শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার :সাভার প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে,
রবিবার সন্ধ্যায় সাভার প্রেসক্লাবের সামনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ, সাভার পৌরসভার সাবেক মেয়র রেফাত উল্লাহ,সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিনি আক্তারসহ
বিভিন্ন মিডিয়ায় কর্মরত গনমাধ্যম কর্মীরা,
এ সময় অতিথিরা গনমাধ্যম কে, সৎ ও সাহসী হয়ে স্বাধীন ভাবে কাজ করে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান তার পাশাপাশি গনমাধ্যমের পাশে থেকে সমাজে সৃষ্ট নানা ধরনের সমস্যা সমাধান করতে ভূমিকা পালন করবে বলে জানান তারা
এ সময় প্রধান অতিথি নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান, সাংবাদিকদের নিরপেক্ষ থেকে বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশ করে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা পালন করার আহ্বান জানান।
]]>
শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক:
সাভার প্রেসক্লাবের দ্বি-বার্ষিকী নির্বাচনে সভাপতি পদে বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ এর সাংবাদিক নাজমুল হুদা এবং সাধারণ সম্পাদক পদে আরটিভির সাংবাদিক জিয়াউর রহমান জিয়া নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় সাভার প্রেসক্লাব হলরুমে ভোট গণনা শেষে ফল ঘোষণা করা হয়। এর আগে দিনভর ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে সকাল ১০টা থেকে বিকাল ৪টা ১৫ মিনিট পর্যন্ত প্রেসক্লাবে ৫৪ জন ভোটার ভোট দেন।
এ সময় সাভার প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার বরুন ভৌমিক নয়ন, নির্বাচন কমিশনার ফিরোজ মাহমুদ ও অরূপ রায়সহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সেলিম আহমেদ উপস্থিত থেকে দ্বায়িত্ব পালন করেন। এ ছাড়া সাভার মডেল থানা পুলিশসহ ঢাকা, সাভার, আশুলিয়া ও ধামরাই, সিংগাইরের সংবাদিকরা উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন পেশাজীবি সংগঠনসহ হাসপাতালের মালিক ও নেতৃস্থানীয় নেতৃবৃন্দ,বিএনপির নেতৃবৃন্দ, জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ, পোশাক কারখানার নেতৃবৃন্দ।
আরো অন্যানয় পদের মধ্যে সহ-সভাপতি পদে বাংলাদেশের খবরের আরিফুর রহমান ও মানবজমিনের হাফিজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে বাংলাট্রিবিউনের নাদিম হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে নিউজ গার্ডেন পত্রিকার সম্পাদক ওমর ফারুক, অর্থ সম্পাদক পদে করতোয়ার এসএম সবুজ, দফতর সম্পাদক পদে আজকালের খবরের এমদাদুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ঢাকা পোস্টের লোটন আচার্য, পাঠাগার বিষয়ক সম্পাদক পদে নয়া দিগন্তের আমানউল্লাহ পাটোয়ারী, কার্যনির্বাহী পদে সমকালের গোবিন্দ আশ্চার্য, জিটিভির আজিম উদ্দিন ও ডেইলি স্টারের আকলাকুর রহমান আকাশ নির্বাচিত হন।
]]>গত ১৯ মার্চ হ্যা না ভোটের মাধ্যমে আহবায়ক কমিটির মাধ্যমে সদস্যদের মাধ্যমে একটি নব-নির্বাচিত কমিটি গঠন করা হয়। দীর্ঘ প্রায় দু- বছর পর ক্লাবটিতে সূর্য উদয়ের মত দিনের আলোতে সাংবাদিকদের পাদচারণে
প্রান ফিরে পায় ক্লাবটি। সদস্যপদ বৃদ্ধির জন্য একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সদস্যপদ আহবান করে নতুন কার্যকরী কমিটি। বর্তমানে কমিটিও বিলুপ্ত ঘোষনা দিয়েছেন তিনি।
-নিম্নে হুবহুব তুলে ধরা হলো তার ফেসবুকে প্রেস বিজ্ঞপ্তির ষ্ট্যাটাসটি!
*** এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,গত ৬ এপ্রিল, ২০২৩ ইং তারিখে সাভার প্রেসক্লাবের ইফতার মাহফিলে সকল সাংবাদিক ও শুভাকাঙ্খিদের উপস্থিতে দেওয়া ঘোষনা অনুযায়ী আমি আমার প্রেসক্লাবের সকল কার্যক্রম বন্ধ করেছি। পরবর্তিতে সকল পক্ষের অংশ গ্রহনে একটি সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে অদ্য ০৭/০৪/২০২৩ ইং তারিখে আমার বর্তমান নির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষনা করলাম।
সাভার প্রেসক্লাবের বিভিন্ন উন্নয়ন ও সমাজসেবার কর্মকান্ডে স্থানীয় সাংবাদিকদের নিয়ে ১৯৮৬ইং সাল থেকে কর্মকান্ড চালিয়ে আসছে। বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সংগঠনের কার্য্যক্রম বৃদ্ধিসহ সদস্য সংখ্যা আশানুরুপভাবে বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় সংগঠনের নির্বাচন, গঠনতন্ত্র ও সদস্য তালিকাভুক্তিকরন ও নবায়ন কর্মকান্ডসহ বিভিন্ন কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে জবাবদিহীতা ও স্বচ্ছতা নিশ্চিত করনে সাভার প্রেসক্লাবটি নিবন্ধন হওয়া অতীব জরুরী হয়ে পড়েছে। সে লক্ষ্যে ইতি মধ্যেই সাভার প্রেসক্লাবের নিবন্ধনের জন্য বিগত ০৪/০৪/২০২৩ ইং তারিখে সমাজ সেবা অধিদপ্তরে একটি আবেদন করেছি। সাভার প্রেসক্লাবটি নিবন্ধনের মাধ্যমে এর গঠনতন্ত্র ও সদস্য তালিকা নবায়ন করার মধ্য দিয়ে পরবর্তিতে সকল সাংবাদিকদের অংশ গ্রহনে একটি গ্রহনযোগ্য নির্বাচনের জন্য সবাইকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি।
জাভেদ মোস্তফা, সাবেক সভাপতি, সাভার প্রেসক্লাব,ঢাকা-১৩৪০
০৭.০৩.২৩ ইং।
]]>শেখ এ কে আজাদ, প্রতিবেদক,সাভার :
সাভার প্রেসক্লাবের উদ্যোগে ইফতার দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
সাভার প্রেসক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার (৬ এপ্রিল)
ইফতার দোয়া মাহফিল আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এসময় সাভার প্রেসক্লাব সভাপতি জাভেদ মোস্তাফা বক্তব্য রাখছেন।
ছবি:-সত্যের সংবাদ।
সাভার প্রেসক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার (৬ এপ্রিল)
ইফতার দোয়া মাহফিল আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এসময় সাভার প্রেসক্লাব সাধারণ সম্পাদক রুপোকুর রহমান বক্তব্য রাখছেন।
ছব-সত্যের সংবাদ।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) সাভার থানা রোডের মামুন পার্টি প্যালেস এন্ড কমিউনিটি সেন্টার’এ ইফতার দোয়া মাহফিল ও আলোচনাসভায় সাভার প্রেসক্লাব সভাপতি জাভেদ মোস্তাফার সভাপতিত্বে ও সাধারন সস্পাদক রুপোকুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সাভার পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মেহেদী ইকবাল, অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার মঞ্জিল হোসেন, কাউন্সিলর ডারফিন আক্তার,মিরপুর প্রেসক্লাবের সভাপতি এম এন জামান কামাল,সাভার পৌর জাতীয় যুব সংহতি সভাপতি ও ইসলামী শিক্ষা সহায়ক সংস্থা . সাভার’এর মহাসচিব মো. হাবিবুর রহমান,ল্যাব জোন হসপিটাল এর ব্যবস্থাপনা পরিচালক ওয়াকিলুর রহমান আরো অনেকে।
এসময় সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন, প্রেসক্লাব সকলের জন্য উন্মুক্ত কিন্তু একটি কুচক্রী মহল রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব দখল হয়েছে এমন ধোয়া তুলে অপপ্রচারে লিপ্ত রয়েছে যা কোনভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা আরো বলেন, গণমাধ্যম কর্মীদের অধিকার আদায়ের প্লাটফর্ম হলো প্রেসক্লাব। এ প্রেসক্লাব নিয়ে কোন ষড়যন্ত্র হলে সম্মিলনেভাবে তা মোকাবেলা করতে হবে ।
