Warning: Creating default object from empty value in /home/sattersangbad24/public_html/wp-content/themes/ProfessionalNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/sattersangbad24/public_html/wp-content/themes/ProfessionalNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php:29) in /home/sattersangbad24/public_html/wp-includes/feed-rss2.php on line 8
ক্যাম্পাস – Satter Sangbad https://www.sattersangbad24.com Bangla News Paper Thu, 15 Aug 2024 13:27:53 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.4 সাভার সরকারি কলেজের উপাধ্যক্ষকে অব্যাহতি,সাভার মডেল কলেজ’র অধ্যক্ষ পূণরায় যোগদান https://www.sattersangbad24.com/archives/8429 https://www.sattersangbad24.com/archives/8429#respond Thu, 15 Aug 2024 13:24:05 +0000 https://www.sattersangbad24.com/?p=8429 নিজস্ব প্রতিবেদক ,শেখ এ কে আজাদ,সাভার ;

বৈশম্যবিরোধী ছাত্র সংস্করন আন্দোলনে সাভার মডেল কলেজের বুধবার ও বৃহস্পতিবার ছাত্রদের দাবীর মুখে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলী হোসেন এর পদত্যাগে ফলে পূণরায় পূর্ণবহাল হলেন অধ্যক্ষ তৌহিদুল ইসলাম।
প্রতিষ্ঠাতা অধ্যক্ষ তৌহিদুল ইসলাম দ্বায়িত্ব পালনকালে শিক্ষারমান ভালো ছিল, দুদিনের সংস্করন আন্দোলনে পূনরায় পদটি তিনি ফিরে পান।
তিনি স্বৈরাচারী আওয়ামীলীগের শাসন আমলে রাজনৈতিক মামলায় হেনস্থা হলে বারবার অধক্ষের পদটিতে আসন হয় বিগত কয়েকজন ভারপ্রাপ্ত অধ্যক্ষের।

বৈষম্য বিরোধী ছাত্র সংস্করন আন্দোলনের শিক্ষার্থীদের প্রবল আন্দোলনের মুখে সাভার সরকারি কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ ড. দিল আফরোজা শামীম হেনাকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সাভার সরকারি কলেজ শিক্ষক পরিষদের তিন ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে সর্বসম্মতিক্রমে তাকে অব্যাহতি প্রদান করা হয়।

সাভার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইমরুল হাসান স্বাক্ষরিত অফিস আদেশে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ৯ দপ্তরে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। আদেশের একটি কপি প্রতিবেদকের হাতে রয়েছে।

অব্যাহতির আদেশের পর আন্দোলনরত শিক্ষার্থীদের সকল দাবি মেনে নিয়েছেন মর্মে ঘোষণাও দেন অধ্যক্ষ। এ সময় শিক্ষক পরিষদ, বিভাগীয় প্রধানগণসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে ছাত্র-জনতার আন্দোলনের মুখে পরাজিত স্বৈরাচার সরকারের অন্যতম সহযোগী এবং সাভার সরকারি কলেজের অবৈধ উপাধ্যক্ষ উল্লেখ করে ড. দিল আফরোজা শামীম হেনার অপসারণ ও অবিলম্বে পদত্যাগসহ ১৮ দফা দাবি পেশ করে কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ড. দিল আফরোজা শামীম হেনা পহেলা নভেম্বর ১৯৯৫ সালে প্রভাষক হিসেবে সাভার সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে যোগদান করেন।
২০১৬ সালে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৎকালীন বিভাগীয় প্রধান মঞ্জুরুল আলম খান তপনকে রাজনৈতিকভাবে হেনস্তার পর সাময়িক বরখাস্ত করিয়ে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে ওই বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব বাগিয়ে নেন। এরপর পালাক্রমে বিভাগীয় প্রধানের দায়িত্ব পালনের পাশাপাশি ২০১৭ সালে সরকার দলীয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুনরায় জ্যেষ্ঠতা লঙ্ঘন করে ওই শিক্ষা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষের দায়িত্ব নেন ড. দিল আফরোজা শামীম হেনা। তিনি সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর নজরুল ইসলাম মানিক মোল্লার স্ত্রী। দীর্ঘ ৭ বছর ধরে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে সবার মুখ বন্ধ করে রাখেন অব্যাহতি প্রাপ্ত এই উপাধ্যক্ষ। তার বিরুদ্ধে স্বৈরতান্ত্রিক ভাবে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের নির্যাতনের অভিযোগ রয়েছে। ড. দিল আফরোজা শামীম হেনার অব্যাহতির পর কলেজে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

