Author: sattersangbad24

  • দরজা বন্ধ অবস্থায় কভার্ড ভ্যান থেকে যাত্রী নামিয়ে আনলেন পুলিশ

    দরজা বন্ধ অবস্থায় কভার্ড ভ্যান থেকে যাত্রী নামিয়ে আনলেন পুলিশ

    দরজা বন্ধ অবস্থায় কভার্ড ভ্যান থেকে যাত্রী নামিয়ে আনলেন পুলিশ

    মোহাম্মাদ আদনান মামুন: শ্রীপুরের, গাজীপুর থেকে:
    ঢাকা অভিমুুখী সকল প্রকার যাত্রী পরিবহন বন্ধ থাকায় ময়মনসিংহ থেকে গাজীপুরের উদ্দশ্য জনপ্রতি দুই’শ টাকা ভাড়ায় কভার্ড ভ্যান উঠছিল ১০-১৫জন নারী পুরুষ। এদের মধ্যে ছিল ৬মাসের শিশুও। এসব যাত্রীদের নিয়ে কভার্ড ভ্যানর চালক পছনের দুটি দরজার আটক করে রওনা দিয়ছিলেন গাজীপুরের উদ্দশ্য। পথে পথে পুলিশ থাকার পরও দমবন্ধ অবস্থায় ঝুঁকি নিয় দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষ সোমবার দুপুর গাজীপুরের ভবানীপুর এলাকায় মাওনা হাইওয় থানা পুলিশের কাছে ধরা খলেন ওই কভার্ড ভ্যানটি।

    মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঞ্জুরুল হক জানান, করোনা সংক্রমনরোধে গাজীপুর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চকেপোস্ট বসিয় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে এ অভিযান চলাকালে সোমবার দুপুর গাজীপুর সদর উপজলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ভবানীপুর এলাকায় চকেপোস্টে একটি পণ্যবাহী কভার্ডভ্যান জব্দ করা হয়। পর তাতে তল্লাশীর সময় দখা গেছে ৬মাসের এক শিশুসহ কয়কে নারী কভার্ডভ্যানের ভতরে অবস্থান করছেন। তারা গাজীপুরের জয়দেবপুর যাওয়ার জন্য ময়মনসিংহ থাকে কভার্ডভ্যান উঠেন। পরে চালক কভার্ডভ্যানর দরজা বদ্ধ অবস্থায় তাদের নিয়ে গাজীপুরের উদ্দশ্য রওনা দেনন।

    ওই কভার্ড ভ্যানর যাত্রী সোহেল রানা জানান, তিনি গাজীপুর একটি পাশাক কারখানায় চাকুরি করন। দুইদিন আগ চাচা মারা যাওয়ার পর তিনি ময়মনসিংহর গ্রামের বাড়ি গিয়ছিলন। কারখানায় কাজে যোগ দেয়া এবং বেতনের জন্য গত রাত ফোনন করলে তিনি গাজীপুরের উদ্দশ্য বের হন। কিন্ত কোন গাড়ি না পয়ে ওই ময়মনসিংহ থেকে দুইশ টাকা ভাড়ায় ওই কভার্ডভ্যানে উঠি। একই এলাকায় একজন শিশুসহ এক মহিলা এবং আরা ৫জন যাত্রী কভার্ডভ্যানটিতে উঠে পড়েন।

    পরিদর্শক মোঃ মঞ্জুরুল হক জানান, পণ্যবাহী কভার্ডভ্যান, ট্রাক অ্যাম্বুলন্স, চিকিৎসকের গাড়ি ছাড়া মহাসড়কে কোন যাত্রীবাহী যানবাহন চলতে দেয়া হচ্ছে না। এ সুযোগে কিছু অসাধু পরিবহণ চালক/শ্রমিক অনিষিদ্ধ যানবাহন যাত্রী তুলে চলাচল করছে। তাই আমরা চকেপোস্টে ওইসব গাড়িও তল্লাশী করি। এ তল্লাশীকালে ওই ধরণর কিছু প্রতারণা ধরা পড়ে। পর গাড়ি-চালকদের বিরুদ্ধে মামলা ও যাত্রীদের বাড়ি পাঠিয় দেয়া হয়।

