Warning: Creating default object from empty value in /home/sattersangbad24/public_html/wp-content/themes/ProfessionalNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/sattersangbad24/public_html/wp-content/themes/ProfessionalNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php:29) in /home/sattersangbad24/public_html/wp-includes/feed-rss2.php on line 8
প্রধান খবর – Satter Sangbad https://www.sattersangbad24.com Bangla News Paper Wed, 15 Jan 2025 12:54:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.4 সাভার প্রেসক্লাবে ১৩ টি পদে নির্বাচন অনুষ্ঠিত সভাপতি নাজমুল,সম্পাদক জিয়া https://www.sattersangbad24.com/archives/9440 https://www.sattersangbad24.com/archives/9440#respond Wed, 15 Jan 2025 12:48:16 +0000 https://www.sattersangbad24.com/?p=9440 সাত বছর পর কাঙ্খিত সাভার প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি নাজমুল,সম্পাদক জিয়া।মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় সাভার প্রেসক্লাব হলরুমে ভোট গণনা শেষে ফল ঘোষণা করা হয়।দিন ব্যাপী ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক:
সাভার প্রেসক্লাবের দ্বি-বার্ষিকী নির্বাচনে সভাপতি পদে বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ এর সাংবাদিক নাজমুল হুদা এবং সাধারণ সম্পাদক পদে আরটিভির সাংবাদিক জিয়াউর রহমান জিয়া নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় সাভার প্রেসক্লাব হলরুমে ভোট গণনা শেষে ফল ঘোষণা করা হয়। এর আগে দিনভর ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে সকাল ১০টা থেকে বিকাল ৪টা ১৫ মিনিট পর্যন্ত প্রেসক্লাবে ৫৪ জন ভোটার ভোট দেন।

এ সময় সাভার প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার বরুন ভৌমিক নয়ন, নির্বাচন কমিশনার ফিরোজ মাহমুদ ও অরূপ রায়সহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সেলিম আহমেদ উপস্থিত থেকে দ্বায়িত্ব পালন করেন। এ ছাড়া সাভার মডেল থানা পুলিশসহ ঢাকা, সাভার, আশুলিয়া ও ধামরাই, সিংগাইরের সংবাদিকরা উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন পেশাজীবি সংগঠনসহ হাসপাতালের মালিক ও নেতৃস্থানীয় নেতৃবৃন্দ,বিএনপির নেতৃবৃন্দ, জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ, পোশাক কারখানার নেতৃবৃন্দ।

আরো অন্যানয় পদের মধ্যে সহ-সভাপতি পদে বাংলাদেশের খবরের আরিফুর রহমান ও মানবজমিনের হাফিজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে বাংলাট্রিবিউনের নাদিম হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে নিউজ গার্ডেন পত্রিকার সম্পাদক ওমর ফারুক, অর্থ সম্পাদক পদে করতোয়ার এসএম সবুজ, দফতর সম্পাদক পদে আজকালের খবরের এমদাদুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ঢাকা পোস্টের লোটন আচার্য, পাঠাগার বিষয়ক সম্পাদক পদে নয়া দিগন্তের আমানউল্লাহ পাটোয়ারী, কার্যনির্বাহী পদে সমকালের গোবিন্দ আশ্চার্য, জিটিভির আজিম উদ্দিন ও ডেইলি স্টারের আকলাকুর রহমান আকাশ নির্বাচিত হন।

]]>
https://www.sattersangbad24.com/archives/9440/feed 0
ভ্যানের সেই মরদেহগুলো আশুলিয়ার আগুনে পোড়ানো হয়, পুলিশের এমন নিষ্ঠুর আচরণে হতভাগ দেশবাসী https://www.sattersangbad24.com/archives/8450 https://www.sattersangbad24.com/archives/8450#respond Sat, 31 Aug 2024 15:46:18 +0000 https://www.sattersangbad24.com/?p=8450 সত্যেরসংবাদডেক্স:ভ্যানের সেই মরদেহগুলো আগুনে পোড়ানো হয়

ভ্যানে লাশের স্তুপের একটা ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। গা শিউরে উঠা ভিডিওটি ছিল বৈশম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কয়েকজন ব্যক্তির।

ভিডিওতে দেখা যায়, একটা ভ্যানের মধ্যে বস্তার মতো লাশের ওপরে লাশ রাখছে পুলিশ। একজন হাত ধরছেন, অপরজন পা। এরপর লাশের ওপর ছুড়ে রাখছিলেম ভ্যানটি। পুলিশের এমন নিষ্ঠুর আচরণে হতভাগ হয়েছে দেশবাসী। পরে ভিডিওতে দেখা যাওয়া দেয়ালে সাটানো একটি পোস্টার দেখে ভিডিওটির ঘটনাস্থল ঢাকার অদূরে সাভারের আশুলিয়া থানার সামনে বলে জানা যায়।

