Author: sattersangbad24

  • লক ডাউন উপেক্ষা করে শ্রীপুর বাজারে ঈদ আনন্দে ন্যায় জনতার ঢল

    লক ডাউন উপেক্ষা করে শ্রীপুর বাজারে ঈদ আনন্দে ন্যায় জনতার ঢল

    লক ডাউন উপেক্ষা করে শ্রীপুর বাজারে ঈদ আনন্দে ন্যায় জনতার ঢল

    মোহাম্মাদ আদনান মামুন, শ্রীপুর থেকেঃ
    দেশের সবত্রই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে লকডাউন চললেও গাজীপুরের শ্রীপুর বাজার লক ডাউন উপেক্ষা করে ঈদ আনন্দের মত আজ জনতার ঢল নেমেছে।

    ২৮ মার্চ শনিবার বিকেল থেকে পৌর শহরের বাজারে উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। শনিবার সাপ্তাহিক বাজারের দিন থাকায় দলে দলে মানুষ বাজারের নাম করে ভিড় করছে। শ্রীপুর চৌরাস্তা থেকে রেলগেইট এলাকা পর্যন্ত অটোরিক্সাসহ পর্যাপ্ত যানবাহন চলাচল করতে দেখা যায়। বাজারে আসা কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, কয়েকজনকে ফোন করে জিজ্ঞাসা করে জানতে পারি বাজারে সবাই আসতেছে, তাই আমরাও ঘুরতে আসলাম। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি না থাকায় বাজারে ঘুরাফেরা করছি।

    ফার্মেসী ও নিত্যপ্রয়োজনীয় পন্যদ্রব্যের দোকান খোলা রাখার কথা থাকলেও শ্রীপুর চৌরাস্তা, থানার মোড়, রেলগেইট, মধ্যবাজারের প্রায় সকল দোকানের একটি করে শার্টার খোলা রেখে বেচাকেনা চলছে।

    শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজনিন শারমিন জানান, আমি কয়েকঘন্টা আগে বাজার ঘুরে এসেছি, বাজারে তেমন কোন লোক ছিল না।
    উপজেলা নির্বাহী অফিসার শেখ শামসুল আরেফিনকে একাধিকবার ফোন করলেও পাওয়া যায়নি।

    এ ব্যাপারে গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম জানান, বিষয়টি আমার জানা ছিল না, স্থানীয় প্রশাসনের ব্যবস্থা নেয়ার কথা, আমি দ্রুত ব্যবস্থা নিচ্ছি।

  • করোনা প্রতিরোধে মাস্ক ও সাবান বিতরণ করেন ১ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী রমজান 

    করোনা প্রতিরোধে মাস্ক ও সাবান বিতরণ করেন ১ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী রমজান 

    করোনা প্রতিরোধে মাস্ক ও সাবান বিতরণ করেন ১ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী রমজান

    জিল্লু,সাভার থেকেঃ
    সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের পোড়াবাড়ি ডিপ মেশিন এলাকায় করোনা ভাইরাস বিস্তাররোধে বিনামূল্যে মাস্ক, সাবান, হ্যান্ড গ্লাভস বিতরণ ও জীবাণুনাশক স্প্রে করছেন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মোঃ রমজান আহমেদ।
    শুক্রবার দুপুরে সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ছিন্নমূল অসহায় ও দরিদ্রদের মাঝে করোনা প্রতিরোধে মাক্স সাবান সহ অন্যান্য সামগ্রী বিতরণ করেন।
    এছাড়াও তিনি বিভিন্ন পাড়া- মহল্লা ও বাসাবাড়ি রাস্তাঘাট মসজিদ-মাদ্রাসা ও স্কুলে করেনা ভাইরাস সংক্রমণ এড়াতে জীবাণুনাশক স্প্রে করেন।
    এসময় রমজান আহমেদ সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন,দয়া করে ঘরের ভেতরে থাকুন।বিনা কারণে হাটবাজার, রাস্তাঘাটে আসবেন না। মানুষের সমাগম এড়িয়ে চলুন। মাস্ক ব্যবহার করুন। দয়া করে আপনারা চা-পান খাওয়ার জন্য ও আড্ডা দেয়ার জন্য বাজারে আসবেন না। আপনারা অবাধে চলাফেরা করবেন না। আপনাদের অবাধ চলাফেরা আপনাকে ও আপনার পরিবারের সদস্যদেরকে বিপদে ফেলতে পারে।
    এ সময় উপস্থিত ছিলেন সাভার পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও ১নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মোঃ রমজান আহমেদ বিভিন্ন মহল্লার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

