Blog

  • শ্রীপুরে নিখোঁজের দুই দিন পর নদীতে যুকের ভাসমান লাশ উদ্ধার

    শ্রীপুরে নিখোঁজের দুই দিন পর নদীতে যুকের ভাসমান লাশ উদ্ধার

    শ্রীপুরে নিখোঁজের দুই দিন পর নদীতে যুকের ভাসমান লাশ উদ্ধার

    মোহাম্মদ আদনান মামুন, শ্রীপুর থেকে-
    গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের দুই দিন পর নদীতে ভাসমান অব¯’ায় রাসেল (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে কাপাসিয়া থানা পুলিশ ।

    শনিবার (২১ মার্চ) সকালে কাপাসিয়া উপজেলার বানার নদী থেকে ভাসমান অব¯’ায় এ লাশ উদ্ধার করা হয়।

    নিহত মোঃ রাসেল (২৫) শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের লতিফপুর গ্রামের প্রয়াত সিরাজ উদ্দিনের ছেলে।

    কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার (১৯ মার্চ) নদীতে অন্যান্য ছেলেদের গোসল করতে দেখে সেও নদীতে গোসল করতে নামে এবং নদীতে নামার কিছুক্ষণ পর সে নদীতে ডুবে নিখোঁজ হয়ে যায়। ডুবুরি দিয়ে অনেক খোঁজাখুঁজি করে তার লাশ উদ্ধার করতে পারেনি ডুবুরিরা। পরে আজ সকালে নদীতে তার লাশ ভেসে উঠলে তার লাশটি উদ্ধার করা হয়। নিহত রাসেল মানসিক ভারসাম্যহীন ছিল। পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • শ্রীপুরে সুন্নতে খৎনা অনুষ্ঠান আয়োজনে অর্থদন্ডসহ অতিরিক্ত দাম নেওয়ায় ৭ ব্যবসায়ীকে অর্থদন্ড

    শ্রীপুরে সুন্নতে খৎনা অনুষ্ঠান আয়োজনে অর্থদন্ডসহ অতিরিক্ত দাম নেওয়ায় ৭ ব্যবসায়ীকে অর্থদন্ড

    শ্রীপুরে সুন্নতে খৎনা অনুষ্ঠান আয়োজনে অর্থদন্ডসহ অতিরিক্ত দাম নেওয়ায় ৭ ব্যবসায়ীকে অর্থদন্ড

    মোহাম্মদ আদনান মামুন, শ্রীপুর থেকেঃ
    গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের দক্ষিণ বরামা গ্রামে সরকারি নিষেধাজ্ঞা না মেনে সুন্নতে খৎনা অনুষ্ঠানের আয়োজন করায় ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

    এদিকে উপজেলার বিভিন্ন বাজারগুলোতেও বেশি দামে নিত্যপণ্য বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামছুল আরেফীন এর নেতৃত্ব দেন।

    জানা গেছে, করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে সরকার সব ধরনের জনসমাগম এড়িয়ে চলার নির্দেশনা হিসেবে সকল সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ করেছে। সচেতনতা বাড়াতে নানাভাবে এর প্রচার-প্রচারণা চললেও নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার বরমা দক্ষিণ পাড়াগ্রামে শরিফুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়িতে সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে তাদের ওই অনুষ্ঠান বন্ধের নির্দেশনা দেয়া হলেও তারা বন্ধ না করে তা চালিয়ে যান। নির্দেশনা না মানায় দুপুরে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অনুষ্ঠান পণ্ড করে শরিফুল ইসলামকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়।

    পরে বিকেলে উপজেলার আবদার লোহাই বাজারে বেশি দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোজাম্মেল হক ও রহিম উদ্দিন নামের দুই ব্যবসায়ীকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

    এদিকে সন্ধ্যায় শ্রীপুর পৌর এলাকায় মাওনা চৌরাস্তায় কাঁচাবাজারে অভিযান চালানো হয়। এ সময় ঊর্ধ্বমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির অভিযোগে নয়ন মিয়াকে ৩ হাজার, আলম হোসেনকে ৩ হাজার, রাসেল আহমেদকে ৫ হাজার, খোকন মিয়াকে ৫ হাজার ও বাছিরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

    ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামছুল আরেফীন জানান, বাজার নিয়ন্ত্রণে সরকার কঠোরভাবে নজরদারি করছে। এরই অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

  • সাভারের বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান করোনা আতঙ্কে অতিরিক্ত দ্রব্য সামগ্রী ক্রয় বা মজুদ না করার জন্য অনুরোধ

    সাভারের বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান করোনা আতঙ্কে অতিরিক্ত দ্রব্য সামগ্রী ক্রয় বা মজুদ না করার জন্য অনুরোধ

    সাভারের বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান করোনা আতঙ্কে অতিরিক্ত দ্রব্য সামগ্রী ক্রয় বা মজুদ না করার জন্য অনুরোধ করে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন..