এদিকে বিষয়টি জানাজানি হলে এঘটনায় নিহত আস-সাবুর নামে এক তরুণের মা রাহেন জান্নাত ফেরদৌস দাবি করেন এই মরদেহগুলো দিয়ে একটি পিকআপে তুলে আগুন দেওয়া হয়।

রাহেন জান্নাত ফেরদৌস বলেন, গত ৫ আগস্ট আন্দোলনকারীরা আশুলিয়া থানায় হামলা চালায়।

ঐসময় পুলিশ তাদের উপর গুলি ছুড়লে কয়েকজন আন্দোলনকারী মারা যায়। পরদিন ৬ আগস্ট সকালে আশুলিয়া থানার সামনে একটি পিকআপে পুড়ে যাওয়া কয়েকজনের লাশের খোঁজ মেলে। আমার ছেলের পুড়ে যাওয়া লাশ ওই পিকআপেই পেয়েছি। আজ ধারণা করছি ভাইরাল হওয়া ভিডিওর লাশ গুলো গুম করার জন্য ওই পিকআপে ভরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।

ইমন নামে আরেক প্রত্যক্ষদর্শী জানান বলেন, সেদিন বিকেল ৪টার দিকে আন্দোলনকারীরা থানার সামনের গলিতে প্রবেশ করলে পুলিশ তাদের ওপর এলোপাথাড়ি গুলি ছোড়ে। এ সময় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে পরে গেলে তাদেরকে পুলিশ থানার সামনে নিয়ে যায়।
সেখানে পুলিশ ভ্যানে লাশগুলো রেখে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। আন্দোলনকারীরা পুলিশের গুলির মুখে পিছু হটে সেসময় থানার সামনে কোনো আন্দোলনকারী ছিল না। গুমের উদ্যেশে পিকআপে পুলিশই আগুন লাগিয়েছে। পরে পুলিশকে সেনাবাহিনী সেনানিবাসে নিয়ে গেলে আন্দোলনকারীরা থানায় প্রবেশ করে হামলা চালায়।

আশুলিয়া থানা সংলগ্ন বাইপাইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোফাজ্জল হোসেনের সাথে কথা বলে জানা যায়, ৫ আগস্ট দুপুরের পর থেকে তারা মসজিদে আসেননি। তবে পরদিন সকালে পুড়ে যাওয়া ছয়টি মরদেহের জানাজা পড়ানো হয় সেখানে।

এদিকে এ বিষয়ে জানতে সেসময়ের আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (সদ্য বদলিকৃত) এএফএম সায়েদের সাথে মোবাইলফোন যোগাযোগের চেষ্টা করে তার ফোনফোনটি বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে ঢাকা জেলা পুলিশ সুপার আহম্মদ মুঈনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, শনিবার সকালে আমি ভিডিওটি দেখেছি। এটি অ্যানালাইসিস করা হচ্ছে। বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি।

]]>
https://www.sattersangbad24.com/archives/8450/feed 0
সাভারে “ফিলিস্তিনের আর্তনাদ” বইয়ের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন অনুষ্ঠিত https://www.sattersangbad24.com/archives/8233 https://www.sattersangbad24.com/archives/8233#respond Wed, 17 Jan 2024 15:18:07 +0000 https://www.sattersangbad24.com/?p=8233 সাভারে “ফিলিস্তিনের আর্তনাদ” বইয়ের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন অনুষ্ঠিত।মোড়ক উন্মোচনের বইটির জন্য সভাটি প্রানবন্ত হয় এবং প্রতিবাদ মূখর বইটিতে লিখা হয়েছে।বইটির মূল্য ধরা হয়েছে ২৭০ এ টাকা ফিলিস্তিনির আর্তনাদ এর মানুষের জন্য অনুদান করা হবে।

শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকে:
বুধবার (১৭) জানুয়ারি সন্ধ্যায় জাবাল-ই নূর দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল, কবি ও লেখক অধ্যক্ষ মুহাম্মদ হোসাইন উদ্দিন এর লিখা তৃতীয় কাব্যগ্রন্থ “ফিলিস্তিনের আর্তনাদ” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান শিমুলতলা এম,কে টাওয়ার কনভেশন হলে অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , এমকে টাওয়ার এবং এমকে গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক
ও সিটিজেন ক্লাবের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান।