]]>
https://www.sattersangbad24.com/archives/8429/feed 0
আ-মরি বাংলা ভাষা https://www.sattersangbad24.com/archives/8285 https://www.sattersangbad24.com/archives/8285#respond Tue, 20 Feb 2024 11:10:25 +0000 https://www.sattersangbad24.com/?p=8285 লেখক::আতিক রায়হান

প্রভাষক, আইসিটি বিভাগ
তেঁতুলঝোড়া কলেজ,সাভার,ঢাকা
ইমেলঃ atuarrahmanatique

@gmail.com

বছর ঘুরে আবার ফিরে এলো ভাষা দিবস। পৃথিবীতে একমাত্র আমরাই যারা মায়ের ভাষা কথা বলতে লড়াই করেছি।এই ভাষায় কথা বলে আমি আমরা যে শান্তি পাই তা আর কোন ভাষাতে পাই না।বাংলা ভাষাকে আমাদের মায়ের ভাষা হিসেবে স্বীকৃতি আদায়ে লড়াই করেছে বর্গীদের ওপরে।ভাষার জন্য অকুতোভয় দুঃসাহসী সংগ্রাম করে নিজেদের জীবন বাজি ধরতে কুন্ঠাবোধ করেনি।এই ভাষাতেই বাংলা ভাষা ভাষি মানুষেরা পরম তৃপ্তি লাভ করে।কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে রফিক সালাম জব্বার শফিউলদের মহান ত্যাগের বিনিময়ে অর্জিত সেই ভাষার মান আজও দিতে পারি না।তাদের ত্যাগের সেই মহিমাগাথা ইতিহাস। এই প্রজন্মের তরুনেরা জানে না তাদের বীরত্বের সেই ইতিহাস। সম্প্রতিকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে একট নিউজ বুলেটিন আমাদের ভাবাচ্ছে যাদের ত্যাগ তিতিক্ষার জন্য আমরা বাংলা ভাষা পেয়েছি, আমাদের পরবর্তী প্রজন্ম পরম্পরায় জানে না ভাষা শহীদদের ত্যাগ সম্পর্কে। জানে না ভাষা দিবস সম্পর্কে। কোন বছর কোন মাস কত তারিখ। এটা আমাদের ভাববার বিষয়। অথচ এ ব্যার্থতার দায আমরা অস্বীকার করবো কি করে।ভাষা সংগ্রামের প্রায় ৪৭ বছর পর কানাডা প্রবাসী দুই ভাষা গবেষক আবদুস সালাম ও মোঃ রফিকুল ইসলাম নামে বাংগালী তাদের অক্লান্ত পরিশ্রমে সারা বিশ্ববাসী জানতে পারে আমাদের ভাষা আন্দোলনের কথা। পরিশেষে ১৯৯৯ সালে জাতিসংঘের ইওনোস্ক বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।সারা বিশ্বের মানুষ জানতে পারে বাংলা ভাষা সর্ম্পকে। ভাষার জন্য সংগ্রাম করতে হয়।বাংগালীর গৌরবগাঁথা ইতিহাস জানতে পার। ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক পরিমন্ডলে নির্বিবাদে পালন করা হয় ভাষা দিবস হিসেবে।দীর্ঘ দিন পর ২০০৬ সালের পর সেনা সমর্থিত সরকার ভাষা শহীদদের ত্যাগ তিতিক্ষার গৌরবগাঁথা ইতিহাস ও ঐতিহ্য সম্বলিত স্মৃতি চিন্হ সংরক্ষণে।ভাষা শহীদর নিজ গ্রামে প্রতিষ্ঠা করে ভাষা শহীদ স্মৃতি পাঠাগার। আজ মহান শহীদ দিবসের এক্ষনে চাই দেশের সর্বত্র বাংলা ভাষার প্রচলন। দেশের জাতীয় পাঠ্যক্রম মহান ভাষা শহীদদের ত্যাগের ইতিহাস অন্তর্ভুক্ত করণ।সারাদেশ শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শহিদ দিবস উদযাপন ও শহীদ মিনার স্থাপন। পাশাপাশি পাঠ্যপুস্তকে তাদের জীবনী অন্তর্ভুক্ত করা তরুণ প্রজন্মকে তাদের গৌরব গাঁথা ইতিহাস জানানো।

