Blog

  • করোনায় আতঙ্কে সাভার পৌর নয়াবাড়ী নিজস্ব মাঠে সকল খেলা,চা-রেস্তোরা দোকানে গনসমাগম বন্ধ করে সতর্ক করলেন পুলিশ

    করোনায় আতঙ্কে সাভার পৌর নয়াবাড়ী নিজস্ব মাঠে সকল খেলা,চা-রেস্তোরা দোকানে গনসমাগম বন্ধ করে সতর্ক করলেন পুলিশ

    করোনায় আতঙ্কে সাভার পৌর নয়াবাড়ী নিজস্ব মাঠে সকল খেলা,চা-রেস্তোরা দোকানে গনসমাগম বন্ধ করে সতর্ক করলেন পুলিশ

    শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
    সাভার পৌর নয়াবাড়ীর পাঁচতারা মসজিদ এলাকা সংলগ্ন গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানা পুলিশ পরিদর্শন করে নিজস্ব জমিতে খেলার মাঠ বন্ধ করে দিয়েছেন।
    প্রতিদিনের ন্যায় সোমবার সকালে ওই মাঠে ২২ থেকে ৩০ জন স্কুলের শিশু শিক্ষার্থী বাসায় না থেকে তারা জরো হয়ে ক্রিকেট বল খেলে আসছিল। পরে পুলিশের সহযোগিতায় খেলার মাঠটি বন্ধের কথা বলে অভিভাবকদেরকে সতর্ক করে দিলেন।
    পুলিশের এস আই পাবেল বলেন, করোনায় সারা বিশ্বে ভয়াভহ রুপ নিলেও বাংলাদেশে এর প্রভাব মুক্ত নয় বলে শিশু শিক্ষার্থীকে ঘরে রাখার আহবান জানান। পরবর্তী ওই মাঠে করোনা আতঙ্ক শেষ না হওয়া না পর্যন্ত কোন খেলা যাতে না ঘরায় সেদিকেও মাঠের মালিককেও সতর্ক করে দিলেন।সরকারের নির্দেশ অমান্য করে বিভিন্ন চা ও রেস্তোরা খোলা রাখা দেখতে পেলে
    সাভার পৌর রেডিও কলোনী ও বউ বাজার এলাকায় বিভিন্ন চায়ের দোকানে গনসমাগম করায় দোকানগুলোর মালিকদের বন্ধ করে রাখার অনুরোধ করলে সকলে চায়ের দোকান ও রেস্তোরা বন্ধ করে দিয়েছেন মালিকরা।

    করোনায় আতঙ্কে এলাকার সচেতন মানুষ পুলিশকে এমন ব্যবস্থা গ্রহন করার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

  • করোনা মোকাবেলায় দেশবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বানঃ প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা জয়

    করোনা মোকাবেলায় দেশবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বানঃ প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা জয়

    করোনা মোকাবেলায় দেশবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বানঃ প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা জয়

    মহামারি করোনাভাইরাস মোকাবেলায় দেশবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

    রোববার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে  পোষ্ট করেছেন তিনি। জয়ের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো

    জয় লিখেছেন, ‘‘আপনারা জানেন নভেল করোনা ভাইরাস বা কোভিড ১৯ একটি বৈশ্বিক স্বাস্থ্য সংকট হিসেবে দেখা দিয়েছে। বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় ১৮০টি দেশে এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। যেহেতু এই ভাইরাসের কোনো ওষুধ বা প্রতিষেধক এখনো আবিষ্কার হয়নি, তাই ভাইরাসটিকে ছড়িয়ে পড়া থেকে রোধ করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

    ৪টি বাদে বাংলাদেশে আসা সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেয়া হয়েছে। বিদেশ ফেরতদের আলাদা রাখার ব্যবস্থা করা হয়েছে। যাদের বাসায় থাকতে বলা হয়েছে, তাদের ব্যাপারে সজাগ আছে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জনস্বার্থে আমরা মুজিববর্ষের কার্যক্রম সীমিত করেছি। সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। সকল সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। প্রয়োজনে আরও পদক্ষেপ নিতেও আমরা প্রস্তুত আছি।