মোড়ক উন্মোচনের সভায় সভাপতিত্ব করেন জাবাল-ই-নূর ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও মুহাম্মদাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসা অধ্যক্ষ ড. মোঃ সাইফুল ইসলাম রফিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আশুলিয়া ক্লাব লিমিটেড এর সভাপতি ওসাভার সিটিজেন ক্লাব লিমিটেড নির্বাহী সদস্য এবং আশুলিয়া থানা যুবলীগ নেতা রাজু দেওয়ান।জাবাল-ই-নূর ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল মোঃ আবুল হোসেন,ল্যাব জোন হাসপাতাল (প্রা:) লিঃ ব্যবস্থাপনা পরিচালক ও সাভার সিটিজেন ক্লাব লিমিটেড এর সহ সভাপতি রোটারিয়ান মোঃ ওয়াকিলুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট অব‌ সিএসই
প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ,সাভার মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সাভার সিটিজেন ক্লাব লিমিটেড এর ধর্ম সম্পাদক মোঃ মিরাজুল ইসলাম,সাভার সিটিজেন ক্লাব লিমিটেড এর সেক্রেটারি জেনারেল মোঃ শাখাওয়াত হোসেন।

স্বাগত বক্তব্য বক্তব্য রাখেন জাবাল-ই-নূর দাখিল মাদ্রাসা অধ্যক্ষ ও কাব্যগ্রন্থ “ফিলিস্তিনের আর্তনাদ”লেখক মাওলানা মুহাম্মদ হোসাইন উদ্দিন।

কাব্যগ্রন্থ “ফিলিস্তিনের আর্তনাদ” বইয়ের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচনে শুভেচ্ছা বক্তব্য রাখেন,প্রিন্স এডোকেশন গ্রুপ এর চেয়ারম্যান শাহ্ মোঃ রাসেল উদ্দীন প্রিন্স,জাবাল-ই-নূর আইডিয়াল মাদ্রাসার প্রিন্সিপাল মাসুদ সালাম মাদানী,জাবাল-ই-নূর মডেল মাদ্রাসার প্রিন্সিপাল এডভোকেট মাওলানা মোক্তার হোসেন।জাবাল-ই-নূর দাখিল মাদ্রাসার শিক্ষার্থী
আবদুল্লাহ আল মামুন ও মালিহা পারভেজইসলামী সংগীত পরিবেশন করে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন,আলমগীর ল্যান্ডস কনসালটেন্সি এর চিফ কনসালটেন্ট ও সাভার সিটিজেন ক্লাব লিমিটেড এর আইন সম্পাদক
মুহাম্মদ আলমগীর কবির। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা মডেল মসজিদ এর পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ মারুফ বিল্লাহ প্রমূখ।

মোড়ক উন্মোচনের বইটির জন্য সভাটি প্রানবন্ত হয় এবং প্রতিবাদ মূখর বইটিতে লিখা হয়েছে।
বইটির মূল্য ধরা হয়েছে ২৭০ এ টাকা ফিলিস্তিনির আর্তনাদ এর মানুষের জন্য অনুদান করা হবে।

 

]]>
https://www.sattersangbad24.com/archives/8233/feed 0
সর্যোদয়ের সাথে সাথে লাখো মানুষের শ্রদ্ধায় ফুলে ফুলে ভরে উঠবে জাতীয় স্মৃতিসৌধের শহীদবেদী https://www.sattersangbad24.com/archives/7913 https://www.sattersangbad24.com/archives/7913#respond Sat, 25 Mar 2023 11:13:03 +0000 https://www.sattersangbad24.com/?p=7913 শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার :

রোববার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিবসটির সুচনা লগ্নে সাভার জাতীয় স্মৃতিসৌধের মূল শহীদ বেদী সর্যোদয়ের সাথে সাথে লাখো মানুষের শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে ফুলে ফুলে ভরে উঠবে। সুর্যোদয়ের সঙ্গে-সঙ্গে প্রথমে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন- রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

দিবসটির সুচনা লগ্নে সাভার জাতীয় শহীদ স্মৃতিসৌধে শহীদ বেদীতে ফুল দিয়ে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ সদস্যবৃন্দ, বিদেশি কুটনৈতিকবৃন্দ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন,স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয়সহ নানা শ্রেণি-পেশার মানুষ।
ঢাকার আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত নেতাকর্মীদেরব ব্যানার ফেস্টুন ছেয়ে গেছে।

রবিবার সুর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করার সময় তাঁদের সেখানে দেওয়া হবে তিন বাহিনীর গার্ড অব অনার। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পরে স্মৃতিসৌধ প্রাঙ্গন সর্ব সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে।

