Warning: Creating default object from empty value in /home/sattersangbad24/public_html/wp-content/themes/ProfessionalNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/sattersangbad24/public_html/wp-content/themes/ProfessionalNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php:29) in /home/sattersangbad24/public_html/wp-includes/feed-rss2.php on line 8
লাইফস্টাইল – Satter Sangbad https://www.sattersangbad24.com Bangla News Paper Wed, 19 Apr 2023 10:15:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.4 সাভারে পৌর চার নম্বর ওয়ার্ডে ঈদপূর্বমূহুর্তে টিসিবির পন্য বিতরন কার্যক্রম https://www.sattersangbad24.com/archives/7977 https://www.sattersangbad24.com/archives/7977#respond Wed, 19 Apr 2023 10:15:00 +0000 https://www.sattersangbad24.com/?p=7977 শেখ এ কে আজাদ,সাভার:

সাভার পৌর ৪ নম্বর ওয়ার্ডে টিসিবির পন্য বিতরণে কাউন্সিলর মো:নূরে আলম সিদ্দিকী নিউটন।

বৃহস্পতিবার ১৯ এপ্রিল সকাল থেকে টিসিবির পন্য বিতরন করেন চলবে সন্ধ্যা পর্যন্ত। ঈদুল ফিতর আগ মূহর্তে সরকার নায্যমূল্য টিসিবির পন্য বিতরন করেন জানালেন সাভার পৌর ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো:নূরে আলম সিদ্দিকী নিউটন। তিনি আরো বলেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার ১০ কেজি করে চাল সাভার পৌর সভায় ৯ টি ওয়ার্ডের একযোগে বিতরণ করছে কর্তৃপক্ষ।

]]>
https://www.sattersangbad24.com/archives/7977/feed 0
শামস’র মায়ের দোয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারামুক্ত হয়ে ফিরলো মায়ে’র কোলে https://www.sattersangbad24.com/archives/7933 https://www.sattersangbad24.com/archives/7933#respond Tue, 04 Apr 2023 09:00:44 +0000 https://www.sattersangbad24.com/?p=7933 শেখ এ কে আজাদ,সাভার: প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক সাভার এর শামসুজ্জামান শামস রাজধানীর রমনা থানায় দ্বায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিনে মুক্ত হয়ে তার মায়ে’র কাছে ফিরে এসেছেন।

মা ফিরে পেয়েছে তার সন্তানকে। আবেগঘন পরিবেশ। মা করিমন নেছা তার সন্তানকে ফিরে পেয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ও দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন।

সোমবার (৩ এপ্রিল) দুপুরে শামসুজ্জামান শামসকে ২০ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত।

বিকালে কারাগার থেকে মুক্তি পেয়ে প্রথমে তিনি নিজ কর্মস্থল প্রথম আলো’র কার্যালয়ে যায়। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান সেখানে তাকে সংবর্ধণা দেয়। সংবর্ধণাস্থলে উপস্থিত ছিলেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামসহ প্রথম আলো’র সহকর্মীরা।

এরপর প্রথম আলো’র মাইক্রোবাস করে তাকে তার নানার বাড়ি ঢাকা জেলার ধামরাই উপজেলা’র সোমবাগ ইউনিয়নের ডাউটিয়া গ্রামে শামস এর নানা বাড়ি। শামস এর মামার বাসায় তার মায়ে’র কাছে রাত ১০টার দিকে পৌঁছে দিয়ে যায় তার দুই সহকর্মী
দৈনিক প্রথম আলোর বাংলা বিভাগের প্রধান তুহিন সাইফুল্লাহ ও হেড অব অ্যাডমিন উৎপল রায়।

এরপর স্থানীয় সংবাদকর্মীরা শামস এর সাথে কুশল বিনিময় করে। অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। অনেকেই ফুল দিয়ে বরণ করে নেয় এই তরুণ সাংবাদিককে।

এ ব্যাপারে সাংবাদিক শামসুজ্জামান শামস বলেন, দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা। সকল সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা। সকলের ভালবাসা ও সাপোর্ট পেয়েছি। বিশেষ করে আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের তারা আমার সঙ্কট কালীন মুহূর্তে আমার পাশে থেকেছে। আর জেলখানায় আমি একবারের জন্যও বিচলিত হয়নি। শুধু মায়ে’র জন্য খারাপ লেগেছে।