  • রাজধানীতে প্রবেশ ঠেকাতে গাজীপুুরে ১৪টি চেকপোস্টনানা অজুহাতে সড়ক-মহাসড়কে চলছে মানুষ

    রাজধানীতে প্রবেশ ঠেকাতে গাজীপুুরে ১৪টি চেকপোস্টনানা অজুহাতে সড়ক-মহাসড়কে চলছে মানুষ

    রাজধানীতে প্রবেশ ঠেকাতে গাজীপুুরে ১৪টি চেকপোস্টনানা অজুহাতে সড়ক-মহাসড়কে চলছে মানুষ

    মোহাম্মদ আদনান মামুন, শ্রীপুর থেকেঃ
    গাজীপুরের বিভিন্ন উপজেলার সড়ক-মহাসড়কে সোমবার পণ্যবাহী কভার্ডভ্যান, ট্রাক অ্যাম্বুলেন্স, চিকিৎসকের গাড়ি ছাড়াও কিছু রিক্সা-অটোরিক্সা চলতে দেখা গেছে। জেলার সড়ক-মহাসড়কের বিভিন্ন স্থানে ১৪টি চেক পোস্ট বসালেও নানা অজুহাতে মানুষ চলতে চেষ্টা করছে।

    গাজীপুরের শ্রীপুরের মাওনা-চৌরাস্তা এলাকায় সোমবার সকালে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকার জমিলা খাতুন। সোমবার সকালে তাঁর বাবার মৃত্যু খবর পেয়ে তিনি বাড়ি যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। তিনি বলেন, প্রায় দুই ঘন্টা ধরে গাড়ির জন্য অপেক্ষা করছি। কিন্তু দুই-একটি অটোরিকশা ছাড়া যাত্রীবাহী কোন গাড়ি চলছেনা। অন্যদের সঙ্গে পিক-আপ উঠলে কিছুদুর যাওয়ার পরই পুলিশ সকলকে নামিয়ে চালকসহ পিক-আপটি নিয়ে গেছে। ফলে হেঁটেই রওনা হচ্ছি। জানিনা বাবার মুখ দেখতে পাব কি-না।

    শ্রীপুরের ধনুয়া এলাকার রিদিশা নীট কারখানার শ্রমিক মো. সাইদুল ইসলাম জানান, স্থাানীয় একটি মেসে থেকে কারখানায় কাজ করি। কিন্তু কারখানা বন্ধ দেয়ার পর রান্না করার বুয়াও চলে যায়। এতে থাকা-খাওয়ার কষ্টের কারণে গ্রামের বাড়ি ময়মনসিংহের ঈশ^রগঞ্জ এলাকায় যাওয়ার জন্য রাস্তায় বের হই। শ্রীপুরের নয়নপুর থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে জৈনাবাজার পর্যন্ত হেঁটে গিয়েও কোন গাড়ি পাইনি। তাই চিন্তা করছি থেমে থেমে হেঁটেই গন্তব্যে যাব। সোহেল নামের অপর এক শ্রমিক জানান, প্রথম বন্ধের সময় খোলা ট্রাকে করে গ্রামের বাড়ি চলে গিয়েছিলাম। ৪ এপ্রিল কারখানা খোলার খবরে আবার আসলেও ওই দিনই কারখানা বন্ধ হয়ে যায়। এখানে বসে বসে খাওয়ার চাইতে পরিবার-পরিজনদের সময় দিতে আবার বাড়ীতে যাচ্ছি। এখন কোন ট্রাক-পিক আপ আমাদের তুলছে না। ময়মনসিংহ পর্যন্ত হেঁটে যাওয়া সম্ভব না বিধায় গাড়ির অপেক্ষা করছি।

    গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ রাসেল জানান, পুরো গাজীপুরের বাইরের কোন যানবাহন চলাচল করতে দেয়া হচ্ছে না। এজন্য গাজীপুরের রাজেন্দ্রপুর, শ্রীপুরের জৈনা বাজার, কালিয়াকৈরের চন্দ্রা (স্কয়ার কারখানার সামনে) এবং কালীগঞ্জের উলুখোলা এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে যাতে জরুরী সেবার গাড়ি ছাড়া অন্য কোন গাড়ি গাজীপুর ও গাজীপুর হয়ে ঢাকায় ঢুকতে না পারে এবং বাইরে যেতে না পারে। তবে কোন জরুরী কাজে কেউ যদি নিজস্ব গাড়িতে তাদের গ্রামের বাড়ি যেতে চান সেক্ষেত্রে কিছুটা শিথিলতা দেখানো হচ্ছে।