ছাব্বিশে মার্চ উপলক্ষে ধোয়া-মোছা ও প্রস্তুতির জন্য জনসাধাণের জন্য প্রবেশ বন্ধ রয়েছে স্মৃতিসৌধে। ইতিমধ্যেই সকল প্রস্তুতির কাজ সম্পন্ন হয়েছে।
স্মৃতিসৌধের ধোয়া-মোছা ও রঙ-তুলির কাজও শেষ হয়েছে। বিভিন্ন ফুলের গাছ সাজানোসহ স্মৃতিসৌধ সাজানো হয়েছে নান্দনিক রূপে। দিবসটি পালনে সব প্রস্ততি সম্পন্ন করেছে সাভার গণপূর্ত বিভাগ।

মাসব্যাপী চলা পরিস্কার পরিচ্ছন্নতাসহ বিভিন্ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে এ কাজে নিয়োজিত শ্রমিকরা জানান, পরিস্কার পরিচ্ছন্নতার কাজ চলেছে মাসব্যাপী। ধোয়া-মোছা ও রং তুলির কাজও শেষ হয়েছে।

সাভার জাতীয় স্মৃতিসৌধের যাবতীয় প্রস্তুতি সম্পন্নের কথা উল্লেখ করে সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান গতকাল বলেন, ’২৬ মার্চ উদযাপনে যাবতীয় প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন হয়েছে।’

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সাভারের সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তিনি বলেন, ‘এদিন ভোরে রাস্তার দুই পাশে দলীয় নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীসহ নেতৃবৃন্দকে স্বাগত জানাতে প্রস্তুত থাকবেন।’

জাতীয় স্মৃতিসৌধসহ এর আশেপাশে চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান। তিনি বলেন, ‘ইতিমধ্যে স্মৃতিসৌধ ও এর আশেপাশের এলাকায় গোয়েন্দা নজরদারী বাড়ানো এবং পুলিশ ওয়াচ টাওয়ার স্থাপনসহ বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হয়েছে। পোশাকে এবং সাদা পোশাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এদিন সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকবেন।

 

]]>
https://www.sattersangbad24.com/archives/7913/feed 0
সাভার পৌর ইমান্দিপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ২ শতাধীক কম্বল বিতরণ (ভিডিও) https://www.sattersangbad24.com/archives/7776 https://www.sattersangbad24.com/archives/7776#respond Thu, 02 Mar 2023 17:15:58 +0000 https://www.sattersangbad24.com/?p=7776 সাভার পৌর ইমান্দিপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ২ শতাধীক কম্বল বিতরণ করলেন দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান এমপি।বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এ কম্বল বিতরণ করা হয়েছে।

শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার:
সাভারে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দুইশতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২) মার্চ সকালে সাভার পৌর সাত নম্বর ওয়ার্ডের ৬ নং ইমান্দিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গরীব ও দুঃখী,প্রতিবন্ধী পুরুষ-মহিলাদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান এমপি। বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর মেয়র ও সাভার পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল গনি,সাভার পৌর প্যানেল মেয়র ও ১নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মানিক মোল্লা,ঢাকা জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন মাসুদ চৌধুরী, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাফিজ উদ্দিন ওসাধারন সম্পাদক মো: ফজল হক,৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী মো: আব্বাস আলী,সাভার পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মো:মমতাজুল হক জনি
। অনেকের মধ্যে আরে উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি মো:উসমান গনি।

গরীব ও দুঃখী,প্রতিবন্ধী পুরুষ-মহিলাদের মাঝে কম্বল বিতরণকালে ছবিটি।

অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র-সহ-সভাপতি ও ঢাকা জেলা বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের উপদেষ্টা মো:হান্নান আলী।

 

]]>
https://www.sattersangbad24.com/archives/7776/feed 0
সাভারে একটি স্মৃতি সংসদের উদ্যোগে গরীব-অসহায় মানুষের মাঝে শতাধীক ঈদ উপহার বিতরণ https://www.sattersangbad24.com/archives/7450 https://www.sattersangbad24.com/archives/7450#respond Sun, 01 May 2022 18:56:57 +0000 https://www.sattersangbad24.com/?p=7450 সাভারে একটি স্মৃতি সংসদের উদ্যোগে গরীব-অসহায় মানুষের মাঝে শতাধীক ঈদ উপহার
বিতরণ করলেন বিশিষ্ট ব্যবসায়ী মানবতার উত্তম ঘোষ

সাভার থেকে, শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদকঃ সাভারে অজিত ঘোষ গুলে দা স্মৃতি সংসদের উদ্যোগে গরীব-অসহায় মানুষের মাঝে শতাধীক ঈদ উপহার

