শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার :
সাভার পৌর মেয়রের উদ্যোগে অসহায় ও গরীব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (২১) জানুয়ারি পৌর ব্যাংক কলোনী এলাকার অগ্রনী সংসদে পৌর ১ নং ওয়ার্ড থেকে ৯ নং ওয়ার্ডের গরীব অসহায় শীতার্ত মানেষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন হাজী আব্দুল গনি।
সাভার পৌর মেয়র ও সাভার পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল গনি তিনি জানান, সাভার পৌর এলাকায় বহু গরিব ও অসহায় মানুষ রয়েছে তাদের মধ্যে বাছাই করে পুরুষ- মহিলা পরিবারের জন্য ৫৫০ টি কম্বল বিতরণ করা হয়েছে।
গরীব অসহায় শীতার্ত মানুষের কম্বল বিতরণের সময় স্থানীয় নেতা কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
]]>শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকে:
সাভার পৌর এলাকার ৫ নং ওয়ার্ডে বুধবার (১৭) জানুয়ারি বিকেলে আলজামিয়াতুল মদিনাতুল উলুম মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে গরীব অসহায় মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়।
ঢাকা জেলা যুবলীগ এর সাবেক সাধারন সম্পাদক জিএস মিজান নিজ উদ্যোগে গরীব অসহায় পুরুষ মহিলাদের জন্য শীতবস্ত্র হিসেবে ৩০০ কম্বল বিতরণ করছেন।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবলীগ এর সাবেক সাধারন সম্পাদক জিএস মিজান । আরো উপস্থিত ছিলেন সাভর পৌর ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মশিউর রহমান খান সম্রাট,আলজামিয়াতুল মদিনাতুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা আলহাজ্ব আব্দুল্লাহ।
ঢাকা জেলা যুবলীগ এর সাবেক সাধারন সম্পাদক জিএস মিজান বলেন, প্রতিটি ওয়ার্ডে
৩০০ অসহায় গরীব মানুষকে এ শীতবস্ত্র বিতরণ করার অংশ হিসেবে ৫ নং ওয়ার্ডে এ শীতবস্ত্র বিতরণ করা হলো।
তিনি আরো জানান ইতিমধ্যে কাউন্সিলরদের মাধ্যমে চারটি ওয়ার্ডে ৩০০ করে কম্বল বিতরন করা হয়েছে পর্যায় ক্রমে আরো ৫ টি ওয়ার্ডে মোট ৩০০০ হাজার শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হবে।
সিংগাইর: মানিকগঞ্জের সিঙ্গাইরে অর্ধশতাধিক ইটভাটা রয়েছে। ইটভাটাগুলোতে পুড়ানো হচ্ছে তিন ফসলি জমির মাটি। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশের পর দিনের বেলায় মাটি কাটা বন্ধ হয়েছে। তবে এবার রাতের আধারে কাটা হচ্ছে কৃষি জমির মাটি।মাটিকাটা বন্ধে স্থানীয় প্রশাসনের তেমন কোন অভিযান চোখে পড়ছে না। মাটিকাটা বন্ধে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সচেতন মহল।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার জামির্ত্তা ইউনিয়নের হাতনির চকে প্রতি রাতেই কৃষি জমির মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করা হচ্ছে। হাতনি চকে মাটি ব্যবসার সাথে জড়িত THB ইট ভাটার মালিক মোঃ দানেছ গং, , নয়া জামির্ত্তা এলাকার মোঃ রাসেদ, হাতনি এলাকার ফারুক ও মনির। মাটিখোররা এমন গভীরভাবে মাটি কাটছে পাশের কৃষি জমি যে কোন সময় ধসে পড়বে। কৃষি জমিটি ধসে পড়ার ভয়ে নাম মাত্র মূল্যে মাটি ব্যবসায়ীদের কাছে কৃষি জমিটি বিক্রি করতে বাধ্য হয়। এভাবে শত শত কৃষি জমি পুকুরে পরিনত হচ্ছে। স্থানীয়রা অভিযোগ করেন প্রশাসনকে জানালেও কোন ব্যবস্থা নিচ্ছে না।
শুধু জামির্ত্তা নয় উপজেলার বলধারা, মানিকদহ, গোলাইডাঙ্গা, খোলাপাড়া, চান্দহর,জামশা এলাকাও রাতের আধারে মাটি কাটা হচ্ছে।