পরিশেষে বলতে চাই
মোদের গবর মোদের আশা
আ-মরি বাংলা ভাষা।

 

]]>
https://www.sattersangbad24.com/archives/8285/feed 0
আজ একুশে ফেব্রুয়ারি https://www.sattersangbad24.com/archives/7739 https://www.sattersangbad24.com/archives/7739#respond Wed, 22 Feb 2023 18:16:50 +0000 https://www.sattersangbad24.com/?p=7739 লেখক: মুহাম্মদ হোসাইন উদ্দিন

দুই হাজার বাইশ সালের
আজ একুশে ফেব্রুয়ারি
শত আয়োজন শত ব্যস্ততা
কর্মসূচিতে আছে প্রভাত ফেরি।

ফুলে ফুলে ভরে যাবে
সারা দেশের শহীদ মিনার
ঠিক একটি বছর পর
একুশ ফিরবে আবার।

একুশের আগমনে জেগে ওঠে
সমগ্র বাঙালি পাড়া
বেশভূষায় আসে পরিবর্তন
যেন ব্যাপক তাড়া।

শিল্পীর তুলি হয়ে যায় প্রস্তুত
শহীদ মিনারে লিখতে বর্ণমালা
রং ঝলসে যাওয়া শহীদ মিনার
রঙের ঝলকে হয়েছে উজালা।

সালাম জব্বার রফিক বরকত
তোমাদেরকে জানাই সালাম
তোমাদের আত্মত্যাগে আমরা
বাংলা ভাষা পেলাম।

জেলায় জেলায় বিভাগে কেন্দ্রে
বসেছে বইয়ের মেলা
ফুলের দোকানগুলোতে আজ
ফুল কেনার বেলা।

শত শত বইয়ের দোকান
লক্ষ হাজার বই
লেখক আসছেন পাঠক আসছেন
সেথায় পড়ে রই।

ফেব্রুয়ারি যখন আসে আমাদের
যায় চেতনা বেড়ে তারপরে সব ভুলে যাই
যায়না জাগানো নেড়ে।

তবু ও আসুক ফেব্রুয়ারি
একমাস পাবো তাকে
স্মরিব আমরা সভা সেমিনারে
ভুলে যাবনা যাকে।

ভাষার তরে যারা দিয়েছেন জীবন
করবো তাদের দোয়া
হৃদয় স্পন্দনে থাকে যেন সদা
ভালোবাসার ছোঁয়া।

আর এক সপ্তাহ পর সব আয়োজন
থামবে তাড়াতাড়ি
জাগো বাঙালি জাগো
আজ একুশে ফেব্রুয়ারি।

]]> https://www.sattersangbad24.com/archives/7739/feed 0 সাভারের শুকুরজান-জিন্নত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে চারতলা ভবন উদ্বোধন https://www.sattersangbad24.com/archives/7720 https://www.sattersangbad24.com/archives/7720#respond Wed, 22 Feb 2023 05:49:51 +0000 https://www.sattersangbad24.com/?p=7720 সাভারের শুকুরজান-জিন্নত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে চারতলা নতুন ভবন উদ্বোধন  ও ২৪ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি।ছবি:সত্যের সংবাদ

শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকে:
সাভার পৌর জামসিং এলাকার শুকুরজান-জিন্নত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের চারতলা নতুন ভবন ও ২৪ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি। একুশে ফেব্রয়ারি মঙ্গল বিকেলে চারতলা নতুন ভবন ও ২৪ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

চারতলা নতুন ভবন উদ্বোধন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান

ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থী মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
১ নং ওয়ার্ড কাউন্সিলর ও শুকুরজান-জিন্নত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটি সভাপতি মো: রমজান আহম্মেদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মানিক মোল্লা, ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সাবেক সভাপতি মিনহাজ উদ্দিন মোল্লা,বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সাবেক সভাপতি আব্দুল কাদের ও আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন,সাভার উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা:কামরুন্নাহারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এসময় শুকুরজান-জিন্নত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:নওশের আলীসহ সকল শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবগবৃন্দ উপস্থিত ছিলেন।

]]>
https://www.sattersangbad24.com/archives/7720/feed 0
সাভারে ৩ টি কেন্দ্রে একযোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ ডিসেম্বর https://www.sattersangbad24.com/archives/7550 https://www.sattersangbad24.com/archives/7550#respond Mon, 05 Dec 2022 15:09:41 +0000 https://www.sattersangbad24.com/?p=7550 শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকেঃ

সাভারে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন,সাভার আঞ্চলিক শাখার উদ্যোগে আগামী ১৭ ডিসেম্বর-২০২২ সকাল ১০ টা থেকে কিন্ডারগার্টেন স্কুল শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সাভার মডেল কলেজ,আক্রান হাই স্কুল,হাজী হামিদ ভূইয়া স্কুল এন্ড কলেজসহ
মোট ৩টি কেন্দ্রে একযোগ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করবে ১৮৭১ জন ৪৭টি স্কুলের শিক্ষার্থী এ তথ্য নিশ্চিত করেছেন পরীক্ষা নিয়ন্ত্রক ও বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন,সাভার আঞ্চলিক শাখার সহ-সভাপতি লুৎফর রহমান খান এবং কেন্দ্রীয় সহ
শিক্ষা সচিব এম এ রোহিত।

]]>
https://www.sattersangbad24.com/archives/7550/feed 0
মায়ের মরদেহ বাড়িতে রেখে এক ছাত্রী পরীক্ষার্থীর অংশগ্রহন https://www.sattersangbad24.com/archives/7494 https://www.sattersangbad24.com/archives/7494#respond Sun, 06 Nov 2022 17:57:27 +0000 https://www.sattersangbad24.com/?p=7494 ‘জীবন যুদ্ধ”
মায়ের মরদেহ বাড়িতে রেখে এক ছাত্রী পরীক্ষার্থীর অংশগ্রহন

মায়ের মরদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে শারমিন আক্তার নামের এক এইচএসসি পরিক্ষার্থী। রোববার (৬ নভেম্বর) পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মাজিদা বেগম মহিলা কলেজের পরীক্ষাকেন্দ্রে সে পরীক্ষায় অংশ গ্রহন করে।

শারমিন আক্তার উপজেলার ৭নং গৌরীপুর ইউনিয়নের উত্তর পৈকখালী গ্রামের ফারুক ফকিরের মেয়ে এবং ভান্ডারিয়া সরকারি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী।

পরিক্ষা কেন্দ্র ছিল ভান্ডারিয়া মাজদা বেগম মহিলা কলেজ।

বিঃদ্রঃ
নারী হলে তিনি কিন্তু ছাত্রী তাই শিরোনামে উল্লেখ করা হলো ছাত্রী দিয়েই।

]]>
https://www.sattersangbad24.com/archives/7494/feed 0
গরু চুরির মামলায় সাভারে ছাত্রলীগ নেত্রী গ্রেফতার https://www.sattersangbad24.com/archives/7484 https://www.sattersangbad24.com/archives/7484#respond Wed, 02 Nov 2022 10:41:31 +0000 https://www.sattersangbad24.com/?p=7484 গরু চুরির মামলায় সাভারে ছাত্রলীগ নেত্রী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক;ঢাকার ধামরাইয়ে কয়েকটি একলাকায় গরুচুরির মামলায় সংশ্লিষ্টতা পেয়ে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রীবিষয়ক সম্পাদক এবং মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা জেলা উত্তরের সহ-সভাপতি বাবলী আক্তারকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ।