বিতরণ করলেন বিশিষ্ট ব্যবসায়ী মানবতার
উত্তম ঘোষ। রবিবার(১)মে তার নামাবাজার কার্যালয়ে ঈদ উপহার বিতরণ করেন।

সাভার নামা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী উত্তম ঘোষ জানান গরীব অসহায় মানুষে মুখে একটু হাঁসি ফোটাতে এই প্রচেষ্টা এবং ক্ষুদ্র প্রচেষ্টায় মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করতে পেরে আমি নিজেও শান্তি পেয়ে থাকি । তিনি আরো জানান মুসলিম সম্প্রদায়ের লোকরা আমার নিকট শ্রদ্ধাশীল ব্যক্তি আমি সম্মান করে থাকি। ঈদ উপহার সামগ্রী বিতরণ কালে তিনি আরো বলেন সমাজের বিত্তবান লোকরা এগিয়ে আসলে সকলের ঈদ উৎযাপন করে মনের আনন্দ উপভোগ করতে পারবে।

গরীব অসহায় এলাকা পুরুষ – মহিলাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে সাভার পৌর নামাবাজার এলাকার অফিস কার্যালয়ে। শনিবার থেকে রবিবার পর্যন্ত শতাধীক মানুষের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

করোনা কালীন সময়ে হাজার হাজার মানুষকে তিনি খাদ্য সামগ্রী ও স্যানেটারিজ এবং ঔষধ বিতরন করে আসছিলেন।
গরীব-অসহায় মানুষের মাঝে প্রতি বছরই ঈদ উপহার হিসেবে শাড়ী,কাপর-লঙ্গী,পাঞ্জাবি বিতরন করে আসছে বিশিষ্ট ব্যবসায়ী উত্তম ঘোষ। এবার অল্প পরিসরে ঈদ উদযাপন সামগ্রী বিতরণের মাধ্যমে সাথে ঈদ আনন্দ ভাগ করে নিলো সাভারে অজিত ঘোষ গুলে দা স্মৃতি সংসদ।

যারা ঈদ উপহার সামগ্রী পেয়েছেন তারা খুশী সকলেই। তারা কেউ কেউ বলেছেন আমরা গরীব মানুষ দিন আনি দিন খাই মানবতার উত্তম ঘোষের পক্ষে যা পেয়েছি তাই অনেক অনেক খুশি।

 

]]>
https://www.sattersangbad24.com/archives/7450/feed 0
টানা শেয়ারবাজার ধস হওয়ায় চরম আতঙ্ক সাভারের সাধারন বিনিয়োগকারীরা https://www.sattersangbad24.com/archives/7410 https://www.sattersangbad24.com/archives/7410#respond Mon, 07 Mar 2022 10:33:10 +0000 https://www.sattersangbad24.com/?p=7410 প্রতিদিন শেয়ারবাজার ধস হওয়ায় চরম আতঙ্ক সাভারের সাধারন বিনিয়োগকারীরা

শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদকঃ
গত ১৫ কার্যদিবসে দেশের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন চলছে।গত ১৪ ফেব্রয়ারি যার সূচক ছিল ৭০১২০ কমতে কমতে ৬৪৫৬ পয়েন্ট পৌঁছায়। ১৫ তম কার্য দিবসে ৬৭০ পয়েন্ট সূচক কমে যায়। লাগামহীনভাবে সূচক এবং শেয়ারদর কমতে থাকায় সাধারন শেয়ারবাজার বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স সোমবার ১৮৪ পয়েন্ট কমে যায় যা চলতি বছরের মধ্যে এখন পর্যন্ত এটিই দ্বিতীয় সর্বোচ্চ দরপতন।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ইউক্রেন- রাশিয়ার হামলার খবর ছড়িয়ে পড়ার পর থেকে শেয়ারবাজারের দ্রুত সূচকের পতন ঘটতে থাকে। বিনিয়োগকারীদের মধ্যে বিক্রির চাপ বেড়ে যাওয়ায় এ পতন সম্মূখীন।
ইউক্রেন- রাশিয়ার হামলার কারনেও বিশ্ব শেয়ারবাজারে নিম্নগামী প্রবনতা চলছে এবং বাংলাদেশের শেয়ারবাজারে এর প্রবনতা শুরু হয়।

সর্বশেষ এ বছরের ১৪ ফেব্রয়ারি ডিএসইতে সর্বোচ্চ হাজার কোটি টাকার বেশি লেনদেন হলেও পরবর্তী দিবগুলোতো সর্বনিম্ন লেন হতে থাকে।
গতকাল (৭)মার্চ সোমবার ১৮৪ পয়েন্ট সূচক কমে ৬৪৫৬ সূচক দাঁড়ায়।সোমবার দিন ৭৪০ কোটি টাকার লেনদেন হয়।