    তবে দুই শ্রেণির মানুষ রাস্তায় নামতে দেখা গেছে তাদের মধ্যে একটি হলো নিম্ম শ্রেণি-পেশার মানুষ অন্যরা হলে উচ্চ শ্রেণির মানুষ। নানা অজুহাতে তারা গাড়ি নিয়ে বাইরে চলতে চেষ্টা করছেন। নিম্ শ্রেণির লোক টাকা বা খাবারের প্রয়োজনে রোজগারের জন্য বাইরে চলতে দেখা গেছে। উদাহরণ টেনে তিনি বলেন, সোমবার সকালে গাজীপুর সদর এলাকায় এক উচ্চবিত্তের আটক করলে তিনি বলেন, তাকে পোশাক কারখানায় পিপিই, মাস্ক তৈরি করা হচ্ছে সেখানে তাকে যেতে হবে। অপর এক যাত্রী প্রাইভেটকারে স্বপরিবারে বের হয়েছেন ডাক্তারের কাছে যাবেন বলে। পরে চিকিৎসা পত্র যাচাইকালে দেখা গেছে তাতে ফ্লুইড দিয়ে দুই বছর আগের তারিখ মুছে হাল সনের তারিখ লিখে নিয়ে রাস্তায় বের হয়েছে অন্য কাজে।

    হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিওনের সহকারী পুলিশ সুপার আব্দুল কাদির জিলানী বলেন, মহাসড়কের বিভিন্ন স্থানে কয়েকটি চেকপোষ্ট বসিয়ে হাইওয়ে পুলিশ রাজধানীমুখী যানবাহন নিয়ন্ত্রণ করছেন। যারা নির্দেশনা মানছেন না বা আইন ভঙ্গ করছেন ওইসব যানবাহন ও চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

    গাজীপুর ট্রাফিক পুলিশের (দক্ষিণ) সহকারী কমিশনার পীযূষ কুমার দে জানান, গাজীপুরের সড়ক-মহাসড়কে উপরোল্লেখিত যানবাহন ছাড়া যাত্রীবাহী কোন যানবাহন চলছে না। চলতে গেলে তা আটকে দেয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেয়া হচ্ছে। তারপরও কিছু মানুষ ঘর ছেড়ে পথে চলছে। আসলে করোনা সংক্রমনের জন্য মানুষের মাঝে যতটুকু সচেতনতা থাকা দরকার তা নেই। এখনও এক শ্রেণির লোক মহাসড়কে অটোরিকশা নিয়ে খালি রাস্তায় ঘুরতে বেড়ায়। পিক-আপে উঠে দূর-দূরান্তে যাওয়ার চেষ্টা করে। সকালে এরকম কিছু যানবাহনের চালককে সতর্ক ও সচেতন করা হয়েছে এবং কয়েকটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

    গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মো. আনোয়ার হোসেন জানান, মহানগরের ঢাকা-ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের টঙ্গীর স্টেশনরোড, গাজীপুরা, বোর্ডবাজার, চান্দনা-চৌরাস্তা, বিআরটিসি ক্রসিং, শিববাড়ি, রাজবাড়ি, কোনাবাড়ি ও রাজেন্দ্রপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। অপ্রয়োজনীয় যানবাহন চলাচল বন্ধ করা হয়েছে। তবে এখনও কিছু লোক শাখা সড়কে অটো রিকশা, সিএনজি চলার চেষ্টা করছে। তবে কাঁচা বাজার, জরুরী চিকিৎসা, ব্যাংকিং বা কারখানার কথা বলে নানা লোকজন চলাচল করছে। তবে আমাদের এসব ব্যাপারে আরো কড়াকড়ি হতে হবে। করোনা সংক্রমন নিয়ন্ত্রণে কাঁচা বাজারও একটি নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা রেখে মানুষ চলাচল নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের আরো সচেতন হতে হবে।