    আমাদের চিকিৎসা সেবা কর্মীদের সুরক্ষিত রাখার বিষয়ে আমরা তৎপর আছি। ভাইরাসটি পরীক্ষা করার সক্ষমতাও আমরা বাড়াচ্ছি। আইইডিসিআর ব্যতিত আরও তিনটি হাসপাতলে বর্তমানে চিকিৎসার সুবিধা আছে। অন্যান্য সরকারি হাসপাতালেও এই ভাইরাসের উপসর্গসহ রোগীদের আলাদা রাখার ব্যবস্থা করা হয়েছে।

    যার যার জায়গা থেকেও আমাদের অনেক কিছু করার আছে। বাংলাদেশ সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সকল নির্দেশনা মেনে চলতে হবে। জনসমাগম এড়িয়ে চলতে হবে। অসুস্থ বোধ করলে বাসায় থাকতে হবে। নিয়মিত সাবান দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে অথবা স্যানিটাইজার ব্যবহার করতে হবে। নাকে, মুখে ও চোখে হাত দেয়া থেকে বিরত থাকতে হবে। হাঁচি, কাশি দেয়ার সময় মুখ ঢেকে নিতে হবে। হাত মেলানো ও আলিঙ্গন থেকে বিরত থাকতে হবে। সম্ভব হলে গণপরিবহনে মাস্ক ব্যবহার করতে হবে। ব্যক্তিগতভাবে ভূমিকা রাখার সবচেয়ে কার্যকর দুটি উপায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সামাজিকভাবে দূরত্ব বজায় চলা।

    বাঙালী জাতি সহনশীল ও সাহসী। অনেক বড় দুর্যোগও সফলভাবে মোকাবেলার করার অভিজ্ঞতা আমাদের আছে। সব নির্দেশনা মেনে চললে, এই সংকটও আমরা সফলভাবে মোকাবেলা করতে পারবো। এই মুহূর্তে গুজব থেকেও আমাদের সাবধান থাকতে হবে। সকল তথ্য আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিদিনই সরকারের পক্ষ থেকে ব্রিফিং এর আয়োজন করা হচ্ছে।

    আপনাদের আশ্বস্ত করতে চাই আমাদের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সরকার আপনাদের পাশেই আছে। আতংকিত হবেন না, সতর্ক থাকুন। সবার সম্মিলিত প্রচেষ্টায় জয় আমাদের হবেই।

    জয় বাংলা।’’

    সূত্রঃঅনলাইন

  • মসজিদে ঢুকে মুসল্লীকে জুতা পেটা করে মারার অভিযোগ উঠেছে এক যুবলীগ নেত্রীর বিরুদ্ধে

    মসজিদে ঢুকে মুসল্লীকে জুতা পেটা করে মারার অভিযোগ উঠেছে এক যুবলীগ নেত্রীর বিরুদ্ধে

    মসজিদে ঢুকে মুসল্লীকে জুতা পেটা করে মারার অভিযোগ উঠেছে পূর্নিমা নামে এক যুবলীগ নেত্রীর বিরুদ্ধে

    চট্টগ্রামের নুরুচ্ছাবাহ্ পূর্নিমা নামে এক যুব মহিলা লীগ নেত্রীর বিরুদ্ধে মসজিদে প্রবেশ করে মুসল্লীকে জুতা দিয়ে পেটানোর অভিযোগ পাওয়া গেছে।

    চট্টগ্রামের মিরসরাইয়ে শনিবার (২১ মার্চ) দুপুরে উপজেলার ৫ নং ওচমানপুর ইউনিয়নের বাঁশখালী এলাকার মাজহার উল্লাহ মুহুরী বাড়ি জামে মসজিদে এই ঘটনা ঘটেছে। এতে এলাকার মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

    আমেরিকা প্রবাসী নুরুচ্ছাবাহ্ পূর্নিমা যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদেকর দায়িত্ব পালন করছেন।

    ভুক্তভোগী মুসল্লী এস এম শহীদ জানান, ‘শনিবার জোহরের নামাজের জন্য আমি মসজিদে প্রবেশ করার পথে পূর্ণিমা নামের এই মহিলা দাঁড়িয়ে থাকে।

    আমি তাকে নামাজের জামাত শুরু হচ্ছে বলে সরে দাঁড়াতে বলে মসজিদের ভেতরে প্রবেশ করার সময় সে মসজিদের সামনে থাকা জুতা নিয়ে আমাকে মারলে জুতা মসজিদের ভেতরে ঢুকে যায়।