দরপতনের কারণে ব্রোকার হাউজে বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমে গেছে। গত বছরের মার্চে মাসে শেয়ারদর সূচকের এতটা পতন আর কখনও হয়নি।
অনেক শেয়ারের দাম ১৫ থেকে ৩০ শতাংশের বেশি কমে যাওয়ায় বেশি রিক্সে রয়েছেন ঋণ করে যাঁরা বিনিয়োগ করেছেন তাঁরা। মার্জিন
ঋণগ্রস্ত বিনিয়োগকারীরা লোকসানে শেয়ার বিক্রির চাপ হলে তাতে পুঁজি হারানোর ভয়ে রয়েছেন। সূচক নিম্নগামী হওয়ায় সাথে শেয়ারদর কমায় বিনিয়োগকারীরা প্রতিদিনের লেনদেনে অংশ নিতে পারছেন না ।

এদিকে সাভারে ব্রোকার হাইজের এক বিনোয়োগকারী কয়েক হাজার বিএসসির শেয়ার ক্রয় করা থাকলেও আতঙ্কে তিনি গতকাল ও আজ ৪০ টাকা কমে প্রতিটি শেয়ার বিক্রি করে দিয়েছেন। এতে করে কয়েক লক্ষ টাকা লোকসানে পড়েছেন তিনি।এমন করে শেয়ারবাজার নিম্মগামীদর হওয়ায় ক্রয় না করে অনেক বিনিয়োগ কারী শেয়ার বিক্রি করে দিচ্ছেন বলে জানা যায়।

এদিকে সাভার শাখার স্কয়ার সিকিউরিটি ব্রোকার হাউজের কর্মকর্তা আল-আমিন বলেন সূচক ও শেয়ারদর নিম্নগামী হওয়ায় হাউজের বিনিয়োগকারীদের মধ্য চরম আতঙ্ক বিরাজ করছে, প্রতিদিন ক্লাইন্ড প্রশ্ন করছে আগামীতে বাজার আরো নিম্নগামী হবে কিনা? এইভাবে অব্যাহত থাকলে হয়তো পথে নামতে হবে। এই প্রশ্নের উত্তরে তিনি শেয়ার বিনিয়োগকারীদের বলে দিচ্ছেন বাজার আবার একসময় ঘুরে দাঁড়াবে আতঙ্ক হয়ে শেয়ার ছাড়ার প্রয়োজন নেই। একসময় লাভের মুখ দেখবেন।

]]>
https://www.sattersangbad24.com/archives/7410/feed 0
সাভারের আশুলিয়া থানা ৪ টি ইউনিয়নে ৬ আ’লীগ বিদ্রোহী প্রার্থীকে সংগঠনের পদ থেকে বহিষ্কার https://www.sattersangbad24.com/archives/7355 https://www.sattersangbad24.com/archives/7355#respond Tue, 21 Dec 2021 11:04:41 +0000 https://www.sattersangbad24.com/?p=7355 সাভারের আশুলিয়া থানা ৪ টি ইউনিয়নে ৬ আ’লীগ বিদ্রোহী প্রার্থীকে সংগঠনের পদ থেকে বহিষ্কার

শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
সাভারের আশুলিয়া থানা ৪ টি ইউনিয়নে ৬ আ’লীগ বিদ্রোহী প্রার্থীকে সংগঠনের পদ থেকে বহিষ্কারের সুপারিশ।
সাভারের আশুলিয়া থানা ৪ টি ইউনিয়ন নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ছয় নেতাকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করেছে থানা আওয়ামী লীগ।

সোমবার (২০ ডিসেম্বর) রাতে আশুলিয়ার পল্লিবিদ্যুৎ এলাকায় বৈঠক শেষে বহিষ্কারের সুপারিশের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন।

যাদেরকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে তারা হলেন- পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম
ও শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য হেলাল উদ্দিন, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাইদুর মাস্টার, আশুলিয়া থানা যুবলীগের সদস্য সজীব, আশুলিয়া থানা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ।

তিনি বলেন, ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী থাকা সত্ত্বেও বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাদের পদ থেকে বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে।
জেলা কমিটির মাধ্যমে সুপারিশটি কেন্দ্রীয় কার্যালয়ে পাঠিয়েছি।