  • সাভারে মুসুল্লী ও পথচারীর মাঝে জীবানুমুক্ত করতে স্প্রে, সাবান ও মাস্ক বিতরণ করলেন সাভার কলেজ শাখা ছাত্রলীগ শাকিল

    সাভারে মুসুল্লী ও পথচারীর মাঝে জীবানুমুক্ত করতে স্প্রে, সাবান ও মাস্ক বিতরণ করলেন সাভার কলেজ শাখা ছাত্রলীগ শাকিল

    সাভারে মুসুল্লী ও পথচারীর মাঝে জীবানুমুক্ত করতে স্প্রে, সাবান ও মাস্ক বিতরণ করলেন সাভার কলেজ শাখা ছাত্রলীগ শাকিল

    শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
    করোনা ভাইরাসে থেকে মুক্ত পেতে সারা দেশে ন্যায়
    গনসতেনতার এগিয়ে আসলেন সাভার সরকারি কলেজ শাখা ছাত্রলীগ এর ১নং সাংগঠনিক সম্পাদক ফারহান শাকিল।
    শক্রবার (২৭) মার্চ মসজিদের মুসুল্লী ও পথচারীর মাঝে জীবাননাশক হাত পরিস্কার করতে স্প্রে ছিটিয়ে দিয়ে সাবান ও মাস্ক বিতরণ করা করেন তিনি।

    করোনায় গনসচেতনতামূলক কার্যক্রমে সাভার থানা জামে মসজিদে স্প্রে, সকলের হাত জীবানুমুক্ত করতে স্প্রে ও মুসুল্লিদের মাঝে মাস্ক এবং সাবান বিতরণ করেন।
    নামাজের আগে ও পরে সাভার থানা রোডের মুক্তির মোড় ও সাভার অধরচন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয় এলাকায় মাস্ক ও জীবানুমুক্ত রাখতে পথচারীদের মাঝে ডেটল সাবান বিতরণ করেছেন তিনি।

    তিনি বলেন এ বিতরন চলমান থাকবে যতদিন না করোনামুক্ত না হয় দেশ। তিনি সকলকে অসহায় ও গরীব মানুষের পাশে দাড়াতে আহবান জানান।

  • শ্রীপুর উপজেলায় জনসাধারণের সমাগম ঠেকাতে মাঠে নেমেছে র‌্যাব-১

    শ্রীপুর উপজেলায় জনসাধারণের সমাগম ঠেকাতে মাঠে নেমেছে র‌্যাব-১

    শ্রীপুর উপজেলায় জনসাধারণের সমাগম ঠেকাতে মাঠে নেমেছে র‌্যাব-১

    মোহাম্মদ আদনান মামুন: শ্রীপুর থেকে-
    গাজীপুরের শ্রীপুর উপজেলায় জনসাধারণের সমাগম ঠেকাতে মাঠে নেমেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১।

    ২৭ মার্চ শুক্রবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘেরবাজার, মাধুখলা, গড়গড়িয়া মাস্টারবাড়ি, মাওনা, এমসি, নয়নপুর ও জৈনাবাজারসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে থেমে থেমে এসব এলাকায় অবস্থান নিয়ে একসঙ্গে চলাফেরা এবং কাজ ছাড়া বাড়ির বাইরে বের না হতে অনুরোধ করে মাইকিং করা হয়। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের বাজার নিয়ন্ত্রণেও কাজ করছে।