হাতনি চকের কৃষক মোঃ মহিদুর বলেন, এখানে আমার ২ বিঘা কৃষি জমি রয়েছে। জমিটির পাশের জমি থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে। স্থানীয় চেয়ারম্যান, উপজেলা প্রশাসনকে একাধিকবার জানানো হয়েছে। কিন্তু কোন ব্যবস্থাই নিচ্ছে না প্রশাসন।
আব্দুর রহমান নামে আরেক কৃষক বলেন, ২ বিঘা জমিতে ইরিধান করেছি। এই ধান দিয়ে আমার পরিবারের সারা বছরের খাবার হয়। পাশের জমি ভেকু মেশিন দিয়ে ১৫/২০ ফিট গভীর করে কাটা হচ্ছে। বর্ষা হলেই আমার জমি ভেঙে পড়বে। তখন বাধ্য হয়ে ওই মাটি খোরদের কাছে কৃষি জমিটি নাম মাত্র মূল্যে বিক্রি করতে হবে।
মাটি ব্যবসায়ী হাসান আলী বলেন, উপজেলা প্রশাসনের অনুমতি নিয়েই কৃষি জমির মাটি কেটে পুকুর তৈরি করছি। এ বিষয় নিউজ না করে আমাদের সাথে যোগাযোগ করুন।
সিঙ্গাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথ বলেন, যেখানেই মাটি কাটার খবর পাই সেখানেই ভূমি সহকারীদের দিয়ে মাটিকাটা বন্ধ করা হয়। এরপরও যারা কৃষি জমি থেকে মাটি কাটছে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।
০৮.০৪.২৩ ইং
সাভারে বংশী নদীর পাড় দখল করে নির্মিত ৫৩ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ কালে কয়েকশ ঘরবাড়ী,অফিস,দোকান-পাট অভিযান চালিয়েছে ঢাকা জেলা প্রশাসন।
রবিবার (১২) মার্চ সকাল থেকে বংশী নদী নয়ারহাট বাজার সংলগ্ন এলাকায় ঢাকা জেলা সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আদনান নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়।
এসময় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হাকিম আদালত উপস্থিত ছিলেন।
এসময় ফায়ার সার্ভিস,পুলিশ,স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
]]>
সাভারের আশুলিয়ায় আইন ভেঙ্গে আবাদি কৃষি জমি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে ৮ জনকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে রাতে এই কারাদণ্ড দেয় আশুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন। এর আগে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আশুলিয়ার শিমুলিয়ার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
সাজাপ্রাপ্তরা হলে- আশুলিয়ার শিমুলিয়া রনস্থল গ্রামের ফেদু বেপারীর ছেলে মো. রসুল উদ্দিন (৪৭), গাজীপুরের কালিয়াকৈরের পাকুরাইল গ্রামের সুলতান মিয়ার ছেলে মো. রাজিব (২২), ডোবাইল গ্রামের মো. বছুর উদ্দিন ছেলে মো. সাইফুল ইসলাম (২০), গোসতরা গ্রামে মো. মকবুল হোসেনের ছেলে মো. মোসলেম (৪২), ধামরাইয়ের বারাড়িয়া গ্রামের ফাইজুল ইসলামের ছেলে মো. মামুন ইসলাম (১৯), আব্দুল মালেকের ছেলে মো. জুলহাস হোসেন (২৬), ফইসকা গ্রামের মানিক ময়িার ছেলে মো. শিপুল হোসেন (১৮), ফেনী জেলার সোনাগাছি থানার দক্ষিণ চরদরবেশ গ্রামের নরুল ইসলামের ছেলে মো. আকবর হোসেন (২০)।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন বলেন, মাটি চুরির অভিযোগে শিমুলিয়া অভিযানে হাতেনাতে কয়েকজনকে গ্রেফতার করা হয়।
এর মধ্যে যাছাই-বাছাইয়ের পর ৮ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এই চক্রটি মাটি চোর। তারা দীর্ঘদিন ধরে আইন ভেঙ্গে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করে আসছিল। অনেক সময় জমির মালিকও মাটি বিক্রি করে। আবার চক্রটি জোর করেও মাটি কেটে বিক্রি করে আসছিল। আবাদি কৃষি জমির মাটি কেটে এভাবে ইটভাটায় বিক্রি করা আইনের লঙ্ঘন।