    এরপর সে ভেতরে ঢুকে জুতা দিয়ে আমাকে মারধর করেন। তখন সকল মুসল্লী এগিয়ে তাকে নিভৃত করেন। কি কারণে আমাকে জুতা দিয়ে মারলো? আমার অপরাধ কি? আমি তার বিচার চাই।’

    মসজিদ পরিচালনা কমিটির সদস্য ও নিয়মিত মুসল্লী মো. খোরশেদ আলম বলেন, ‘এমন ন্যাক্কারজনক ঘটনা আমার জীবনে দেখিনি। মহিলা মসজিদে ঢুকে শহীদ নামে এক মুসল্লীকে জুতা দিয়ে মারধর করে।

    এরপর আমরা এসে তাকে নিভৃত করি। মহিলা হওয়ার কারণে সকল মুসল্লীকে সংঘযত থাকতে হয়েছে। ওই মহিলার উপযুক্ত বিচার হওয়া প্রয়োজন।’

    এই বিষয়ে শনিবার সন্ধ্যা ৭ টা ৫৪ মিনিটে মোবাইলফোনে নুরুচ্ছাবাহ্ পূর্নিমা বলেন, ‘আমি মসজিদে প্রবেশ করে জুতা দিয়ে কাউকে মারধর করিনি।

    বরং শহীদ নামে ওই ছেলেটি আমাকে ধাক্কা দেয়। মুসল্লীরা আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে। তারা সবাই দলবল নিয়ে সংঘবদ্ধ হয়ে আমার বাবার বাড়ি দখল করে রাখছে।’

    পরে কথা বলবে বলে ব্যস্ততা দেখিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, ‘শনিবার সকালে পূর্নিমা নামে এক মহিলা তার বাবার বাড়িতে বহিরাগত কিছু লোক জড়ো হয়েছে বলে আমাকে ফোন দেয়।

    আমি পুলিশের একটি টিম ওই বাড়িতে পাঠাই। পরে উভয় পক্ষের লোকজনকে থানায় ডেকে পাঠাই এবং বিরোধপূর্ণ জায়গা নিয়ে আদালতে মামলা চলছে বলে জানতে পারি। তাই উভয় পক্ষকে কোন ঝামেলায় না জড়াতে পরামর্শ দিয়েছি। কোন মুসল্লীকে জুতা দিয়ে পেটানোর বিষয়টি আমার জানা নেই।

  • সাভারে বিপুল পরিমান ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪

    সাভারে বিপুল পরিমান ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪

    সাভারে বিপুল পরিমান ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪

    নিজস্ব প্রতিবেদকঃ
    সাভারে বিপুল পরিমান ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। এসময় তাদের কাছ থেকে তিন হাজার সাতশ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
    রবিবার বিকেল পাঁচ টার দিকে সাভার পৌর এলাকার উলাইল বাজারের ইউসুফ সুপার মার্কেটের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা।

    গ্রেপ্তারকৃতরা হলো- শরিয়তপুর জেলার জাজিরা থানার মুন্সিকান্দা গ্রামের মজিবর ফকিরের ছেলে মোঃ রুবেল (৩০), একই থানা এলাকার সেনেরচড় গ্রামের মোঃ আজিমনের ছেলে মোঃ বাচ্চু (৩২) ও মাদারীপুর জেলার শিবচর থানার শিকিমালি মাতবর কান্দি গ্রামের আনচু ব্যাপারীর ছেলে বাবুল ব্যাপারী (৪৫)।

    সিপিসি-২, র‌্যাব-৪ এর এর সিনিয়র এএসপি উনু মং বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাভার পৌর এলাকার উলাইল বাজারে অবস্থান নেই। এসময় ইয়াবা বিক্রীর সময় তিন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করি। পরে তাদের কাছ থেকে তিন হাজার সাতশ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা জানিয়েছে তারা দেশের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে সাভারের বিভিন্ন এলাকায় খুচরা বিক্রী করে থাকে।

    এঘটনায় তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

  • করোনা আতঙ্কে যখন দেশ তখন সমিতির কিস্তি বন্ধ হয় না কেন?

    করোনা আতঙ্কে যখন দেশ তখন সমিতির কিস্তি বন্ধ হয় না কেন?

    করোনা আতঙ্কে যখন দেশ তখন সমিতির
    কিস্তি বন্ধ হয় না কেন?