বুধবার (২ নভেম্বর) ভোর রাতে অভিযান চালিয়ে সাভার পৌর এলাকার রেডিওকলোনী নয়াবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান।

তিনি বলেন, ধামরাইয়ে বিভিন্ন সময় গরু চুরির ঘটনা ঘটে থাকে। গরু চোরে ঘটনায় থানায় মামলা । ওই মামলা গুলোতে তদন্ত করতে গিয়ে দেখা যায় বাবলি আক্তার গরুগুলি তার হেফাজতে রেখে বিক্রি করতেন। গরু চোরের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

যোগাযোগ করা হলে ধামরাই থানার এসআই আশরাফুল ইসলাম বলেন, গরুচুরির মামলায় এর আগে আমরা দুইজনকে গ্রেফতার করি। তাদের জিজ্ঞাসাবাদে বাবলি আক্তারের সংশ্লিষ্টতা পাওয়া যায় এবং তাকে গ্রেফতার করা হয়।

বাবলী আক্তার নয়াবাড়ি এলাকার বাদশা মিয়ার মেয়ে এবং সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী, লিখাপড়ার পাশাপাশি বাবলী আক্তার ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদকের দ্বায়িত্ব পালন করছে । বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম।

তিনি বলেন, তাকে গ্রেফতারের বিষয়টি শুনেছি। তদন্ত করে দেখবো অভিযোগ প্রমানিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

বাবলী আক্তার ঢাকা জেলা উত্তর মুক্তিযুদ্ধ মঞ্চের সহ-সভাপতি রয়েছেন । বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি মো: মুরাদ শেখ ।

তিনি বলেন, নারী নেত্রীর এমন খবরের বিষয়টি উদ্বেগের। এর আগে তার বিরুদ্ধে এমন কোন অভিযোগ আমরা পায়নি। পেলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

 

 

]]>
https://www.sattersangbad24.com/archives/7484/feed 0
সাভার সরকারি কলেজ অধ্যক্ষের জন্মদিন আজ ৯ এপ্রিল https://www.sattersangbad24.com/archives/7434 https://www.sattersangbad24.com/archives/7434#respond Sat, 09 Apr 2022 10:04:10 +0000 https://www.sattersangbad24.com/?p=7434 সাভার সরকারি কলেজ অধ্যক্ষের জন্মদিন আজ ৯ এপ্রিল

শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
ঢাকার অদূরে সাভার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইমরুল হাসানের ৫৭তম জন্মদিন আজ ৯ এপ্রিল।

১৯৬৬ সালের এই দিনে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের মিরপুর গ্রামে তাঁর জন্ম।

সাভার সরকারি কলেজ অধ্যক্ষ ও ডায়নামিক লিডার খ্যাত ইমরুল হাসানের জন্মদিনে দোয়া, ভালোবাসা ও শুভেচ্ছা বিনিময় করেন অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিক্ষার্থী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা অজস্র শুভ কামনা ও প্রীতি জানিয়েছেন তাঁকে।

অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই সাভার সরকারি কলেজকে সরকারের লক্ষ্য অনুযায়ী শিক্ষার প্রসার ও মানোন্নয়নকল্পে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ জায়গায় আলোচনায় আনেন। শিক্ষক-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে নন্দিত হয়েছেন তিনি।

আবদুল মাজিদ ও মাজেদা বেগম দম্পতির কনিষ্ঠ সন্তান মো. ইমরুল হাসান। বাবা আবদুল মজিদ দীর্ঘ কর্মজীবনে ১৯৬০ থেকে ১৯৭০ সাল পর্যন্ত প্রায় দশ বছর সাভার ভূমি অফিসে কর্মরত ছিলেন। মা মাজেদা বেগম একজন রত্নগর্ভা মা। বিভিন্ন গৌরবোজ্জ্বল ভূমিকায় প্রতিষ্ঠিত নয় ভাইবোনের মধ্যে মো. ইমরুল হাসান সবার ছোট।