  • গাজীপুরে বাড়ি পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে কাপড় ও খাদ্য সামগ্রী বিতরণ

    গাজীপুরে বাড়ি পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে কাপড় ও খাদ্য সামগ্রী বিতরণ

    গাজীপুরে বাড়ি পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে কাপড় ও খাদ্য সামগ্রী বিতরণ

    মোহাম্মদ আদনান মামুন:
    গাজীপুরের সদর উপজেলার শিশিরচালা গ্রামে গত শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে আগুনে বাড়ির ১৩টি কক্ষ পুুড়ে যায়। আগুনে ওই বাড়ির ১৩টি ঘর ও ঘরে থাকা আসবাবপত্র সম্পূর্ন পুড়ে গিয়ে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়।

    ৭ এপ্রিল মঙ্গলবার সকালে জাতীয় সংসদের গাজীপুর-৩১৪ আসনের এমপি অধ্যাপিকা রুমানা আলী টুসির ব্যক্তিগত উদ্যোগে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আব্দুল আউয়াল মাষ্টারের ক্ষতিগ্রস্ত ভাড়াটিয়াদের মাঝে কাপড় ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী উপহার দেয়া হয়।

    এ সময় এমপি অধ্যাপিকা রুমানা আলী টুসির পক্ষে উপস্থিত ছিলেন আহসান উল্লাহ সাবেক ভিপি শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ,জাকিরুল হাসান জিকু সভাপতি শ্রীপুর উপজেলা ছাত্রলীগ, ইন্জিনিয়ার গোলাপ মিয়া ভাওয়ালগড় ইউনিয়ন আওয়ামীলীগ, শাহীন আহমেদ জিয়া যুগ্ম-সাধারণ সম্পাদক, শ্রীপুর পৌর যুবলীগ, আদিউল আহসান সানি আইন বিষয়ক সম্পাদক শ্রীপুর উপজেলা ছাত্রলীগ,রেজওয়ানুল ইসলাম অনিক সাধারণ সম্পাদক ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগসহ নেতৃবৃন্দ।

  • করোনায় মধ্যবিত্তদের তালিকার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

    করোনায় মধ্যবিত্তদের তালিকার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

    করোনায় মধ্যবিত্তদের তালিকার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

    করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া শ্রমিক বিশেষ করে দৈনন্দিন কর্মের মানুষ ও মধ্যবিত্তদের তালিকা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ০৭ এপ্রিল সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম বিভাগের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, কেউ যেন কষ্ট না পায়। সেজন্য স্থানীয় সংসদ সদস্য, মেয়র, চেয়ারম্যান, মেম্বার ও প্রশাসনকে সর্তকতার সাথে তালিকা করতে হবে।

    তিনি বলেন, সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত থাকবে। এর বাইরে যারা খেটে খেত, এই করোনার কারণে তাদের কাজ নেই। আবার যারা মধ্যবিত্ত, তারা অনেকে হাত পাতবে না, সাহায্য চাইতে আসবে না, মুখ বুজে কষ্ট সহ্য করবে। এই শ্রেণির লোকের সঠিক তালিকা করতে হবে। কেউ যেন বাদ না যায়। সত্যিই যাদের অভাব রয়েছে তাদের তালিকা যেন হয়, তাদের কাছে যেন খাবারটা পৌঁছায় সেই ব্যবস্থা করতে হবে।

    প্রধানমন্ত্রী বলেন, জেলায় যারা কর্মরত আছেন, তারা একটা বিষয় দেখবেন, মানুষ কিন্তু স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না, প্রতিদিন যারা দিন এনে দিন খায়, তাদের কাজ বন্ধ হয়ে গেছে। তাদের নানা ধরনের কষ্ট সহ্য করতে হচ্ছে। তাদের জন্য ১০ টাকা কেজির চাল বিতরণ ও বিনামূল্যে খাদ্য সহায়তা দেওয়া অব্যাহত থাকবে। এর বাইরে যারা ভাতা প্রাপ্ত না, অনুদান নিবে না কিনে কিন্তু কিনে খেতে চান তাদেরও ১০ টাকার চাল দিতে হবে।