তিনি আরো বলেন, আমি আগেও সাংবাদিকতার নীতিনৈতিকতা মেনে সাংবাদিকতা করেছি। ভবিষ্যতেও করবো। সৎ নির্ভীক সাংবাদিকতা করতে চাই।

আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এই ব্যাপারটিও আমরা আইনি ভাবেই লড়বো।

]]>
https://www.sattersangbad24.com/archives/7933/feed 0
প্রেমিকের জিহ্বা কেটে দিলেন প্রেমিকা https://www.sattersangbad24.com/archives/7263 https://www.sattersangbad24.com/archives/7263#respond Sat, 23 Oct 2021 20:44:49 +0000 https://www.sattersangbad.com/?p=7263 প্রেমিকের জিহ্বা কেটে দিলেন প্রেমিকা

 

শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ ঢাকার ধামরাইয়ে বিয়েতে গড়িমসি করায় প্রেমিকের জিহ্বা কেটে রাখার অভিযোগ উঠেছে প্রেমিকার বিরুদ্ধে।

শনিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ফড়িঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, সাইফুল ইসলামের সঙ্গে ফড়িঙ্গা গ্রামের এক তরুণীর (২৫) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন সাইফুল। কিন্তু বিয়ে না করে দিনের পর দিন সময়ক্ষেপণ করতে থাকলে প্রেমিকা ক্ষিপ্ত হন।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে প্রেমিক সাইফুল ইসলাম প্রেমিকার বাড়িতে গেলে পূর্বপরিকল্পনা অনুযায়ী অন্তরঙ্গ মুহূর্তে কৌশলে ব্লেড দিয়ে প্রেমিকের জিহ্বা দ্বিখণ্ডিত করেন। পরে প্রেমিকার স্বজনরা তাকে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে সাইফুল নিস্তেজ হয়ে পড়লে মৃত ভেবে তারা ঘরের মেঝেতে ফেলে বাড়ি ছেড়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে প্রেমিকের কেটে রাখা জিহ্বা জব্দ করে। তবে বাড়িতে কেউ না থাকায় এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পারেনি।

এ ব্যাপারে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন

]]>
https://www.sattersangbad24.com/archives/7263/feed 0
সাভার পৌর এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক স্কুল ছাত্রকে হত্যা https://www.sattersangbad24.com/archives/6694 https://www.sattersangbad24.com/archives/6694#respond Sat, 06 Feb 2021 18:31:26 +0000 https://www.sattersangbad.com/?p=6694 সাভার পৌর এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক স্কুল ছাত্রকে হত্যা

 

রফিকুল ইসলাম জিল্লুঃ সাভার পৌর এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক স্কুল ছাত্রকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। নিহত স্কুল ছাত্রের নাম রোহান ইসলাম (১৬) । গতকাল শনিবার সন্ধ্যায় পৌর এলাকার ব্যাংক কলোনী মহল্লায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত রোহান পৌর এলাকার কর্ণপাড়া মহল্লার মোঃ আব্দুস সোবাহানের পুত্র এবং স্থানীয় রোদেলা মডেল স্কুলের ১০ম শ্রেনীর শিক্ষার্থী ছিলো।

নিহতের মামাতো ভাই রিদোয়ান জানান, গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুটি মোটরসাইকেল যোগে তিনিসহ রোহান, সুফিয়ান ও যুবায়েল ব্যাংক কলোনী এলাকার ‘মুড়ি মটকা’ নামে একটি রেস্টুরেন্টে খেতে যান। সেখানে পৌছানোর কিছু সময়ের মধ্যেই পূর্ব শত্রুতার জের ধরে আড়াপাড়া এলাকার বখাটে টিকটক হৃদয়ের নেতৃত্বে ১৫/২০ জনের একটি কিশোর দল লাঠিসোঁটা নিয়ে তাদের উপর হামলা চালায়। এক পর্যায়ে হামলাকারীরা রোহানের বুকে একাধিক ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় রোহানকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রোহানকে মৃত ঘোষণা করেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে। কি কারণে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
অন্যদিকে স্থানীয় একটি সুত্র জানায়, মূলত একটি মেয়ের সাথে প্রেমঘটিত বিষয় নিয়ে দ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