    শেখ এ কে আজাদ, প্রতিবেদকঃ
    করোনাভাইরাস এর সতর্কতার জন্য যদি দেশের স্কুল কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে পারে, তবে গার্মেন্টস শিল্পে ছুটি নেই।

    দোকান ব্যবসা প্রতিষ্ঠান গার্মেন্টস বন্ধ রাখার আগে কিস্তি বন্ধ করা প্রয়োজন বলে জানিয়েছেন অনেকে।দেশের বিভিন্ন স্থানে চলছে সমিতির কিস্তি পরিশোধের জন্য বাড়ি বাড়ি যাচ্ছে এসব সমাজসেবামুলক প্রতিষ্ঠানের কর্মীরা। এ সব সমাজসেবা প্রতিষ্ঠান করোনা আতঙ্কে সমিতি সদস্যদের জন্য মহামারিতে এগিয়ে না এসে জোর করে তুলে নেয় কিস্তির টাকা।

    এসব প্রতিষ্ঠান যেন মাঝে মাঝে সাধারন গরীব ও অসহায় মানুষের জন্য কাটা হয়ে দাড়ায়। তাই যারা কিস্তি নিয়েছে তাদের কিস্তির লাভের টাকা না নিয়ে করোনা আতঙ্ক যত দিন চলবে ততদিন কিস্তি নেয়া বন্ধের দাবী জানিয়েছেন সদস্যরা।

    কেননা বর্তমানে বাংলাদেশের নিম্ন থেকে মধ্যবিত্ত পরিবারের ভিতরে প্রায় ৮৫ ভাগ মানুষ বিভিন্ন সমিতি, এনজিও, ব্যাংক থেকে ঋণ করে নিয়ম অনুযায়ী তাদের কিস্তি চালিয়ে যেতে হচ্ছে! তাই যতই ঘোষণা আসুক তাদের কিস্তির টাকা যোগাড় করতে বাসার বাহিরে কাজে ছুটতেই হবে। তাই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ও মানুষকে বাসায় বন্দি ঘোষণার আগে দেশের বিভিন্ন এনজিও ব্যাংকের কিস্তি বন্ধ করার প্রয়োজন। না হলে যত ঘোষণা আসুক ঋণ নেয়া সাধারণ মানুষেরা কিস্তির টাকা যোগাড় করার জন্য কাজে বেরুতে বাধ্য হবে এবং করনোয় আক্রান্ত হতে পারে অনেকে। কিস্তি বন্ধ না করলে নিরহ মানুষ গুলো করোনায় নয়, কিস্তির যন্ত্রনায় জ্বলে পুরে মরবে।

    তাই দোকান ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ও সাধারণ মানুষের বাহিরে বেরুনোর নিষেধাজ্ঞা জারির আগে এই মুহুর্তে দেশের ঋণদানকারী এনজিও গুলোর কিস্তি বন্ধের জন্য সুদৃষ্টি কামনা করেছেন এ দেশের ঋণশোধে সংগ্রাম করে চলা ভুক্তভোগী সাধারণ মানুষেরা।

  • গাজীপুরে কোয়ারেন্টাইনে ভিডিও সংগ্রহ করতে গিয়ে ক্যামেরা পারসন এখন নিজেই কোয়ারেন্টিনে

    গাজীপুরে কোয়ারেন্টাইনে ভিডিও সংগ্রহ করতে গিয়ে ক্যামেরা পারসন এখন নিজেই কোয়ারেন্টিনে

    গাজীপুরে কোয়ারেন্টাইনে ভিডিও সংগ্রহ করতে গিয়ে ক্যামেরা পারসন এখন নিজেই কোয়ারেন্টিনে

    মোহাম্মদ আদনান মামুন,গাজীপুরের কাপাসিয়া থেকেঃ
    গাজীপুরের কাপাসিয়া উপজেলার পাবুর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে’র কোয়ারেন্টাইনে রাখা প্রবাসীদের সাথে বিনা অনুমতিতে কক্ষে প্রবেশ ও তাদের সংস্পর্শে যাওয়ার কারণে রমজান আলী রুবেল (৩৪)নামে এক টিভির ক্যামেরা পারসনকে আটক করে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইন সেন্টারে পাঠিয়েছে জেলা প্রশাসন ।