    প্রধানমন্ত্রী বলেন, সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত থাকবে। যাদের উপার্জনের পথ বন্ধ হয়ে গেছে এইসব নিম্ন ও মধ্যবিত্তদের ১০ টাকার চাল দিতে রেশন কার্ড করতে হবে। তালিকা অনুযায়ী খাদ্য পৌঁছে দিতে পারব। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে এ কার্ড করতে হবে। ভিজিএফ কার্ড বাদ রেখে, এর বাইরে আরও অনেকে আছেন যারা হাত পাততে চাইবে না, মুখ বুজে সহ্য করে পারে। তাদের খাবার পৌঁছে দিতে হবে।

    সূত্রঃ অনলাইন

  • সাভারে করোনা সন্দেহে ১ জন আইসোলেশনে ভর্তি,রক্ত সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য এখন ঢাকায়

    সাভারে করোনা সন্দেহে ১ জন আইসোলেশনে ভর্তি,রক্ত সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য এখন ঢাকায়

    সাভারে করোনা সন্দেহে ১ জন আইসোলেশনে ভর্তি,রক্ত সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য এখন ঢাকায়

    শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
    সাভারে করোনা ভাইরাস সন্দেহে এ পর্যন্ত ১৪০ জনকে চিকিৎসা প্রদান করেছে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
    এর মধ্যে ১১০ জনকে সুস্থ্য হয়ে বাড়ি ফিরছেন, একজনকে করোনা সন্দেহে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র আইসোলেশনে ভর্তি করা হয়েছে।তার রক্ত সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এখনো ৩০ জন হোম কোয়ারান্টাইনে রেখে চিকিৎসা প্রদান করে আসছে স্বাস্থ্য কমপ্লেক্সে ।
    আজ রবিবার ৫ এপ্রিল সকালে সাংবাদিককে এ তথ্য নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর কর্মকর্তা ডাঃ সায়েমুল হুদা।
    তিনি বলেছেন যারা হাঁচি কাশি ঠান্ডা,ডায়াবেটিস রোগে ভোগছেন তারা যেন ঘরের ভিতর থেকে বেড় না হোন।

  • বগুড়ায় অসহায় দরিদ্রদের বাড়ীতে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন ছাত্রনেতা সজীব

    বগুড়ায় অসহায় দরিদ্রদের বাড়ীতে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন ছাত্রনেতা সজীব

    বগুড়ায় অসহায় দরিদ্রদের বাড়ীতে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন ছাত্রনেতা সজীব

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শনায় বগুড়ায় অসহায় ও দরিদ্র পরিবারের ঘরে ঘরে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ পৌঁছে দিচ্ছেন জেলা ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক সজীব সাহা।

    শুক্রবার সকালে বগুড়া বগুড়া চেম্বার অব কমার্স সভাপতি মাসুদুর রহমান মিলনের সার্বিক সহযোগিতায় বগুড়া পৌর এলাকার ১৯নং ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় ২ শতাধিক পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী পৌছে দেয়া হয়। প্রতিটি পরিবারের জন্য চাল ৫ কেজি, আলু ২ কেজি, ডাল ১ কেজি ও নগদ ১০০ টাকা করে বিতরণ করা হয়। পর্যায় ক্রমে পৌর এলাকার পাড়া মহল্লাগুলোর অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হবে বলে ছাত্রনেতা সজীব সাহা জানিয়েছেন। খাদ্য সামগ্রী বিতরণকালে পৌর ছাত্রলীগের ইখলাস, আরিফ, সাগর, রানা, পাপ্পু, মোহন, সাগর, সবুজ, সোহাগ, সহন, ফজলে রাব্বি, বাধন, আলামিন, সয়ন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।- বিজ্ঞপ্তি

  • নিম্ম আয়ের মানুষের পাশে দাঁড়ালেন ফজলুল হক ফরাজি

    নিম্ম আয়ের মানুষের পাশে দাঁড়ালেন ফজলুল হক ফরাজি

    নিম্ম আয়ের মানুষের পাশে দাঁড়ালেন ফজলুল হক ফরাজি

    মোহাম্মদ আদনান মামুন,শ্রীপুর থেকেঃ

    করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে ছুটি ঘোষণা করেছে সরকার। বন্ধ রয়েছে সব ধরনের গণপরিবহন। চলছে অঘোষিত লকডাউন। লকডাউনের ফলে কর্মহীন হয়ে সবচেয়ে বেশি সংকটে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা কোনোমতে দিনযাপন করছেন তারা।