প্রফেসর মো. ইমরুল হাসান গ্রামের ফরিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাজীবন শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স ডিগ্রি লাভ করেন।

তিনি ১৯৯৩ সালে ১৪শ বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারে যোগদান করেন। এ পর্যন্ত বিভিন্ন কলেজ এবং সরকারি দপ্তরে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে সাভার সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন।

]]>
https://www.sattersangbad24.com/archives/7434/feed 0
কলেজের কর্মচারীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন নিক্সন চৌধুরী এমপি https://www.sattersangbad24.com/archives/6972 https://www.sattersangbad24.com/archives/6972#respond Fri, 07 May 2021 17:49:41 +0000 https://www.sattersangbad.com/?p=6972 কলেজের কর্মচারীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন নিক্সন চৌধুরী এমপি

 

রফিকুল ইসলাম জিল্লুঃ

পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে ঢাকা কলেজের কর্মচারীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

৭ই মে শুক্রবার ঢাকা কলেজ শহীদ মিনার এ ঈদ সামগ্রী বিতরণ করেন ঢাকা কলেজের সাবেক ছাত্রনেতা বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ফরিদপুর -৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মজিবুর রহমান চৌধুরী নিক্সন এর পক্ষ থেকে ঢাকা কলেজের কর্মচারীদের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ফরিদপুর -৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মজিবুর রহমান চৌধুরী নিক্সন, যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন, সহ-সম্পাদক রাজু আহমেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল ইসলাম জোয়ারদার, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের আহাদ হোসেন সোহাগ, এএসপি কাফি, ঢাকা কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, কলেজের অধ্যক্ষসহ সকল শিক্ষক এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।

]]>
https://www.sattersangbad24.com/archives/6972/feed 0
জাবিতে ৬ দফা দাবি আদায়ের লক্ষে সংবাদ সম্মেলন শিক্ষার্থীদের https://www.sattersangbad24.com/archives/6772 https://www.sattersangbad24.com/archives/6772#respond Sun, 21 Feb 2021 12:06:14 +0000 https://www.sattersangbad.com/?p=6772 জাবিতে ৬ দফা দাবি আদায়ের লক্ষে
সংবাদ সম্মেলন শিক্ষার্থীদের

শেখ এ কে আজাদ,জাবি,সাভার থেকেঃ
ছয় দফা দাবি আদায়ের লক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট এলাকায় এ সংবাদ সম্মেলন করেন তারা। সংবাদ সস্মেলনে এসময় শিক্ষার্থীরা বলেন তাদের দাবি গুলো চব্বিশ ঘন্টার মধ্যে বাস্তবায়ন করতে হবে। ছয় দফা দাবি গুলো হলো,শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে হবে,ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দিতে হবে,হামলাকারীদের বিরুদ্ধে নাম উল্লেখ করে আশুলিয়া থানায় মামলা দায়ের করতে হবে,সকল আহত শিক্ষার্থীদের চিকিৎসা সেবা দিতে হবে,সংঘর্ষের ঘটনার দায় ক্যাম্পাস কর্তৃপক্ষকে নিতে হবে ও আবাসিক হলগুলো দ্রুত খুলে দিতে হবে। সংবাদ সম্মেলনে এসময় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসম ফিরোজ উল হাসান বলেন,শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় আসামীদের নাম উল্লেখ করে আশুলিয়া থানায় মামলার জন্য পাঠানো হয়েছে। পুলিশ নাম ও তথ্য যাচাই বাচাই করে মামলা নিবে বলে জানান তিনি। এছাড়া আবাসিক হল গুলো খুলে দেওয়ার ব্যাপারে তিনি বলেছেন হল খোলার সিন্ধান্ত রাষ্ট্রীয় পদক্ষেপের বেপার।

]]>
https://www.sattersangbad24.com/archives/6772/feed 0