    ক্যামেরা পারসন রমজান আলী রুবেল শ্রীপুর উপজেলার নগরহাওলা গ্রামের মতি মিয়ার ছেলে।সে চ্যানেল আইয়ের ক্যামেরা পারসন।

    জানা যায়, শনিবার (২১ মার্চ) দুপুরে সংবাদের ভিডিও সংগ্রহের জন্য গাজীপুরের কাপাসিয়া উপজেলার পাবুর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কোয়ারেন্টাইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যাতীত কোয়ারেন্টাইনে রাখা প্রবাসীদের সাথে কথা বলেন। এ সময় তাদের সংস্পর্শে যাওয়ার কারণে জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে তাকে ১৪ দিনের জন্য কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

    ২১ মার্চ শনিবার রাত সাড়ে ৮ টার দিকে শ্রীপুর থানা পুলিশের সহায়তায় অ্যাম্বুলেন্স যোগে এনে পাবুর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে রাখা হয়েছে।

    কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অনুমতি ছাড়া ও কোন প্রটেকশন না নিয়ে কোয়ারেন্টাইন কেন্দ্রে প্রবেশ করায় এবং জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে তাকে ১৪ দিনের জন্য ওই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

  • নিজেই ক্রেতা সেজে ৫টি ব্যবসায়ীর দোকানে ভ্রাম্যমান আদালত অভিযান করলেন সাভার উপজেলা নির্বাহী হাকিম

    নিজেই ক্রেতা সেজে ৫টি ব্যবসায়ীর দোকানে ভ্রাম্যমান আদালত অভিযান করলেন সাভার উপজেলা নির্বাহী হাকিম

    নিজেই ক্রেতা সেজে ৫টি ব্যবসায়ীর দোকানে ভ্রাম্যমান আদালত অভিযান করলেন সাভার উপজেলা নির্বাহী হাকিম

    শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ করোনার আতঙ্কে যখন সাধারন মানুষ তখন স্থানীয় মানুষের অভিযোগের ভিত্তিতে সাভারের দোসাইদ বাজার ও কুমকুমারি বাজারে সাভার উপজেলা নির্বাহী হাকিম আদালত পরিচালনা করেন পারভেজুর রহমান। তিনি সিভিল পোশাকে যান বাজার পরিদর্শনে যেখানে অতিরিক্ত মূল্য পন্য বিক্রি করা অপরাধে নিজেই ক্রেতা সেজে ৫টি ব্যবসায়ীর দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় ৫ টি দোকানীকে ১০ হাজার ৫০০’শ টাকা জরিমানা করেন এবং সকলকে সতর্ক করে বাজার মূল্যের অতিরিক্ত দাম নিলে কঠোরভাবে আইন আনুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

  • করোনার আতঙ্কে দেশ সাভারে মহাসড়কেই সরকারী নির্দেশ মানছে না অতিরিক্ত যাত্রী সেবায় লেগুনা,জনসমাগমে ভিক্ষাবৃত্তি (ভিডিও)

    করোনার আতঙ্কে দেশ সাভারে মহাসড়কেই সরকারী নির্দেশ মানছে না অতিরিক্ত যাত্রী সেবায় লেগুনা,জনসমাগমে ভিক্ষাবৃত্তি (ভিডিও)

    করোনার আতঙ্কে দেশ সাভারে মহাসড়কেই সরকারী নির্দেশ মানছে না অতিরিক্ত যাত্রী সেবায় লেগুনা,জনসমাগমে ভিক্ষাবৃত্তি (ভিডিও)

    শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
    দেশে যখন করোনার আতঙ্ক তখন ঢাকা আরিচা মহাসড়কে সাভারের বিভিন্ন ওভার ব্রীজের উপর ও নিচে ভিক্ষকরা ভিক্ষাবৃত্তি পেশায় নিয়োজিত রয়েছেন।ভিক্ষকরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তারা জনসমাগমে ভিক্ষা করছে। আবার সাভারের আশুলিয়া থেকে হেময়েতপুর পর্যন্ত লেগুনা অতিরিক্ত যাত্রী বোঝাই করে যাতায়াত করছে, মানছে না তারা সরকারের নির্দেশ। সরকারী নির্দেশ অমান্য করে লেগুনা পরিবহন মালিক ও ড্রাইভাররা সিট জ্যাম করে যাত্রী উঠা নামা করাচ্ছেন। যেখানে ১ ফুট করে সংস্পর্শ ছাড়া বসা ও চলার নিয়ম রয়েছে,সেখানে প্রশানের নেই নজরদারি। রবিবার ২২ মার্চ সকালে প্রতিবেদকে সংবাদ সংগ্রহ করতে গেলে এ তথ্য-চিত্র দেখা গেছে।
    তাই প্ররশাসনের দ্রুত পদক্ষেপ নিতে করোনা আতঙ্ককারী জনসাধারনের।