    র‍্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পেরনকোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে জনসমাগম যেন হতে দেওয়া না হয় সরকারের পক্ষ থেকে এমন নির্দেশনা রয়েছে। আমরা র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কেন্দ্রীয় নির্দেশনা মেনে বেশি মানুষ যেন একসঙ্গে না হয় সে বিষয়ে সচেতন করতে মাঠে রয়েছি। আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

    মানুষকে কোনো কাজ ছাড়া বাইরে না থাকতে আমরা বিশেষভাবে অনুরোধ করছি। আমরা মনে করি শ্রীপুরের মানুষ সচেতন এবং তারা এ নির্দেশনা মেনে চলবেন।

  • শ্রীপুরে মানুষকে নিরাপদে ঘরে রাখতে কাজ করছে পুলিশ

    শ্রীপুরে মানুষকে নিরাপদে ঘরে রাখতে কাজ করছে পুলিশ

    শ্রীপুরে মানুষকে নিরাপদে ঘরে রাখতে কাজ করছে পুলিশ

    মোহাম্মদ আদনান মামুন, শ্রীপুর থেকেঃ দুর্যোগ উপেক্ষা করে জনসাধারণকে নিরাপদে ঘরে রাখতে রাতদিন কাজ করছে গাজীপুর জেলা পুলিশ।

    দেখাযায় যত দুর্যোগই আসুক ঘরে বসে থাকার উপায় নেই; বরং দেশের যেকোনো জরুরি পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সার্বিক তৎপরতা বেড়ে যায় কয়েকগুণ। স্থান-কাল ভেদে সংকট ভিন্ন হলেও প্রায় সবক্ষেত্রেই মাঠপর্যায়ে নিজেদের সংশ্লিষ্টতা নিশ্চিত করতে হয় তাদের।

    বিশ্বজুড়ে মহামারী রূপ নেওয়া করোনা ভাইরাস এখন বাংলাদেশেও মূর্তিমান আতঙ্কের নাম। সংশ্লিষ্টদের মতে, বর্তমানে ‘করোনা স্প্রেডিং’ সময়ে রয়েছে বাংলাদেশ। এ অবস্থায় নিজেদের নিয়মিত কাজের পাশপাশি করোনা প্রতিরোধে সরকার নির্ধারিত নানা দায়িত্ব পালন করে যাচ্ছে গাজীপুর জেলা পুলিশ।

    মাঠপর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, করোনার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিসহ যেকোনো জনসমাগম রোধ করতে সার্বক্ষণিক কাজ করছেন পুলিশ সদস্যরা। চিহ্নিত বিদেশফেরতদের হোম কোয়ারেন্টিন (ঘরে থাকা) নিশ্চিত করতে প্রত্যন্ত এলাকায় ছুটে যাচ্ছেন। যেকোনো সামাজিক অনুষ্ঠান বন্ধ করতেও হস্তক্ষেপ করছেন তারা।

    সন্দেহভাজন ঝুঁকিপূর্ণ কোনো এলাকায় যানবাহন বা জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণসহ সার্বিক নজরদারিতে রাখা হচ্ছে। এর বাইরে করোনা সংকটকে পুঁজি করে অনিয়ন্ত্রিত বাজারের লাগাম টেনে ধরার চেষ্টাও করে চলেছেন এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই।

    ২৬ মার্চ দুপুরে শ্রীপুর উপজেলার বিভিন্ন বাজারে ঘুরে ঘুরে জনসাধারণেকে তাদের নিজ নিজ ঘরে থাকার জন্য কাজ করছেন শ্রীপুর থানা পুলিশের একাধিক টিম।
    শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী জানান,দেশের করোনা পরিস্থিতিতে জনসাধারণের নিরাপত্তার কথা ভেবে জনসাধারণেকে বুঝিয়ে তাদের ঘরে থাকার কাজ করছে। পাশাপাশি বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর বাজার নিয়ন্ত্রণে কাজ করছে।

    গাজীপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মো. আল মামুন বলেন, করোনায় সংকটের প্রথম দিন থেকেই প্রতিটি সদস্যকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে। যত রোগ-বালাই কিংবা দুর্যোগই হোক, আমরা কখনও পিছপা হই না। বরং সামনে এগিয়ে যাই। আমাদের ধর্ম ও মূল লক্ষ্য মানুষের সেবা করা।

  • করোনা আতঙ্কে পরিবহন বন্ধ হলেও পণ্যবাহী ট্রাকে ঘরমুখো মানুষের ঢল

    করোনা আতঙ্কে পরিবহন বন্ধ হলেও পণ্যবাহী ট্রাকে ঘরমুখো মানুষের ঢল

    গণপরিবহন বন্ধ হলেও পণ্যবাহী ট্রাকে করোনায় ঘরমুখো মানুষের ঢল

    মোহাম্মদ আদনান মামুন: শ্রীপুর থেকে- করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ সময় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। সরকারের এমন ঘোষণার পর লোকজনের বাড়ি যাওয়ার হিড়িক পড়েছে।

    গণপরিবহন বন্ধ থাকার পরও পণ্যবাহী ট্রাক পিক-আপসহ বিভিন্ন পরিবহনে করে গাজীপুরের শ্রীপুর থেকে দল বেধে ঘরে ফিরছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
    সরজমিনে দেখাযায়, পণ্যবাহী ট্রাকে করে দল বেঁধে ছুটছেন ঘরমুখো মানুষ। তাদের চোখে মুখে নেই ভয়াবহ করোনা ভাইরাসের ভয়।
    এমন চিত্র গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা, এমসি বাজার, নয়নপুর, জৈনাবাজারসহ উপজেলার বিভিন্ন বাস স্ট্যান্ড গুলোতে।

    মাওনা হাইওয়ে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন, মানুষকে সচেতন করতে পুলিশ কাজ করছে। আর যে সমস্ত পণ্যবাহী গাড়ি যাত্রী বহন করছে সে সমস্ত গাড়ির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • শ্রীপুরে স্পিনিং মিল আগুন

    শ্রীপুরে স্পিনিং মিল আগুন

    শ্রীপুরে স্পিনিং মিল আগুন

    মোহাম্মদ আদনান মামুন, শ্রীপুর(গাজীপুর): গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার এলাকায় জমজম স্পিনিং মিলের অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর সোয়া ২টার দিকে সংঘটিত হলেও আগুন ৫টার দিকেও নিয়ন্ত্রণে আসেনি।

    গাজীপুরের জয়দেবপুর, শ্রীপুর, টঙ্গী, ময়মনসিংহের ভালুকা ও ত্রিশাল ফায়ার
    স্টেশনের আটটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন শ্রীপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল আগুনের কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি। গোডাউনে থাকা মালামালসহ টিনশেড নির্মিত কারখানাটি জ্বলছে। একই শেডের নিচে কারখানার অন্যান্য ডিপার্টমেন্টের গুদাম থাকায় দ্রুত আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে
    এবং তা নিয়ন্ত্রনের বাইরে চলে যায়।

    কারখানার ডেপুটি ম্যানেজার মো. আক্তারুজ্জামান জানান, দুপুরে কারখানার বিরতির সময় সোয়া ২টার দিকে কারখানার ব্লু রুম বিভাগ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই কারখানার জুড়ে আগুন ছড়িয়ে পড়ে।

    গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মামুনুর রশিদ জানান, কারখানার শেডের ঘেঁষে সীমানা প্রাচীর হওয়ায় আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হচ্ছে। তাৎক্ষণিক ভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি ও আগুন লাগার কারণও জানা যায়নি।

    গাজীপুর পুলিশ সুপার শামছুন্নাহার, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামছুর আরেফীন, সহকারী কমিশনার (ভূমি) নাজনীন শারমিনসহ উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তারা কারখানা পরিদর্শন করেছেন।

  • দেশে করোনার জন্য লক ডাউন করলে কি শুধু উপকার আসবে?