তিনি আরও বলেন, ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ-২০১৩ এ ১৫ ধারা মোতাবেক তাদের এই সাজা দেয়া হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে সাজাপ্রাপ্ত আসামিদের আশুলিয়া থানার সহযোগিতায় জেল হাজতে পাঠানো হয়।
সম্পাদনায়: মর্জিনা পারভিন।
]]>শেখ এ কে আজাদ,রফিকুল ইসলাম জিল্লুঃ সাভার থেকেঃ
ঢাকার সাভারের আমিন বাজারের তুরাগ নদে বালুভর্তি বাল্কহেডের ধাক্কায় ইঞ্জিঞ্চালিত নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ শিশুসহ ৫ মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শিশুসহ ৪ জন এখনো নিখোঁজ রয়েছেন। উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।
সাভারে উপজেলায় বিভিন্ন এলাকা ভিত্তিক জরুরি ভাবে ক্ষুদ্র বিনিয়োগের মাধ্যমে উদ্যোগতা প্রয়োজন। ঝুঁকিহীনভাবে ব্যবসায় আপনাকে নিয়ে যাবে সাফল্যর শীর্ষে।
সরাসরি সিলেটের শীর্ষ স্থানীয় চা পাতার মধ্য গ্রীন লেভেল টির সকল প্যাকেট ও টি ব্যাগ,বিটি২ পাইকারি মূল্যে সরাসরি সেলস ডিস্ট্রিবিউট করা হচ্ছে এখন সাভারে। আপনার এলাকায় কাজ করতে আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করুনঃ (MCATC), সাভার,ঢাকা।০১৬৭৩০৮৬৮১৪।
শনিবার(৯ অক্টোবর) ভোর সাড়ে ৫ টার দিকে সাভারে আমিনবাজার তুরাগ নদে ইঞ্জিনচালিত নৌকা কেবলার চর থেকে গাবতলীর দ্বীপনগর পাড়ে যাওয়া সময় নদীর মাঝপথে উভয় দিক থেকে দুই বালুভর্তি কার্গো যাত্রীবাহী ট্রলার ওপর উঠে যায়। এসময় ট্রলার থেকে কেউ কেউ সাঁতরে তীরে পৌছালেও ৫ শিশু ও দুই নারী নিখোঁজ হন।
বড়দেশী এলাকার নারী চমক জান হারিয়েছেন দুই মেয়ে ও ৩ নাতিকে। তিনি বলেন, তার মেয়েরা হলেন সোয়ালা(২০, রুপায়ন(২৪)। ৩ নাতি হল জেসমিন(২), আরমান(৫) ও ইমরান(৪)। চমক জানের মেয়েরা নদীর পাশে কয়লা লোড আনলোডের শ্রমিক হিসেবে কাজ করত।
বড়দেশী এলাকার শ্রমিক রুপায়ানা ও হোসাইন দম্পতি আজকের পত্রিকাকে বলেন, তারা ছিলেন নৌকায়। তাদের নিখোঁজ দুই মেয়ে হল ফারহা মনি(৫), আলমিনা(৮)। দেড় বছরের টুম্পাকে সাথে নিয়ে সাঁতরে উঠতে পেরেছিলেন রুপায়ন।
ফায়ার সার্ভিস জানান, যাত্রীবাহি ট্রলারটিতে শিশুসহ মোট ১৮ জন যাত্রী ছিলেন। তারা সবাই দিনমজুর শ্রমিক। ট্রলার ডুবে গেলে ১১ জন সাতঁরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় ৭ জন। খবর পেয়ে সাভার ও হেডকোয়ার্টার ফায়ার সার্ভিসসহ একাধিক ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করছে। পাশাপাশি সাভার থানা ও নৌ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।
ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর মাহফুজুর রহমান বলেন, নিখোঁজ ৪ শিশুসহ ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
জানা যায় নিখোঁজরা মূলত সিলেটের বাসিন্দা। কয়লার কাজ চলাকালীন সময়ে তারা সিলেট থেকে এই এলাকায় এসে কাজ করত। সকলেই আমিনবাজার ইউনিয়নের বড়দেশী গ্রামে ভাড়া থাকত।
নৌকা ডুবির নিহত প্রত্যেকের লাশ দাফনের জন্য ২০ টাকার অনুদান ঘোষনাঃ-
গাবতলীর তুরাগ নদীতে নৌকা ডুবির ঘটনায় নিহত প্রত্যেকের মৃতদেহ দাফন করার হন্য ২০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষনা দিয়েছেন জেলা প্রশাষক। বিষয়টি নিশ্চিত করেছেন ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয় এর প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তিনি বলেন, নৌকা ডুবির ঘটনায় নিহতদের প্রত্যেকের মরদেহ দাফনে ২০ হাজার টাকা অনুদান দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মজিহারুল ইসলাম বলেন, প্রতিমন্ত্রীর নির্দেশে ঢাকা জেলা প্রশাষকের মাধ্যমে নিহত প্রত্যেক সদস্যের জনের কাছে মৃতদেহ দাফনের জন্য ২০ হাজার টাকা অনুদান দেওয়া ঘোষনা করা হয়েছে।