এই সময় আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক নেতা শাহীন আলম চৌধুরী, সাভার প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি গোলাম পারভেজ মুন্না, মুখলেছুর রহমান ইলিয়াছ শাহী, যুগ্ন সাধারণ সম্পাদক সঞ্জীব সাহা, সাংগঠনিক সম্পাদক ফাহাদ ই আজম, কোষাধ্যক্ষ সেলিম আহমেদ সহ ক্লাবের সাংবাদিকবৃন্দ এবং সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে কর্মরত গণমাধ্যমকর্মী, রাজনীতিবিদ, ব্যবসায়ী ,পেশাজীবি, চিকিৎসক,শিক্ষাবিদ, আইনজীবি ও আলেম ওলামা। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা নুরুল ইসলাম।
শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকে:
সত্য সংবাদ প্রচার করায় সময় টিভির বার্তাপ্রধান মুজতবা দানিশ এর বিরুদ্ধে হয়রানি মূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
শনিবার দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়া প্রেসক্লাব চত্তরে এ মানব বন্ধনে নেতৃত্ব দেন আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি ও সময় টেলিভিশনের ঢাকা ব্যুরোর সাংবাদিক মোজাফফর হোসেন জয়।
মাবনবন্ধনে সাংবাদিকগন অনতিবিলম্বে মুজতবা দানিশ এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবী জানান।
এ সময় অরো বক্তব্য রাখেন আশুলিয়া প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক এশিয়া টেলিভিশনের সাংবাদিক জহিরুল ইসলাম লিটন, যমুনা টিভির মাহফুজুর রহমান নিপু, চ্যানেল ২৪ এর অপুওহাব, আর টিভি ও সাভার টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া সহ আরো প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।।
]]>
সত্যেরসংবাদডেক্স : সাভার প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ফুলকির সম্পাদক নাজমুস সাকিবের বাবা আলহাজ্ব আবুল কাশেম ভূঁইয়া বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিলাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৫ বছর। তিনি প্রাথমিক বিদ্যালয়ের (অবসর প্রাপ্ত) প্রধান শিক্ষক ছিলেন।
আজ সোমবার (০৬-০৯-২০২১) বেলা ৩টার দিকে তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। আজ বাদ এশা সাভারের স্মরণিকা আবাসিক এলাকার বাইতুল জান্নাত জামে মসজিদে তাঁর প্রথম জানাযা নামায এবং আগামীকাল মঙ্গলবার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কয়ারিয়া ঈদগাহ জামে মসজিদে বাদ ফজর দ্বিতীয় জানাজা নামায এবং ঐদিনই সকাল সাড়ে ৭টায় সাহেবরামপুরে নিজ বাড়ির মসজিদে তৃতীয় জানাজা নামায অনুষ্ঠিত হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন। মরহুমের বড় ছেলে দৈনিক ফূলকির সম্পাদক ও সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুস সাকিব, মেজ ছেলে বাংলাভিশন টিভি’র সাভার প্রতিনিধি নজমুল হুদা শাহীন এবং ছোট ছেলে ট্রাভেল এজেন্সি ব্যবসায়ি নাজমুল আহসান হামীম । তার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে মরহুমের রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করেছেন।