]]>
https://www.sattersangbad24.com/archives/7355/feed 0
জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন করবেন জাতীয় স্মৃতিসৌধে,ফুলে ফুল ভরে উঠবে শহীদ বেদী https://www.sattersangbad24.com/archives/7343 https://www.sattersangbad24.com/archives/7343#respond Wed, 15 Dec 2021 12:16:03 +0000 https://www.sattersangbad24.com/?p=7343 জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন করবেন জাতীয় স্মৃতিসৌধে,ফুলে ফুল ভরে উঠবে শহীদ বেদী

শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
সর্য উঠার সাথে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন করবেন জাতীয় স্মৃতিসৌধে।ফুলে ফুল ভরে উঠবে শহীদ বেদী। বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। জাতির শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। এরই মধ্যে পুরো স্মৃতিসৌধ এলাকা ধুয়ে-মুছে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। সেইসঙ্গে জোরদার করা হয়েছে ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থা।

অনশন করে স্বামীর বাড়ি গিয়ে নির্যাতনের শিকার
বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ইউজিসি’র শ্রদ্ধা নিবেদন
বুদ্ধিজীবী কবরস্থানে সর্ব সাধারণের শ্রদ্ধা
১৬ ডিসেম্বর ভোরের সূর্য ওঠার সাথে সাথে সাভার জাতীয় স্মৃতিসৌধে নাম না জানা লাখো শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রীপরিষদ সদস্য, কূটনৈতিক কোরের ডিন ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাগণ। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে দেয়া হবে তিন বাহিনীর গার্ড অব অনার।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পরে জনসাধারণের জন্য স্মৃতিসৌধ খুলে দেয়া হবে। পরে সেখানে শ্রদ্ধা জানাবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।

জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, বাহারি ফুলের সমারোহে সাজিয়ে তোলা হয়েছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। ধুয়ে-মুছে পুরো এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। লাল ইটে সাদা রঙের ছোঁয়া শুভ্রতা ছড়াচ্ছে। বিভিন্ন স্থানে লাল টবে শোভা পাচ্ছে বাহারি ফুল গাছ। লেকের পানিতে নতুন করে রোপণ করা হয়েছে লাল শাপলা। এছাড়া স্মৃতিসৌধ এলাকার সড়কগুলোতে বাহারি রঙের বাতি দিয়ে সাজানো হয়েছে। একইসঙ্গে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে চারদিক সিসিটিভির আওতায় আনা হয়েছে।

মহান বিজয় দিবস উপলক্ষে দুই সপ্তাহ ধরে শতাধিক পরিচ্ছন্নতা-কর্মী কাজ করছেন স্মৃতির এ মিনার ধোয়া-মোছা আর সাজ-সজ্জায়। লাল-সবুজ ফুলের সমারোহে ছোট ছোট বাগানগুলোকে সাজানো হয়েছে অপরূপ সাজে। চত্বরের সিঁড়ি ও নানা স্থাপনায় লেগেছে রঙ-তুলির আঁচড়।

সাভার জাতীয় শহীদ স্মৃতি সৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, এবার বিজয় দিবস উদযাপনে স্মৃতিসৌধকে দৃষ্টিনন্দন করা হয়েছে। নতুন নতুন ফুলের চারা রোপণ করা হয়েছে। এক মাস নিরলস পরিশ্রম করে সৌন্দর্যবর্ধনের সকল কাজ সমাপ্ত করা হয়েছে।

এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফি জানান, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এবার সাভার জাতীয় স্মৃতিসৌধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। নির্মাণ করা হয়েছে ওয়াচটাওয়ার। সাদা পোশাকে নিরাপত্তার দায়িত্বে থাকবে পুলিশ ও গোয়েন্দা। জাতীয় স্মৃতিসৌধে লাখো শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা সকলের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি র‍্যাব ও সেনাবাহিনী দায়িত্ব পালন করবে।

বিজয়ের সুবর্ণজয়ন্তীতে লাখো শহীদের আত্মত্যাগকে বুকে ধারন করে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ আরও এগিয়ে যাবে এমনটিই প্রত্যাশা সকলের।

]]>
https://www.sattersangbad24.com/archives/7343/feed 0
সাভার তুরাগ নদে ট্রলার ডুবি উদ্ধার ৫,নিখোঁজ আরো ২ https://www.sattersangbad24.com/archives/7234 https://www.sattersangbad24.com/archives/7234#respond Sat, 09 Oct 2021 16:52:15 +0000 https://www.sattersangbad.com/?p=7234 সাভার তুরাগ নদে ট্রলার ডুবি উদ্ধার ৫,নিখোঁজ আরো ২