    দেশে করোনার জন্য লক ডাউন করলে কি শুধু উপকার আসবে?

    দেশে করোনার জন্য লক ডাউন করলে কি শুধু উপকার আসবে? সরকারের নিকট দৃষ্টি আকর্ষন 

    করোনা ভাইরাসের জন্য লক ডাউন করলেই কি শুধু মানুষের উপকার আসবে?
    আমাদের এক আল্লাহ বাংলাদেশের মানুষের করোনায় এখনো আক্রান্ত করেনি,শুধু বিদেশ ফেরত মানুষগুলোর জন্য এদেশে আজ করোনার আতঙ্ক ছড়িয়ে পরছে। আল্লাহ পাক আমাদের জন্য তারই ইবাদতের জন্য দরজা খোলা রেখেছেন। তাই আমরা আল্লাহর নিকট আত্মসমর্পন করব এবং বেশী করে তারই ইবাদত করব।

    সরকারের নিকট অনুরোধ,
    আল্লাহ উপর পূর্ণ ঈমান রেখে ও সকল গুনাহ মাফ চেয়ে দেশবাসী সকল মুসলিম একই সময় নামাজ ও একই দিনে রোজা করার ঘোষনা আসলে আল্লাহ তায়ালা আমাদেরকে সকল বালা,মছিবত থেকে হেফাজত করতে পারেন।
    সৃষ্টিজগতে ইহকাল ও পরকালের মালিক এক আল্লাহ, তিনি এক ও অদ্বিতীয়।

    তারই নিকট সকল মুসলিম জাতি করোনার ভাইরাসসহ অন্যান্য রোগ মক্তির কামনা চেয়ে দু-হাত তুলে আল্লাহর নিকট পানাহ চাইতে পারি।

    শুধমাত্র যারা হোম কোয়ানটানে থাকবে তারা সকলে নিজ নিজ স্থানে থেকে সৃষ্টি কর্তার ইবাদত করবে। আল্লাহর নিকট ক্ষমা চেয়ে কান্নাকাটি করে মাফ চেয়ে করোনাসহ সকল রোগ থেকে পানাহ চাইবে।

    কারণ করোনা রোগীর কথা শুনলে এখন আমরা তাদের সংস্পর্শ ত্যাগ করে দূরে থাকি,মানুষ দেখলেও সংস্পর্শ ত্যাগ করার চেষ্টা করি। এক আল্লাহর নিকট তওবা করে সকল গুনাহের জন্য মাফ চাইবো। করোনা মাফ করে আল্লাহ তায়ালা আমাদের যেন একত্র করে নিতে পারেন-আমিন।

    শেখ এ কে আজাদ,সাংবাদিক।।।

  • মানবতার লক্ষে এক প্রসূতি মহিলাকে সেচ্ছায় রক্তদান করলেনঃ সাভারের তরুন ব্যবসায়ী এক যুবক আওলাদ

    মানবতার লক্ষে এক প্রসূতি মহিলাকে সেচ্ছায় রক্তদান করলেনঃ সাভারের তরুন ব্যবসায়ী এক যুবক আওলাদ

    মানবতার লক্ষে এক প্রসূতি মহিলাকে সেচ্ছায় রক্তদান করলেনঃ সাভারের তরুন ব্যবসায়ী এক যুবক আওলাদ

    শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
    সাভারের সুপার মেডিকেলে (প্রাঃ) লিঃএ খবর পেয়ে একজন প্রসূতি মহিলাকে সেচ্ছায় ১ ব্যাগ রক্ত দিয়ে জীবন বাঁচালেন তরুন ব্যবসায়ী এক যুবক।
    মঙ্গলবার (২৩) মার্চ সকালে ওই হাসপাতালে এক প্রসূতির মহিলার রক্ত লাগবে বলে ছুটে যান তিনি। হাসপাতালে ছুটে গিয়ে আওলাদ হোসেন নামে ওই যুবক রক্তদান করে একটি জীবন রক্ষায় তিনি খুশী। মানুষ মানুষের পাশে থেকে এগিয়ে আসবে এটিই সঠিক মানবতা পথ।
    আওলাদ হোসেন বলেন,মানবতার জন্য শুধু রক্তদান নয়,আরো ক্ষুদ্র ক্ষুদ্র সেবামূলক কাজে তার অংশগ্রহন রয়েছে তার আগামীতে এসব মানবতার লক্ষে কল্যানমূলক কাজে অংশগ্রহন করতে দৃঢ় প্রত্যের ব্যক্ত করেছেন। বর্তমানে তিনি ম্যান ফর ম্যান ফোর্স এর গর্বিত সদস্য বলে জানায় রাজিবুল ইসলাম রাজিব।

    ম্যান ফর ম্যান ফোর্স’র চেয়ারম্যান রাজিবুল ইসলাম রাজিব আরো জানায় আজ এক জন মহিলার ডেলিভারির পূর্ব মূহুর্তে জীবন বাঁচাতে সেচ্ছায় ১ ব্যাগ বি+ পজেটিভ রক্ত দান করেছেন। এজন্য মহিলাটির জীবন প্রদিপ জ্বলে উঠবে।

  • সাভারে অসহায় গরীব পথচারীর মাঝে জীবানুনাশক সাবান বিতরণ করলেন সাংবাদিক ও সাপ্রেমিকস’র আহবায়ক শেখ এ কে আজাদ

    সাভারে অসহায় গরীব পথচারীর মাঝে জীবানুনাশক সাবান বিতরণ করলেন সাংবাদিক ও সাপ্রেমিকস’র আহবায়ক শেখ এ কে আজাদ

    সাভারে অসহায় গরীব পথচারীর মাঝে জীবানুনাশক সাবান বিতরণ করলেন সাংবাদিক ও সাপ্রেমিকস’র আহবায়ক শেখ এ কে আজাদ

    নিজস্ব প্রতিবেদক,সাভার থেকেঃকরোনা ভাইরাসে আতঙ্ক যখন সাভারের সাধারন মানুষ। সেখানে ভাইরাস থেকে মুক্ত হওয়ার লক্ষে এগিয়ে আসলেন সংবাদিক ও সাভার প্রেস মিডিয়া কল্যাল সমিতির আহবায়ক শেখ এ কে আজাদ।

    তিনি পথচারী মানুষ, ভিক্ষক,অসহায় মানুষের পাশে দাড়ালেন। তিনি মঙ্গলবার সকালে সাভারের পৌর রেডিও কলোনীতে হাত,মুখ,পা ধুয়ার জন্য সাবান বিতরন করলে। এসময় রেডিও কলোনীতে ব্যবসায়ী আব্দুল মজিদসহ অন্যান্যদের সাথে নিয়ে এ জীবানুমুক্ত সাবান প্রদান করছেন।

    সাভার প্রেস মিডিয়া কল্যাল সমিতির আহবায়ক শেখ এ কে আজাদ বলেন আমাদের সংবাদকর্মীদের সংবাদ সংগ্রের পাশাপাশি জনসচেতনতায় এগিয়ে আসতে হবে সাথে সমাজের সচেতন মানুষকে। সচেতন মানুষসহ সকলে এগিয়ে এসে পথচারী,গরীব,অসহায় মানুষের পাশে থেকে হাত বাড়িয়ে দিতে হবে।তিনি আরো জানান, হাত,পা,মুখ ময়লা হলে জীবানুমুক্ত সাবান দিয়ে ধুতে পারলে করোনা সহ বিভিন্ন ভাইরাস ও ব্যাক্টেরিয়া থেকে সহজেই মুক্ত হতে পারবো।