সম্পাদনায়ঃ আবুল কালাম আজাদ।

]]>
https://www.sattersangbad24.com/archives/6694/feed 0
সারা বাংলাদেের ন্যায় সাভার উপজেলা পাথালিয়া ইউনিয়নে ৪১ টি গৃহহীন পরিবারের মধ্যে দলিল হস্তান্তর https://www.sattersangbad24.com/archives/6667 https://www.sattersangbad24.com/archives/6667#respond Sat, 23 Jan 2021 07:28:37 +0000 https://www.sattersangbad.com/?p=6667 সারা বাংলাদেের ন্যায় সাভার উপজেলা পাথালিয়া ইউনিয়নে ৪১ টি গৃহহীন পরিবারের মধ্যে দলিল হস্তান্তর

শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
সারা বাংলাদেশের সাভার উপজেলায় ভূমিহীন পরিবারের মাঝে গৃহ ও জমি বরাদ্দ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান করতে পারা নিজের সবচেয়ে বড় আনন্দের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৩ জানুয়ারি) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান কর্মসূচির উদ্বোধনের পর প্রধানমন্ত্রী এ কথা বলেন।

এদিন দেশের ৪৯২ উপজেলার প্রায় ৭০ হাজার পরিবারকে পাকাঘর হস্তান্তর করেন তিনি।

সাভার উপজেলায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন মাননীয় দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, পাথালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ পারভেজুর রহমান, সাভারব ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা, সাভার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্মকর্তা সায়েমুল হুদা, ঢাকা জেলা যুবলীগের সাধারন সম্পাদক জিএস মিজানুর রহমানসহ অন্যন্য নেতৃবৃন্দ এবং সাভার উপজেলা বিভিন্ন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন সভায় সভাপতিত্ব করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নিপা।
সাভারে ৪২০ জন গৃহহীন পরিবারের মধ্যে ৪১ জন পরিবারকে জমি ও ঘরের দলিল বুঝিয়ে দেন অতিথিগন।

 

]]>
https://www.sattersangbad24.com/archives/6667/feed 0
সাভার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রানার সহধর্মিনী করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যু https://www.sattersangbad24.com/archives/6386 https://www.sattersangbad24.com/archives/6386#respond Mon, 14 Dec 2020 02:01:59 +0000 https://www.sattersangbad.com/?p=6386 সাভার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রানার সহধর্মিনী করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যু

শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
সাভার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোা: সোহেল রানার সহধর্মিনী নিপা আক্তার করোনা ভাইরাস আক্রান্ত হয়ে রবিবার (১৩) ডিসেম্বর রাতে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্নানিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজীউন। এর আগে তিনি ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে ভোগছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৪৫)। মৃত্যুকালে তিনি স্বামী ও মেয়েসহ বহুগুণ গ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায় নেমে আসে। সাভার প্রেসমিডিয়া কল্যান সমিতির পক্ষে তার মাগফেরাত কামনাসহ পরিবারের প্রতি সমাবেদনা রইল।

পূর্বের ধারনকৃত একটি সাক্ষাতকার প্রচার দেখুন…

]]>
https://www.sattersangbad24.com/archives/6386/feed 0
ইমুতে আপত্তিকর ছবি পাঠাতো প্রবাসীর স্ত্রী https://www.sattersangbad24.com/archives/6284 https://www.sattersangbad24.com/archives/6284#respond Tue, 08 Dec 2020 05:34:24 +0000 https://www.sattersangbad.com/?p=6284 ইমুতে আপত্তিকর ছবি পাঠাতো প্রবাসীর স্ত্রী

স্বামী প্রবাসে থাকার সুযোগে স্ত্রী জড়িয়ে পড়লো পরকীয়া প্রেমে। আর সেই পরকীয়া প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে স্ত্রী দেখলো তার প্রবাসী স্বামীই সেই প্রেমিক। ভৈরবের কুলিয়ারচর ব্রিজে এ ঘটনা ঘটেছে।

ঘটনাসূত্রে জানা গেছে, কুমিল্লা জেলার হোমনা থানার মণিপুর গ্রামের জিহান মিয়া একই উপজেলার আয়েশা বেগমকে বিয়ে করেন। ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের মাত্র দেড় মাস পরে সংসারের স্বচ্ছলতা ফেরাতে জিহান পাড়ি জমান ওমানে। ফলে আয়েশা স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়িতে চলে যায়। প্রবাসে গিয়ে স্বামী নিজের স্ত্রীকে পরিক্ষা করার জন্য রাজা নামে একটি ভূয়া ফেসবুক আইডি খুলেন। সেই আইডি দিয়েই নিজের স্ত্রীর সঙ্গে নিজেকে একজন ভিন্ন পুরুষ হিসাবে পরিচয় দিয়ে কথা বলা শুরু করেন৷ এরপর থেকে দীর্ঘ দেড় বছর পর স্বামী দেশে ফিরতে চাইলে আপত্তি জানান স্ত্রী। এক সময় স্বামীর ফোন রিসিভ করাও বন্ধ করে দেন।