দৈনিক এশিয়ার নিজস্ব প্রতিনিধি ও অপরাধ ডটকমের সাভার (ঢাকা) প্রতিনিধি এবং সাভার ফ্রেন্ডস সোস্যাল ক্লাবের সভাপতি সাংবাদিক শামীম হোসেনের মা ছফুরা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি বার্ধক্যজনিত কারণে অসুস্থ অবস্থায় মঙ্গলবার দুপুর ১.৩০ মিনিটে সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর জামসিং এলাকায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৫৫) বছর। তিনি ডায়াবেটিকস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। সোমবার বাদ এশা উত্তর জামসিং সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মৃত্যুকালে ছেলে, নাতি, নাতনি ও ছেলের বউ এবং বিভিন্ন আত্মীয়-স্বজন শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
এর পূর্বে তার পিতা বার্ধক্যজনিত ইন্তেকাল করেছেন।
তার মৃত্যুতে সাংবাদিক শামীম হোসেন তার মায়ের মৃত্যুতে সকলের কাছে মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন।
]]>হবিগঞ্জ প্রতিনিধি:
দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশ করায় হবিগঞ্জে চার সাংবাদিকের নামে এক ইউপি চেয়াম্যানের ২০ কোটি টাকা মানহানি মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে অলিপুর শিল্পাঞ্চল প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীরা। ২৯ অক্টোবর বৃহস্পতিবার দুপরে শায়েস্তাগঞ্জ উপজেলার শিল্পনগর অলিপুরে এ মানববন্ধন অনুষ্টিত হয়।
অলিপুর শিল্পাঞ্চল প্রেসক্লাবের সহ-সভাপতি সুশীল চন্দ্র দাসের সভাপতিত্বে ও এইচ আর রুবেলের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন এম মামুন খান কিবরিয়া, শাহাদাত ইসলাম মামুন, ফয়সাল আহমেদ পলাশ, আব্দুল মতিন সুজন, এম রাকিব উদ্দিন লস্কর, আব্দুর রহিম সবুজ, রিপন আহমেদ, নুরুল আমীন, জাহাঙ্গীর আলম রাজ, সিপন মিয়া, শাকিল, আবদাল, সুমন, জিতু, সুমন সরকার, অজিত সরকার, সৈয়দ অহিদুল ইসলাম, সুনীল দেবনাথসহ স্থানীয় ব্যাক্তিবর্গ। মানববন্ধনে চার সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানি মূলক মিথ্যে মামলার তীব্র নিন্দাসহ অবিলম্বে প্রত্যাহারে জোর দাবি জানান বক্তারা।
উল্লেখ্য, হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক প্রভাকর দুর্নীতি ও অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করলে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউপি চেয়ারম্যান সাহাবউদ্দিন আহম্মদ ঝাড়– মিয়া গত ১৪ সেপ্টেম্বর হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে পত্রিকার সম্পাদকসহ চার সাংবাদিকের নামে ১০টাকা ফি দিয়ে ২০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন।
]]>শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
সাভারের আশুলিয়া প্রেসক্লাব চত্বরে পর দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর আগে ২৩ সেপ্টেম্বর আশুলিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোজাফফর হোসাইন জয়কে বোমা মেরে হত্যার হুমকি প্রদান করে মানিক নামের এক ব্যক্তি।চার দিনের মাথায় এ ঘটনা ঘটলো।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় আশুলিয়া প্রেসক্লাবে ১৫ থেকে ২০ জন সাংবাদিক আলাপচারিতার সময় এই ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
প্রেসক্লাবে থাকা সাকিল ও তনয় নামের ক্যামেরাম্যান জানান, আমরা প্রেসক্লাবে কেরাম খেলছিলাম হঠাৎ পরপর দুইবার বিকট আওয়াজ হয়। পরক্ষণেই ধোয়ায় অন্ধকার হয়ে যায় পুরো প্রেসক্লাব চত্বর। পরে বাহিরে এসে ধোয়া কমে যাওয়ার পর পুরনো সংবাদের কাগজে কালো স্কসটেপ দিয়ে মোড়ানো বোমা সাদৃশ্য বস্তু দেখা য়ায়। এর চারপাশে স্প্রিন্টার ছড়িয়ে পড়েছে বলেও জানান তারা।