    তবে তাদের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনসহ এলাকার বৃত্তবানরা।

    (৪ এপ্রিল শনিবার) গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ২১টি গ্রামের পাঁচ শতাধিক রিকশা চালক, দিনমজুরের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন মাসুদ ফিট মিলের চেয়ারম্যান মো. ফজলুল হক ফরাজি। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তৈল, পেঁয়াজ, আলুসহ নিত্য প্রয়োজনীয় দ্রব সামগ্রী।

    মাসুদ ফিট মিলের চেয়ারম্যান মো. ফজলুল হক ফরাজি বলেন, মরণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে সারা বিশ্বের ন্যায়, বাংলাদেশও এর প্রভাব পড়েছে। এতে করে দেশে চলছে অঘোষিত লকডাউন। এই অঘোষিত লকডাউনের ফলে বন্ধ রয়েছে গণপরিবহনও। যার ফলে নিন্ম আয়ের মানুষের মধ্যে দেখা দিয়েছে খাদ্য সঙ্কট। আর এই সঙ্কটে আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে পাঁচ শতাধিক নিম্ম আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছি তাদের কষ্ট লাগবে।

    তিনি আরোও জানান, দেশের সার্বিক পরিস্থিতি দেখে পর্যায়ক্রমে এই ধারাবাহিকতা চলমান থাকবে।

    খাদ্য বিতরণের সময় উপস্থিত ছিলেন, মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খোকন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আয়ুব হাসান ভূইয়া, মাসুদ ফিট মিলের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ ফরাজি প্রমূখ।

  • কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে জেলা স্বেচ্ছাসেবক দলের খাদ্য বিতরণ

    কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে জেলা স্বেচ্ছাসেবক দলের খাদ্য বিতরণ

    কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে জেলা স্বেচ্ছাসেবক দলের খাদ্য বিতরণ

    নিজস্ব প্রতিবেদকঃ
    গাজীপুরের শ্রীপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যােগে করোনা ভাইরাসের সংক্রমন রোধে কর্মহীন হয়ে পড়া স্বপ্ল আয়ের সাধারণ মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছেন করা হয়েছে।

    শনিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে প্রাথমিক ভাবে স্বল্প আয়ের একশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    খাদ্য বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাসিবুর রহমান খান মুন্না, সহ-সভাপতি এড. মাহিদুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক খন্দকার আপেল মাহমুদ, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মাহবুবুর রহমান সোহেল, আবুল খায়ের সোহাগ, নাছির সরকার, মিলন প্রধান, রাজিবুল বেপারী, শারফুল ইসলাম, রাশেদুল ইসলাম নয়ন, মনজুর হাসান মি্টু, জাহাঙ্গীর ফকির, ডাঃ মোহাম্মদ আশরাফুল, হুমায়ুন কবির, জাকিরুল ইসলাম জিকু, আবু বাক্কার, জামিল হাসান, ফোরকান উদ্দিন, শ্যামল ভূঁইয়া, শরাফত আলী ও জিয়াউল ইসলাম জুয়েল রানা প্রমূখ।

  • শ্রীপুরে মরনঘাতী করোনা পরিস্থিতিতে সেনাবাহিনীর টহল ও ভ্রাম্যমান আদালতে জরিমানা

    শ্রীপুরে মরনঘাতী করোনা পরিস্থিতিতে সেনাবাহিনীর টহল ও ভ্রাম্যমান আদালতে জরিমানা

    শ্রীপুরে মরনঘাতী করোনা পরিস্থিতিতে সেনাবাহিনীর টহল ও ভ্রাম্যমান আদালতে জরিমানা

    মোহাম্মদ আদনান মামুন, শ্রীপু, গাজীপুর:
    করোনা ভাইরাস পরিস্থিতিতে জনসাধারণকে অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বেড় না হতে বাংলাদেশ সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