 

এ প্রসঙ্গে জিহান জানান, তার অনুপস্থিতিতে পরকীয়ায় মেতে ওঠে আয়েশা। পরে নিজের পরিচয় গোপন করে প্রেমিক সেজে ‘রাজা’ নামে আয়েশার সাথে প্রেম শুরু করে সে। প্রেমের সুবাদে ইমুতে সে নানা আপত্তিকর ছবি পাঠায়। তার বাবা ব্যবসার কারণে পরিবার নিয়ে নারায়ণগঞ্জে বসবাস করে। কিন্তু সে তার নানার বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচরে আছে বলে জানায়। এরই মধ্যে একদিন রাজাকে আয়েশা জানায়, তার আগে বিয়ে হয়েছিল। আগের স্বামীকে সে ডিভোর্স দিবে এবং রাজাকেই বিয়ে করবে। কথাটি শোনার পর থেকে মনে অনেক আঘাত পায় জিহান। পরে গেল ২৮ নভেম্বর কাউকে না জানিয়ে দেশে ফিরে আসে।

এর একদিন পর কুমিল্লা আদালতে স্ত্রীসহ ৫ জনকে আসামি করে মামলা দায়ের করে জিহান। পরে র‌্যাবের পরামর্শ নিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচর সেতুর প্রান্ত ভৈরবের মানিকদী এলাকা থেকে তার স্ত্রীকে হাতেনাতে ধরে ফেলে। তাকে নিয়ে ভৈরব র‌্যাব ক্যাম্পে গেলে আয়েশা ও আমার পরিবারের লোকজন মিলে মীমাংসা করে দেয়। জীবনের আর এমন হবে না বলে প্রতিশ্রুতি দেয় আয়েশা। পরে তাকে জিহানের বাড়িতে নিয়ে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে তা মুহূর্তই ভাইরাল হয়ে যায়।

ভাইরাল হওয়া প্রসঙ্গে জিহান বলেন, আসলে এমন হবে কোনোদিন ভাবিনি। দেরিতে হলেও আমার স্ত্রী তার ভুল বুঝতে পেরেছে। আমরা পেছনের সব ভুলে সংসারে সুখী হতে চাই। তাই সবার প্রতি অনুরোধ যারা এই ভিডিওটি ফেসবুকে দিয়েছেন তারা ডিলিট করে দেবেন।

]]>
https://www.sattersangbad24.com/archives/6284/feed 0
সাংবাদিক শামীমের মাতার ইন্তেকাল https://www.sattersangbad24.com/archives/6248 https://www.sattersangbad24.com/archives/6248#respond Thu, 03 Dec 2020 09:05:35 +0000 https://www.sattersangbad.com/?p=6248 সাংবাদিক শামীমের মাতার ইন্তেকাল

দৈনিক এশিয়ার নিজস্ব প্রতিনিধি ও অপরাধ ডটকমের সাভার (ঢাকা) প্রতিনিধি এবং সাভার ফ্রেন্ডস সোস্যাল ক্লাবের সভাপতি সাংবাদিক শামীম হোসেনের মা ছফুরা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি বার্ধক্যজনিত কারণে অসুস্থ অবস্থায় মঙ্গলবার দুপুর ১.৩০ মিনিটে সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর জামসিং এলাকায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৫৫) বছর। তিনি ডায়াবেটিকস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। সোমবার বাদ এশা উত্তর জামসিং সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মৃত্যুকালে ছেলে, নাতি, নাতনি ও ছেলের বউ এবং বিভিন্ন আত্মীয়-স্বজন শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

এর পূর্বে তার পিতা বার্ধক্যজনিত ইন্তেকাল করেছেন।

তার মৃত্যুতে সাংবাদিক শামীম হোসেন তার মায়ের মৃত্যুতে সকলের কাছে মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন।