]]>
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
সাভারের হেমায়েপুরের বিমান পাপ্প সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়কে ঢাকা থেকে ঈদে বাড়ী ফেরার পথে মোটরসাইকেল আরোহী মুরাদ ৪০ ঘটনাস্থলে গাড়ীতে পিষ্ট হয়ে মারা গেছে অপর একজন মোটরসাইকেল চালক আহত হয়েছে।সোমবার বিকেল চারটার সময় এ ঘটনা ঘটে। তারা দুজনে বাল্যকালের বন্ধু একজন চাকরী করে আইটিতে আর যিনি মারা গেছেন তিনি রাজমিস্ত্রী কাজ করতো। মাগুড়া জেলায় মোহাম্মদপুর গ্রামের বাড়ী বাসু, মৃত্যু ব্যক্তি মুরাদ পিতা মুক্তার মোল্লা ছেলে।
বাড়ী ফেরার উদ্যেশ্য ছিল তার দুটি ছেকে মুসলমানি দিয়ে দিবে, নেয়েকে বিয়ে দিবে, আশা পুরুন হলো না প্রান কেড়ে নিল মোটরসাইকেল যোগে যাওয়া মহাসড়কের আরেক পিষ্ট করা পরিবহন।
সাভার হাইওয়ে থানার এসআই রিপন কুমার হালদার জানান মোটরসাইকেলের চালকসহ দূর্ঘটনায় মারা যাওয়া মুরাদকে উদ্ধার করে থানায় আনা হয়েছে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি। তবে পিষ্ট করা গাড়ীকে আটক করা সম্ভব হয়নি। প্রচলিত আইনে একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।
]]>মোহাম্মদ আলী,মানিকগন্ঞ্জের হরিরামপুর থেকেঃ মানিকগন্ঞ্জের হরিরামপুরে বিভিন্ন স্থানে জাতীয় হিন্দু মহাজোট কর্তৃক মহামারী কোভিড দ্বিতীয় ধাপ মোকাবেলায় জন সাধারনের মাঝে বিনামূল্যে মাস্ক, সাবান বিতরন করেন।শক্রবার হরিরামপুর কান্ঠাবাজার এলাকায় সকাল থেকে দুপর পর্যন্ত প্রায় ১০০০ হাজার মাস্ক ও সাবান বিতরণ করেন সংগঠনটির কর্তৃপক্ষ।
মাস্ক ও সাবান বিতরনে এ সময় উপস্থিত ছিলেন হরিরামপুর জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি উত্তম কুমার দেবনাথ,সরকারি বিচারপতি নূরুল ইসলাম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রতন কুমার দাস,চালা ইউপির হিন্দু মহাজোটের আহ্বায়ক অধীর মন্ডল।আরো উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা শাখার জাতীয় হিন্দু যুব মহাজোটের সাধারন সম্পাদক রাজীব কুমার দেবনাথ,উপজেলা জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সুশান্ত বিশ্বাস সিধু, উপজেলা হিন্দু ছাত্র মহাজোটের সহ-সভাপতি অপু রায়, বলড়া ইউপি হিন্দু মহাজোটের আদি চৌধুরী (পাখি),উপজেলা সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক এমাদাদুল হক বাদল ভূইয়া,কান্ঠাপাড়া সেবাশ্রামের সাধারন সম্পাদক,দৈনিক এশিয়া বানীর মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ আলীসহ উপজেলা জাতীয় হিন্দু মহাজোট, যুব মহাজোট, ছাত্র মহাজোটের নেত্রীবৃন্দ্র অনেকেই উপস্থিত ছিলেন।
]]>শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
সাভারের আমিনবাজারে ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর সেতুর ফাটল মেরামতের কাজ শেষ হয়েছে। আজ মঙ্গলবার যান চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। সংশ্লিষ্টরা বলছে, এদিন বেলা ১১টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সালেহপুর সেতুর পাশে নতুন করে আরেকটি সেতু নির্মাণকাজের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর আগে সেতুটির গার্ডারে ফাটল দেখা দেওয়ায় এক পাশ দিয়ে যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে সওজ কর্র্তৃপক্ষ। পাশাপাশি সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ভারী যান চলাচলের ওপরও নিষেধাজ্ঞা জারি করে সংশ্লিষ্টরা। এতে ব্যস্ততম ঢাকা-আরিচা মড়াসড়কের একটি লেন বন্ধ করে দেওয়া হয়।