    মেজর সামিউলের নেতৃত্বে সেনাবাহিনীর বেশ কয়েকজন সদস্য নিয়ে স্থানীয় প্রশাসনকে বিভিন্ন কাজে সহযোগিতা করেন তারা। সারাদেশে চলছে অঘোষিত লকডাউন। লকডাউনের ফলে সকল ধরনের গণপরিবহন বন্ধ রয়েছে। শিল্প প্রতিষ্ঠানের মালিকগণের নির্দেশনা মোতাবেক এক সপ্তাহ পোশাক কারখানা বন্ধ থাকার পর, পূনরায় শিল্প প্রতিষ্ঠান খোলা হয়েছে। যার দরুন বিভিন্ন কল কারখানার শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে যেতে ভোগান্তি পরেছে। শ্রমিকরা বাধ্য বেছে নিয়েছে বিভিন্ন পন্যবাহী পরিবহন যেমন ট্রাক, পিক আপ।

    (৪ এপ্রিল শনিবার) সকালে থেকে বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশের সহযোগিতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা নাসরিন ঢাকা ময়মনসিংহ মহা সড়কের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পন্যবাহী ট্রাক ও পিক-আপে যাত্রী বহনের অপরাধে জরিমানা করেছে।

    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা নাসরিন জানান, পন্যবাহী ট্রাক পিক-আপে যাত্রী বহনের অপরাধের, সড়ক পরিবহন আইন ২০১৮ এর দণ্ডবিধির ২০টি মামলায় বিভিন্ন পন্যবাহী পরিবহনকে ১৯হাজর সাতশত টাকা জরিমানা করা হয়েছে।

  • শ্রীপুরে আ.লীগ নেতার পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

    শ্রীপুরে আ.লীগ নেতার পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

    শ্রীপুরে আ.লীগ নেতার পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

    মোহাম্মদ আদনান মামুন, শ্রীপুর, গাজীপুরঃ

    মরণঘাতী করোনা পরিস্থিতিতে স্বল্প আয়ের মানুষের মধ্যে আওয়ামিলীগ নেতার পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেন শ্রীপুর পৌর ছাত্রলীগের সভাপতি মো. হাবিবুর রহমান রনি।

    মরণঘাতী করোনার প্রভাবে ঘর বন্দী নিম্ম আয়ের মানুষ। আর এসব ঘর বন্দী নিম্ম আয়ের মানুষের বাড়িতে খাদ্য সামগ্রী নিয়ে হাজির গাজীপুর জেলার শ্রীপুর পৌর ছাত্রলীগের সভাপতিসহ সংঘঠনের একাধিক সদস্য।

    (৪ এপ্রিল শনিবার) সকাল থেকে গাজীপুর জেলার শ্রীপুর পৌর শহরের কেওয়া পূর্ব খন্ড, বাংনাহটি, উজিলাব, কেওয়া নতুন বাজারসহ পৌর শহরের বিভিন্ন স্থানে প্রায় ১হাজার রিকশাচাল, দিনমজুরের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন।

    ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তৈল, আলু, পেঁয়াজ, লবণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব সামগ্রী।

    শ্রীপুর পৌর ছাত্রলীগের সভাপতি মো. হাবিবুর রহমান রনি বলেন, করোন সংক্রমণ রোধে সারাদেশে চলছে অঘোষিত লকডাউন। আর লকডাউনের ফলে খাদ্য সঙ্কটে পড়েছে শ্রীপুর উপজেলার নিম্ন আয়ের মানুষ। আর তাদের কষ্ট লাগবে বাংলাদেশ আওয়ামীলীগ গাজীপুর জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ এডভোকেট রহমত আলীর পুত্র মো. জামিল হাসান দুর্জয়ের পক্ষ থেকে পৌর শহরের ১হাজার স্বল্প আয়ের মানুষেকে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হিসেবে তাদের পাশে দাঁড়ানোও আমাদের কর্তব্য। খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন পৌর যুবলীগ নেতা নূরু জামান, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক শ্রী বাদন দাস, পৌর শ্রমিকলীগ নেতা মাসুদ, পৌর যুবলীগ নেতা নূরুল আমিনসহ যুবলীগ ও ছাত্রলীগের একাধিক সদস্য।