শেখ এ কে আজাদ,রফিকুল ইসলাম জিল্লুঃ সাভার থেকেঃ
ঢাকার সাভারের আমিন বাজারের তুরাগ নদে বালুভর্তি বাল্কহেডের ধাক্কায় ইঞ্জিঞ্চালিত নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ শিশুসহ ৫ মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শিশুসহ ৪ জন এখনো নিখোঁজ রয়েছেন। উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।

সাভারে উপজেলায় বিভিন্ন এলাকা ভিত্তিক জরুরি ভাবে ক্ষুদ্র বিনিয়োগের মাধ্যমে উদ্যোগতা প্রয়োজন। ঝুঁকিহীনভাবে ব্যবসায় আপনাকে নিয়ে যাবে সাফল্যর শীর্ষে।
সরাসরি সিলেটের শীর্ষ স্থানীয় চা পাতার মধ্য গ্রীন লেভেল টির সকল প্যাকেট ও টি ব্যাগ,বিটি২ পাইকারি মূল্যে সরাসরি সেলস ডিস্ট্রিবিউট করা হচ্ছে এখন সাভারে। আপনার এলাকায় কাজ করতে আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করুনঃ (MCATC), সাভার,ঢাকা।০১৬৭৩০৮৬৮১৪।


শনিবার(৯ অক্টোবর) ভোর সাড়ে ৫ টার দিকে সাভারে আমিনবাজার তুরাগ নদে ইঞ্জিনচালিত নৌকা কেবলার চর থেকে গাবতলীর দ্বীপনগর পাড়ে যাওয়া সময় নদীর মাঝপথে উভয় দিক থেকে দুই বালুভর্তি কার্গো যাত্রীবাহী ট্রলার ওপর উঠে যায়। এসময় ট্রলার থেকে কেউ কেউ সাঁতরে তীরে পৌছালেও ৫ শিশু ও দুই নারী নিখোঁজ হন।

বড়দেশী এলাকার নারী চমক জান হারিয়েছেন দুই মেয়ে ও ৩ নাতিকে। তিনি বলেন, তার মেয়েরা হলেন সোয়ালা(২০, রুপায়ন(২৪)। ৩ নাতি হল জেসমিন(২), আরমান(৫) ও ইমরান(৪)। চমক জানের মেয়েরা নদীর পাশে কয়লা লোড আনলোডের শ্রমিক হিসেবে কাজ করত।

বড়দেশী এলাকার শ্রমিক রুপায়ানা ও হোসাইন দম্পতি আজকের পত্রিকাকে বলেন, তারা ছিলেন নৌকায়। তাদের নিখোঁজ দুই মেয়ে হল ফারহা মনি(৫), আলমিনা(৮)। দেড় বছরের টুম্পাকে সাথে নিয়ে সাঁতরে উঠতে পেরেছিলেন রুপায়ন।

ফায়ার সার্ভিস জানান, যাত্রীবাহি ট্রলারটিতে শিশুসহ মোট ১৮ জন যাত্রী ছিলেন। তারা সবাই দিনমজুর শ্রমিক। ট্রলার ডুবে গেলে ১১ জন সাতঁরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় ৭ জন। খবর পেয়ে সাভার ও হেডকোয়ার্টার ফায়ার সার্ভিসসহ একাধিক ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করছে। পাশাপাশি সাভার থানা ও নৌ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর মাহফুজুর রহমান বলেন, নিখোঁজ ৪ শিশুসহ ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

জানা যায় নিখোঁজরা মূলত সিলেটের বাসিন্দা। কয়লার কাজ চলাকালীন সময়ে তারা সিলেট থেকে এই এলাকায় এসে কাজ করত। সকলেই আমিনবাজার ইউনিয়নের বড়দেশী গ্রামে ভাড়া থাকত।

নৌকা ডুবির নিহত প্রত্যেকের লাশ দাফনের জন্য ২০ টাকার অনুদান ঘোষনাঃ-

গাবতলীর তুরাগ নদীতে নৌকা ডুবির ঘটনায় নিহত প্রত্যেকের মৃতদেহ দাফন করার হন্য ২০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষনা দিয়েছেন জেলা প্রশাষক। বিষয়টি নিশ্চিত করেছেন ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয় এর প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তিনি বলেন, নৌকা ডুবির ঘটনায় নিহতদের প্রত্যেকের মরদেহ দাফনে ২০ হাজার টাকা অনুদান দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মজিহারুল ইসলাম বলেন, প্রতিমন্ত্রীর নির্দেশে ঢাকা জেলা প্রশাষকের মাধ্যমে নিহত প্রত্যেক সদস্যের জনের কাছে মৃতদেহ দাফনের জন্য ২০ হাজার টাকা অনুদান দেওয়া ঘোষনা করা হয়েছে।

 

]]>
https://www.sattersangbad24.com/archives/7234/feed 0