সালেহপুর সেতু সরেজমিন ঘুরে দেখা যায়, ফাটল মেরামত ও সেতুটি যান চলাচলের উপযোগী করে তুলতে দ্রুতগতিতে মেরামতকাজ করে যাচ্ছে সড়ক ও জনপথ কর্র্তৃপক্ষ। জনদুর্ভোগ কমাতে কোনো ধরনের বিরতি ছাড়াই অক্লান্ত পরিশ্রম করে টানা মেরামতকাজ চালানো হচ্ছে বলে জানান সেখানে কর্মরতরা।
গত ১৩ জানুয়ারি ২০২১ রাতে প্রায় ১০০ বছরের পুরনো সালেহপুর সেতুর আটটি বিমের মধ্যে চারটিতে ব্যাপক ফাটল দেখা দেয়। এতে সেতুর এক পাশ দেবে যাওয়ায় সেখান দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় পূর্ব পাশের সেতু বন্ধ করে পশ্চিম পাশের সেতু চালু রাখা হয়। কিন্তু চালু রাখা সেই সেতুটি সরু হওয়ার কারণে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তখন সেতুটি মেরামত করতে তিন সপ্তাহ সময় লাগতে পারে বলে জানানো হয়েছিল।
সাভার হাইওয়ে থানার ওসি সাজ্জাদ করিম খান বলেন, ‘আমিনবাজারের সালেহপুর সেতু দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে। সেতুটির গার্ডারে ফাটল দেখা দেওয়ায় এর একপাশ দিয়ে যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। যে কারণে একটি লেন দিয়েই উভয় পাশের যান চলাচল করানোর জন্য জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে আমরা কাজ করে যাচ্ছি।’
সাভার পরিবহনের বাসচালক আলমগীর হোসেন বলেন, ‘আগে দিনে ৫ থেকে ৬ বারও ঢাকায় যাতায়াত করতাম। কিন্তু সেতুটি ফাটলের কারণে আসা-যাওয়ার পথে দীর্ঘ যানজটের কারণে অনেকটা সময় চলে যাওয়ায় আমাদের আয় কমে গেছে। পাশাপাশি যানজটের কথা চিন্তা করে অনেকেই বিকল্প পথ ব্যবহার করায় যাত্রীও কমে গেছে।’
সড়ক ও জনপথ বিভাগের কল্যাণপুর কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী মো. মারুফ হাসান বলেন, সালেহপুর সেতুটির মেরামতকাজ প্রায় শেষের দিকে। ইতিমধ্যে সেতুটির যেসব স্থানে ফাটল দেখা দিয়েছিল, সেগুলো মেরামত করা হয়েছে। মঙ্গলবার সেতুটির বন্ধ রাখা লেনটি যান চলাচলের জন্য খুলে দেওয়ার পাশাপাশি নতুন একটি সেতু নির্মাণকাজের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
]]>
জিল্লু,সাভার থেকেঃ
সাভারের আশুলিয়ায় সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ ২০২০-২০২১ উপলক্ষ্যে প্রায় শতাধিক শীতার্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (২০ জানুয়ারি) দুপুরে আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে, সেনাপ্রধানের দিক নির্দেশনায় ৯ পদাতিক ডিভিশনের তত্বাবধানে ৪৬ ডিভিশন লোকেটিং ব্যাটারী আর্টিলারির আয়োজনে এসব সামগ্রী বিতরণ করা হয়।
এ আয়োজনের মাধ্যমে সামাজিক দুরত্ব বজায় রেখে শতাধিক অসহায় ও শীতার্ত গরীব এবং দুঃস্থ পরিবারের মাঝে শীত বস্ত্র ও ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। বর্তমানে দেশে করোনা ভাইরাস সংক্রমণ চলমান পরিস্থিতিতে অসহায়, দু:স্থ, গরীব ও নিম্ন আয়ের মানুষকে শীতবস্ত্র বিতরণ ও ত্রাণ সহায়তা কার্যক্রম সর্বস্তরের মানুষের মধ্যে সাড়া ফেলেছে বলে প্রতীয়মান।
এসময় উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল একেএম সাজেদুল ইসলাম এনডিসি, এএফডব্লিউসি, পিএসজি, জি কমান্ডার ৯ আটিলারি ব্রিগেড, ভারপ্রাপ্ত অধিনায়ক ক্যাপ্টেন মো: জায়েদীদ হাসান আবির, ৪৬ ডিভিশন লোকেটিং ব্যাটারী আটবলারিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
]]>