  • করোনায় বিদেশ ফেরত লোকদের ছবিসহ নামগুলো ওয়েবে প্রকাশ করতে অনুরোধ

    করোনায় বিদেশ ফেরত লোকদের ছবিসহ নামগুলো ওয়েবে প্রকাশ করতে অনুরোধ

    করোনায় বিদেশ ফেরত লোকদের ছবিসহ নামগুলো ওয়েবে প্রকাশ করতে অনুরোধ

    লেখক ও সাংবাদিকঃ শেখ এ কে আজাদ,সাংবাদিক।

    হোম কোয়ারেন্টানে যারা থাকবে,তাদের ঠিকানা উল্লেখ করে স্বাস্থ্য বিভাগ ও উপজেলার ওয়েবে সাইটে ছবি ও নাম পরিচয়ে ঠিকানা প্রকাশ করার দাবী জানিয়ে বেশীরভাগ মানুষ। বিদেশ ফেরত লোকজন কোথায় থেকে আসলো তাদের ছবি দেখে এলাকার মানুষ আরো বেশী সাবধান হবে। করোনায় হোম কোয়ারান্টাইন লঙ্গন করে কেউ বাহিরে ঘুরাফেরা করতে দেখলে প্রশাসনের সহযোগিতা নিতে পারবে,জনগন তাকে চিনতে পারবে সহজে। বিদেশ ফেরত যাত্রী থেকে এক মাস দূরে থাকলে হয়তো করোনা ছড়িয়ে পরার আর আশঙ্কা থাকবে না। এগুলো বিদেশ ফেরত লোকদের ছবিসহ নামগুলো ওয়েবে প্রকাশ করতে এলাকাসহ দেশবাসীর প্রত্যাশা।
    তারা ১৪ দিনের পরিবর্তে সকলে তার নিকট থেকে ১ মাস দূরে থাকলে করোনার ভয় আর হবে না বলেও মনে করছি।

     

  • শ্রীপুরে অটোরিকশা চাপায় এক নারী শ্রমিক নিহত

    শ্রীপুরে অটোরিকশা চাপায় এক নারী শ্রমিক নিহত

    শ্রীপুরে অটোরিকশা চাপায় এক নারী শ্রমিক নিহত

    মোহাম্মদ আদনান মামুন, শ্রীপুর থেকেঃ
    গাজীপুরের শ্রীপুরে বেপরোয়া অটোরিকশার নিচে চাপা পড়ে কল্পনা আক্তার (৩৭) নামের এক নারী শ্রমিক নিহত হয়েছেন ।

    শনিবার(২১ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে শ্রীপুর পৌর গড়গড়িয়া মাস্টারবাড়ী (শ্রীপুর-মাস্টারবাড়ী আঞ্চলিক সড়কের) এলাকার মিতা টেক্সটাইল গেইট সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত কল্পনা আক্তার (৩৭) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার খানপুর গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার স্ত্রী।সে মাওনা চৌরাস্তা এলাকার জনৈক মোজাম্মেলের বাড়ীতে ভাড়া থেকে মাস্টারবাড়ী ডেনিম্যাক লিমিটেড নামক কারখানায় চাকুরি করতো।

    জানা যায়, প্রতিদিনের ন্যায় শনিবার বিকেলে কারখানা ছুটির পর সহকর্মীদের সাথে রাস্তার পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন কল্পনা । এসময় মিতা টেক্সটাইলের গেইট সংলগ্ন স্থানে পৌছালে পিছন দিক থেকে আসা বেপরোয়া গতির একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে চাকার নিচে পড়ে মাথার পিছনে গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখাকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
    শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি ডাক্তার মঈনুল আতিক জানান, মহিলাটির মাথার পিছনে গুরুতর আঘাত ছিল। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

    শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।