শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকে:
সাভার পৌর রেডিওকলোনী কলোনি নিকটে জলেশ্বর এলাকার শীর্ষস্থানীয় প্রেসিডেন্সি স্কুলে ক্ষুদে ডাক্তার কর্মসূচি ২০২৪ উপলক্ষে বর্ষসেরা অনুপ্রেরক নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (২৫) নভেম্বার সকালে স্কুল ক্যাম্পাসে এ ক্ষুদে ডাক্তার নির্বাচক অনুষ্ঠান হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভারের সুপার মেডিকেল হসপিটাল প্রাইভেট লিমিটেড এর ফিজিওথেরাপি বিভাগের প্রধান বিশেষজ্ঞ ফিজিওথেরাপিষ্ট ও কনসালটেন্ট ডা:মো:আমিনুল ইসলাম।এসময় ডা:মো:আমিনুল ইসলাম বলেন ক্ষুদে ডাক্তাররা তাদের পারফরম্যান্স সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছেন এই পারফরম্যান্স ধরে রাখতে সহযোগিতা দরকার পরলে সুপার মেডিকেলের পক্ষে করা হবে এবং মেডিকেল হসপিটাল থেকে আরো অন্যঅন্য সহযোগিতা করবে বলেও জানান।
এসময় আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডা: মো: লুৎফর রহমান,স্কুলটি উপদেষ্টা পরিষদের সদস্য নাদিয়া নূর জুঁইসহ আরো অনেকে। সভাপতিত্ব করেন প্রেসিডেন্সি স্কুলের প্রিন্সিপাল সাবীরা ইয়াসমিন।
এসময় ক্ষুদে ডাক্তার শিক্ষার্থীর মাঝে উপহার তুলে দেয়া হয়। ক্ষুদে ডাক্তারদের পারফরম্যান্স অনুষ্ঠানে গানের সাথে সাথে নৃত্য ও যাদু উপভোগ করে শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
]]>