আমাদের চোখের পানি কখনো কেউ দেখবে না,আমাদের প্রতিটি কাজের গভিরতা আপনাদের নিয়ে।

    আমাদের যুদ্ধাদের জন্য সকলের কাছে দোয়া প্রার্থী।

    সবাইকে নিয়ে ভাল থাকাই ভাল থাকা এ সূএে আমরা বিশ্বাসী। দু চার দিনে সাভারবাসীর কোন উত্থান পতন হবে না ইনশাআল্লাহ। খুব শীগ্রই হয়ে যাবে সবকিছু স্বাভাবিক, আল্লাহ আমাদের সহায় হোন।আমিন।

    তথ্য সংগ্রহঃ ২৬ মে ফেসবুকথেকে।

  • জ্বর হলে কি করা উচিচ

    জ্বর হলে কি করা উচিচ

    জ্বর হলে কি করা উচিচ

    স্বাস্থ্য ডেক্সঃ

    আনন্দবাজার বিশেষ বিভাগ পত্রিকা
    জ্বর আসছে মনে হলেই আগে প্যারাসিটামল খেয়ে নিন
    তবে নিজে থেকে অ্যান্টিবায়োটিক খাবেন না। পরামর্শ দিলেন ডা. সিদ্ধার্থ পুরকায়স্থ। কথা বললেন রুমি গঙ্গোপাধ্যায়

    প্র: বর্ষা আসতে না আসতেই জ্বরের ধুম পড়ে গেছে। ঘরে ঘরে জ্বর। আর এক বার পড়লে নাকি হপ্তাখানেকের ধাক্কা?

    উ: এ বারের আবহাওয়ার জন্যই এত সব ঝামেলা। কখনও ভীষণ গরম আবার কখনও বৃষ্টির ঠান্ডা, সামলে চলতে না পারলেই মুশকিল।

    প্র: কিছু ওষুধ বলুন, যাতে জ্বর হলেও তাড়াতাড়ি রেহাই মেলে।

    উ: গা-হাত-পা ম্যাজম্যাজ করছে, জ্বর জ্বর ভাব লাগছে মনে হলেই প্যারাসিটামল খান। দিনে তিনটে।

    প্র: প্যারাসিটামল না খেলে হবে না?

    উ: জ্বর এলে এটাই সবচেয়ে নিরাপদ ওষুধ। সঙ্গে মাথা, গা-হাত-পা ব্যথা থাকলেও কমবে।

    প্র: প্যারাসিটামল খেলে তো কিছু ক্ষণের জন্য রেহাই। তার পর আবার যে কে সেই।

    উ: দিন তিনেক দেখুন না।

    প্র: এ দিকে তো কাজের দফারফা। জ্বর এলে কাজও করতে পারছি না।

    উ: জ্বর গায়ে আবার কাজ করবেন কী! বিশ্রাম নিন।

    প্র: তিন দিন বাড়িতে বসে থাকব?

    উ: নইলে আরও বেশি দিন থাকতে হতে পারে।

    প্র: তাই তো বলছি ভাল ওষুধ দিন, যাতে তাড়াতাড়ি জ্বর কমে।

    উ: প্যারাসিটামলই খাবেন। জ্বর ১০১-এর বেশি হলে ভাল করে মাথা ধুইয়ে গা মুছতে হবে। খুব বেশি জ্বর উঠলে বরফ জল দিয়ে মাথা ধোবেন। বা জলপট্টি দেবেন। রুমালের মধ্যে বরফ নিয়ে কুঁচকি, বগলের তলায় সেঁক দেবেন। যে করে হোক জ্বরটা নামাতে হবে। এতে না কমলে কিন্তু ডাক্তার দেখাতে হবে। তখন অ্যন্টিবায়োটিক খেতে হতে পারে।

    প্র: তার থেকে আগেভাগে অ্যান্টিবায়োটিক খেয়ে নিলে তো খামকা তিন দিন প্যারাসিটামল খেয়ে সময় নষ্ট করতে হয় না?

    উ: না। তিন দিন পর জ্বর না কমলে কিছু রক্ত পরীক্ষা করতে হবে। বুকে কফ বসলে চেষ্ট এক্স-রে করাতে হবে। বিশেষ করে বয়স্কদের। সেই রিপোর্ট দেখে তার পর ডাক্তার অ্যান্টিবায়োটিক দেবেন। নিজে নিজে অ্যান্টিবায়োটিক খাবেন না।

    প্র: কিন্তু অ্যান্টিবায়োটিক খেলে তো দুর্বল হয়ে পড়ব। তখন তো জ্বর কমলেও অফিস করা যাবে না।

    উ: সঙ্গে ভিটামিন খেলে এমনটা হবে না। আর খাওয়াদাওয়াটাও ভাল করে করতে হবে।

    প্র: জ্বরের মুখে সবই বিস্বাদ লাগছে। কিছুই তো খেতে ইচ্ছে করছে না।

    উ: এক বারে অনেকটা না খেয়ে একটু একটু করে বারে বারে খান। যা মুখে ভাল লাগে, তাই খান। তেল-মশলা না খেলেই হল।

    প্র: কাঁচা-মিঠে আম খেতে পারব?

    উ: খান না। অসুবিধে কী…

    প্র: জ্বরের মধ্যে! তার ওপর সর্দি?