যমুনা টিভির জেলা প্রতিনিধি (সাভার) মাহফুজুর রহমান নিপু জানান, আমরা মনে করছি অবশ্যই এটি পরিকল্পিত। প্রেসক্লাবের সিসি ক্যামেরা আকাশের দিকে উল্টানো ছিল।
এব্যাপারে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, প্রেসক্লাবে দুটি ককটেল সাদৃশ্য বস্তু বিস্ফোরণ হয়েছে। পরপর দুটি বিকট শব্দ হয়েছে। তদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছে না।
প্রসঙ্গত, ২৩ সেপ্টেম্বর) সাংবাদিক মোজাফফর হোসেন জয়কে হুমকি প্রদান করে মানিক নামের এক ব্যক্তি। পরে এদিনই আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি করেন সময় টেলিভিশনের ঢাকা জেলা সাব-ব্যুরো প্রতিনিধি মোজাফফর হোসাইন জয়।
]]>
দুর্নীতি দমন কমিশন আইনের ২৭ (১) ধারায় দায়ের করা মামলাটির এজাহারে বলা হয়, তৌফিক ইমরোজ খালিদী চারটি ব্যাংকের বিভিন্ন হিসাবে ৪২ কোটি টাকা জমা রেখেছেন।
অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে দেওয়া হাইকোর্টের আগাম জামিন আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।
হাইকোর্টের আগাম জামিন আদেশ স্থগিত চেয়ে লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) ওপর আগামী ২১ সেপ্টেম্বর প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য দিন নির্ধারণ করেন বিচারপতি নূরুজ্জামানের ভার্চুয়াল চেম্বার জজ আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ওপর শুনানি করে বৃহস্পতিবার চেম্বার জজ আদালত এই আদেশ দেন।
আদালতে দুদকের আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। অন্যদিকে, তৌফিক ইমরোজ খালিদীর পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল মতিন খসরু ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন।
এর আগে, গত ২৬ আগস্ট বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই মামলায় খালিদীকে আট সপ্তাহের আগাম জামিন দেন।
আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ‘চেম্বার বিচারপতি জামিনের মেয়াদ জানতে চাইলে আমি বলেছি ২৬ অক্টোবর পর্যন্ত। কেন লিভটু আপিল করেছি এবং কেন দেরিতে আবেদন করেছি এ বিষয়ে বলেছি, আবেদনটি পরদিনই ফাইল করেছিলাম। কিন্তু আদেশের সত্যায়িত অনুলিপি পেতে দেরি হয়েছে। তখন বিচারপতি বলেছেন, ২১ সেপ্টেম্বর ফুলকোর্টে শুনবেন।’
গত ৩০ জুলাই এই মামলা দায়ের করে দুদক। ২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইনের ২৭ (১) ধারায় দায়ের করা মামলাটির এজাহারে বলা হয়, তৌফিক ইমরোজ খালিদী চারটি ব্যাংকের বিভিন্ন হিসাবে ৪২ কোটি টাকা জমা রেখেছেন।
ভুয়া কাগজপত্র সৃষ্টি করে অবৈধ প্রক্রিয়ায় প্রতারণার মাধ্যমে তিনি ওই টাকা অর্জন করেছেন বলে অভিযোগ করা হয়েছে মামলায়।
ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ ইমরুল কায়েশ এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ অক্টোবর দিন রেখেছেন। এর আগে গত ২৬ আগস্ট সে আবেদন মঞ্জুর করে হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ আট সপ্তাহের আগাম জামিন দেন।
চলতি সপ্তাহে এ জামিন আদেশের সত্যায়িত অনুলিপি পাওয়ার পরই আপিলের অনুমতি চেয়ে আবেদন করে দুদক; যেখানে হাইকোর্টের দেওয়া জামিন বাতিল চাওয়া হয়েছে।
]]>