]]>
https://www.sattersangbad24.com/archives/6248/feed 0
একুশে আগস্ট গ্রেনেড হামলায় আহত মাহবুবা পারভীনের ৫১ তম জন্মদিন পালন https://www.sattersangbad24.com/archives/6116 https://www.sattersangbad24.com/archives/6116#respond Wed, 14 Oct 2020 10:46:59 +0000 https://www.sattersangbad.com/?p=6116 একুশে আগস্ট গ্রেনেড হামলায় আহত মাহবুবা পারভীনের ৫১ তম জন্মদিন পালন

শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
২১ শে আগস্ট গ্রেনেড হামলায় ১৮০০’শ স্প্রিন্টার দেহে নিয়ে বেঁচে যাওয়া মারাত্মক ভাবে আহত ততকালীন বৃহত্তর ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ও বর্তমান ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মাহবুবা পারভীনের ৫১ তম শুভ জন্মদিন উপলক্ষে তার বাসভবনে কেক কেটে জন্মদিনের শুভেচ্ছা জানালেন
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর ও ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম।
১৩ অক্টোবার মঙ্গল দুপুরের পর থেকে রাত্রী পর্যন্ত নেত্রী মাহবুবা পারভীনের ৫১ তম জন্মদিন পালনে বাসভবনে,ফোনে,সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানান নেতা-কর্মী ও আত্মীস্বজনরা।

এসময় সাভার পৌর ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি বাবুল হাসান, সাভার পৌর মেয়র সাহেবের একান্ত এ-পিস মাসুদ পারভেজ রাজু,ছাত্রলীগ নেতা সীমান্ত আযম (ইয়া কিং) ও নাজমুল হুদা রাজিব, পরিবার,আত্মীয়স্বজন,সাংবাদিকসহ আরো অনেকে তার জন্মদিনে শুভেচ্ছা জানান।

]]>
https://www.sattersangbad24.com/archives/6116/feed 0
সাভারে বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ৬টি রাস্তার উদ্বোধন করলেন https://www.sattersangbad24.com/archives/6098 https://www.sattersangbad24.com/archives/6098#respond Thu, 08 Oct 2020 04:14:55 +0000 https://www.sattersangbad.com/?p=6098  

সাভারে বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ৬টি রাস্তার উদ্বোধন করলেন

শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ বুধবার (৭) অক্টোবার দুপুরে বিরুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার ৬ টি রাস্তার কাজ উদ্বোধন করেন বিরুলিয়া ইউনিয়ন এর চেয়ারম্যান সাইদুর রহমান সুজন।

বিরুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান সুজন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় দেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। উন্নয়ন হচ্ছে এ দেশের অবহেলী, সুবিধা বঞ্চিত মানুষদের। আমার ইউনিয়নের মানুষের সুবিধার্থে রাস্তার কাজে হাত দিয়েছি আর যেগুলো বাকি আছে ধারাবাহিকভাবে করব।

সাদুল্লাপুর বাজার হতে ভূমি অফিস পর্যন্ত ডাবল ইট সলিং, সাদুল্লাপুর ইদ্রিসের বাড়ী হতে মজিবরের বাড়ীর রাস্তার ইট সলিং,খাগান মেইন রোড হতে ভূঁইয়া বাড়ী পর্যন্ত ইটের সলিং, দত্তপাড়া আওলাদের দোকান থেকে আকবর আলীর বাড়ী পর্যন্ত ডাবল ইট সলিং, জিনজিরা মেইন রোড হতে কামালের বাড়ী পর্যন্ত ইটের সলিং এবং দত্তপাড়া সামসুলের বাড়ী হতে লিটনের বাড়ি পর্যন্ত রাস্তার কাজ উদ্বোধন করা হয় ।,জি,এস,পি-৩ এর অর্থায়নে এর মোট ৩৩ লক্ষ ৯০ হাজার ১৫৬ টাকার কাজ। নিজস্ব অর্থায়নে ৬০০ ফিট রাস্তা নির্মাণ করা হচ্ছে। আগামী ১৫ দিনের মধ্যে এই রাস্তার কাজগুলো শেষ হবে বলে জানান তিনি ।

চেয়ারম্যানের সাঈদুর রহমান সূজন এর নিজ অর্থায়নে ৮ লক্ষ টাকা ব্যায়েও একটি রাস্তার কাজ উদ্বোধন করেছেন। এসময় আওয়ামীলীগের অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

]]>
https://www.sattersangbad24.com/archives/6098/feed 0