    উ: কাঁচা আম, তেঁতুল এগুলি ভিটামিন-সি তে ভরপুর। জ্বরের মুখে ভালও লাগে। অরুচি কমবে। আবার সর্দিতে-ও কাজ দেবে। টক-মিষ্টি আপেলও খেতে পারেন।

    প্র: ভাত খাওয়া যাবে?

    উ: ভাত, রুটি, খিচুড়ি যা ইচ্ছে খেতে পারবেন। বেশি করে জল খাবেন।

    প্র: সঙ্গে যদি পেটের গোলমাল থাকে?

    উ: সে ক্ষেত্রে অবশ্যই হাল্কা ও সহজপাচ্য খাবার খেতে হবে। ডাবের জল খাবেন। এক-দুই বার বাথরুমে গেলেই বার বার নুন-জল খান। নইলে ও আর এস। খাওয়ার পর যে কোনও হজমের ওষুধ খেতে হবে। না কমলে অ্যান্টি ডায়রিয়াল খেতে হবে। জলটা অবশ্যই ফুটিয়ে খাবেন।

    প্র: বাইরের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছাড়ালে তখন কি আর ফোটানো জল খাওয়া যায়?

    উ: ফোটানো জল ফ্রিজে রেখে খান। তবে সর্দি-কাশি থাকলে আর ফ্রিজের জলে হাত দেবেন না।

    প্র: কাশির জন্য কী করব?

    উ: কাফ সিরাপ খেতে পারেন। লিভোসিট্রাজিন জাতীয় অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেটও খেতে পারেন। নাক বন্ধ থাকলে নরম্যাল স্যালাইন ওয়াটার নাকে দিন। স্টিম ভেপার নিলেও কাজ হবে।

    প্র: আর গলা ব্যথার জন্য? সেই গার্গলের প্রেসক্রিপশন?

    উ: হ্যা।ঁ নুন জল দিয়ে গার্গল করলে তো খুবই ভাল। দিনে তিন বার করুন। গলা ব্যথা কমবে।

    প্র: গার্গল করতে বিচ্ছিরি লাগে। করলে বমি পায়।

    উ: বমির সঙ্গে কফও বেরিয়ে আসবে। না ইচ্ছে করলে গরম লিকার চা, গ্রিন টি, স্যুপ বার বার খান। গলায় আরাম লাগবে। প্যারাসিটামলেও গলা ব্যথা কমবে।

    প্র: শুনেছি বয়স্কদের ক্ষেত্রে জ্বরটা শেষমেশ নিউমোনিয়া পর্যন্তও গড়াচ্ছে?

    উ: আগে থেকে সাবধান না হলে হতে পারে। এ জন্য বাচ্চা বা বয়স্কদের সর্দি-কাশি হলেও যদি দেখেন কফ বেরোচ্ছে না, বুকে বসে গেছে, তবে অবশ্যই একটা চেষ্ট এক্স-রে করে ডাক্তার দেখাতে হবে।

    প্র: এই জ্বর নাকি আবার ঘুরে আসতে পারে?

    উ: একটু সাবধানে থাকলে আসবে না।

    প্র: কী রকম?

    উ: বাইরে বেরোলে মুখ মাস্ক দিয়ে ঢেকে নিন। বাড়ি এসে আগে ভাল করে সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন। খুব গরম পড়লে বার বার এসি আর বাইরে করবেন না।

    প্র: মাস্ক পরে অফিস! হয় না কি?

    উ: জ্বরের হাত থেকে বাঁচতে হলে পরতে হবে। মেট্রো বা বাসে যাওয়ার সময় অন্তত রুমাল দিয়ে মুখটা ভাল করে ঢেকে নিন। ওড়না বা স্কার্ফ দিয়ে মুখ ঢেকে বেরোলে অসুবিধে কী?

    প্র: তা করা যায়। মুখ ঢেকে রাখলে এই বিচ্ছিরি জ্বরটা হবে না?

    উ: না হওয়ার সম্ভাবনা বাড়ে। পাশাপাশি বাড়িতে পার্সোনাল হাইজিনটা খেয়াল রাখতে হবে। যার হয়েছে তার থেকে দূরে থাকতে হবে। বিশেষ করে বাচ্চা আর বয়স্কদের। বাইরের জোলো হাওয়া লাগতে দেবেন না। মাঝে মাঝে বৃষ্টি হলে দরজা-জানলা বন্ধই রাখুন। তখন আর বাড়ি ফিরে স্নান না করাই ভাল। করলেও ঈষদুষ্ণ জলে স্নান করুন।

    প্র: অফিসে তো একটানা এসির মধ্যে থাকতে হয়। তাতে অসুবিধে হবে না তো?

    উ: না। একটানা ঠান্ডায় থাকলে অসুবিধে হওয়ার কথা নয়। তবে আপনার যদি এসি সহ্য না হয়, তবে কান, নাক, মুখ ঢেকে রাখবেন। বার বার এসি থেকে বাইরে বেরোবেন না। ঠান্ডা-গরম করলে সমস্যা হতে পারে।

    প্র: কিন্তু বাড়িতে তো আর সেন্ট্রাল এসি নেই। তখন কী করব?

    উ: ঘর ঠান্ডা হয়ে গেলে এসি বন্ধ করে দেবেন। সরাসরি এসির হাওয়া গায়ে লাগাবেন না। আর যখন বেরোনোর দরকার হবে, তার কিছু ক্ষণ আগে এসি বন্ধ করে দেবেন। যাতে বাইরের সঙ্গে তাপমাত্রার পার্থক্য কমে আসে।