     

    প্রিয় বিরুলিয়া ইউনিয়নবাসী,

    আসসালামু আলাইকুম ।

    দেশে নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, আটা, তেল, পেয়াজ, রসুনসহ সকল প্রকার মালামাল পর্যাপ্ত পরিমানে মজুদ আছে । তাই আপনারা আতঙ্কিত হয়ে অতিরিক্ত দ্রব্য সামগ্রী ক্রয় বা মজুদ না করার জন্য সবাইকে অনুরোধ করা হলো।

    এলাকায় যে সকল দোকানদার ও ব্যবসায়ী কারসাজির মাধ্যমে দ্রব্য মূল্যের অতিরিক্ত দাম নেয়ার চেষ্টা করবেন তাদের বিরুদ্ধে প্রশাসনের মোবাইল কোর্টসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।

    অত্র ইউনিয়নের সকল হাট-বাজার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মেম্বার ও হাট-বাজার কমিটির সমন্বয়ে মনিটরিংয়ে ব্যবস্থা করা হয়েছে এবং ব্যবসায়ীদের কোন ধরনের অসংগতি কিংবা মূল্য বৃদ্ধির চেষ্টা পরিলক্ষিত হলে ইউপি চেয়ারম্যান অথবা উপজেলা নির্বাহী অফিসার, সাভারকে অবহিত করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

    মহামারী মোকাবিলায় আতঙ্কিত না হয়ে সচেতন হোন।

    মহান আল্লাহ আমাদের সকলের সহায় হোক-আমিন ।

    সাইদুর রহমান সুজন
    চেয়ারম্যান
    বিরুলিয়া ইউনিয়ন পরিষদ

    সম্পদনায়ঃ আবুল কালাম আজাদ।
    তাং-২০ মার্চ ২০২০ ইং।

  • করোনা ভাইরাস নিয়ে নেপালের প্রস্তুতি, দেখুন!

    করোনা ভাইরাস নিয়ে নেপালের প্রস্তুতি, দেখুন!

    করোনা ভাইরাস নিয়ে নেপালের প্রস্তুতি

    নেপালে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা মাত্র (১) একজন । আর তাতেই নেপাল তাদের সেনাবাহিনীকে দিয়ে এই অস্থায়ী কোয়ারেন্টাইন সেন্টারগুলো প্রস্তুত রেখেছে যাতে ভবিষ্যতে তাদেরকে ইটালির মত ভেঙ্গে পড়তে না হয় । ইউরোপের সমস্ত দেশ থেকে আসা ফ্লাইটগুলো দেশটি বন্ধ করে দিয়েছে তারা ।

    করোনাভাইরাস মোকাবেলায় নেপাল হতে পারে সকলের জন্য জন্য আদর্শ।

    তথ্য সূত্রঃ Voice of America

  • সাভারে বিদেশ ফেরত কোয়ারেন্টাইন না মেনে ২ প্রবাসীর বিয়ে বাতিল করলো ভ্রাম্যমান আদালত

    সাভারে বিদেশ ফেরত কোয়ারেন্টাইন না মেনে ২ প্রবাসীর বিয়ে বাতিল করলো ভ্রাম্যমান আদালত

    সাভারে বিদেশ ফেরত কোয়ারেন্টাইন না মেনে ২ প্রবাসীর বিয়ে বাতিল করলো ভ্রাম্যমান আদালত

    শেখ এ কে আজাদ,সাভার থেকে : সাভারে কোয়ারেন্টাইন না মেনে বিয়ের আয়োজনে জনসমাগম করায় সাভারে দুই জার্মান ও পতুগাল প্রবাসীর বিয়ে বাতিল করেছে সাভার উপজেলা প্রশাসন।

    বৃহস্পতিবার বিকেলে সাভারের ডগরমোড়া ও আশুলিয়ার ধলপুর এলাকায় এঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান।

    এলাকাবাসী জানায়, গত পাঁচদিন আগে জার্মাল ও পর্তগাল থেকে দুই প্রবাসী সাভারে নিজের গ্রামের বাড়িতে ফিরে আসেন। প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হলেও সেটা না মেনে তারা বিয়ের আয়োজন করেন। বিয়ের বিষয়টি উপজেলা প্রশাসন খবর পেলে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিয়ের আসর ভেঙ্গে দেন।

    পরে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। অন্যদিকে, সাভারে হোম কোয়ারেন্টাইন থেকে মা ও ছেলে পলাতক রয়েছে। বিকেলে খবর পেয়ে ওই বাড়িটি পরিদর্শন করেছেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ।

    নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান, গত ১৫ মার্চ মা ও ছেলে ভারত থেকে মানিকগঞ্জের সিংগাইরে নিজ বাড়িতে ফিরে আসেন। পরে সিংগাইর উপজেলা প্রশাসন তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বললে মা ও ছেলে প্রশাসনের চোঁখ ফাকি দিয়ে সাভারের ব্যাংক কলোনী এলাকায় ভাড়া বাসায় অবস্থান নেন।

    এঘটনায় বৃহস্পতিবার খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেটের আসার খবর পেয়ে ওই ভাড়া বাড়ি থেকে মা ও ছেলে পালিয়ে যাওয়ার কারণে তাদেরকে জরিমানা করা সম্ভব হয়নি। নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান আমরা সজাগ রয়েছে মা ও ছেলে ভাড়া বাসায় আসামাত্র আমরা আইনি ব্যবস্থা নেব। এদিকে উৎসুক জনতা ওই বাড়ির আশেপাশে খবর পেয়ে ভিড় জড়ান। এঘটনায় ওই এলাকায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

    এছাড়া করোনা ভাইরাস সাভারে বিদেশ ফেরত ২৮ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে বলে জানিয়েছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়েমুল হুদা।

  • মর্মান্তিক করোনায় মৃত্যু ১ জনের! বাংলাদেশ

    মর্মান্তিক করোনায় মৃত্যু ১ জনের! বাংলাদেশ

    মর্মান্তিক করোনায় মৃত্যু ১ জনের! বাংলাদেশ

    এমন মৃত্যু কারো ভাগ্যে যেন না হয়।
    যিনি বাংলাদেশে করোনায় মারা গেলেন, সেই ব্যক্তিও কি কখনো ভেবেছিলেন, তার লাশের পাশে আসবে না কোনো স্বজন? তার জানাজায় থাকবে না কোন মুসল্লী? শেষবারের মতো এক নজর দেখতে ভীড় করবে না কেউ? এমন মৃত্যু কি কখনো তার কল্পনায় ছিল? হ্যাঁ, এটি এখন বাস্তবতা। ফেসবুকে বিদেশে করোনায় মৃতের লাশ সৎকারের দৃশ্য দেখে শিউরে উঠেছি অনেকেই। এটি ফেসবুক নয়, বাস্তব এবং বাংলাদেশের দৃশ্য। যে দৃশ্য দেখে কেউ স্থির থাকতে পারে না।

    প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত ব্যক্তির দাফন হয়েছে আজিমপুর কবরস্থানে। এই ব্যক্তির দাফন-কাফনে তার স্বজনদের কেউ উপস্থিত ছিলেন না। এমনকি হয়নি জানাজাও। আঞ্জুমান মুফিদুল ইসলাম লাশের দাফনের ব্যবস্থা করেছে। ঢাকা জেলা প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেট দূর থেকে শুধু তদারকি করেছেন।

    কে জানে, এমন দুর্ভাগ্য আপনার-আমার হবে না? হে আল্লাহ মাফ করুন আমাদের-আমিন।

    উল্লেখ্যঃ বিদেশ থেকে আগত এক আত্মীয়ের মাধ্যমে সংক্রামিত হয়েছিলেন এই বৃদ্ধ। একমাত্র সচেতনতাই পারে আমাদের এই দুর্যোগ থেকে বাঁচাতে…

    সংগ্রীতঃফেসবুক

  • শ্রীপুরে ইজ্জতপুর রেলওয়ে স্টেশনটি ৮ বছর ধরে বন্ধ রয়েছে,দেখার কেউ নেই!

    শ্রীপুরে ইজ্জতপুর রেলওয়ে স্টেশনটি ৮ বছর ধরে বন্ধ রয়েছে,দেখার কেউ নেই!

    শ্রীপুরে ইজ্জতপুর রেলওয়ে স্টেশনটি ৮ বছর ধরে বন্ধ রয়েছে,দেখার কেউ নেই!

    মোহাম্মদ আদনান মামুন, শ্রীপুর থেকে-
    গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ইজ্জতপুর রেলওয়ে স্টেশনটি গত ৮ বছর যাবত বন্ধ রয়েছে । অবহেলায় গুরুত্ব হারাচ্ছে স্টেশনটি। স্থাপনা গুলি ভেঙ্গে পড়তে শুরু করেছে। বর্তমানে ঘর গুলি মাধক সেবনের আড্ডা খানা।
    ১৯৬৫ সাল তদকালিন পূর্ব পাকিস্থান সরকারের আমলে এ স্টেশন চালু হয়। সে সময় এই এলাকায় অন্যকোন চলাচলের ব্যবস্থা ছিল না পায়ে হেটে রাজধানী ও জেলার সাথে যোগাযোগ করতে হতো। ট্রেনই ছিল একমাত্র যোগাযোগ মাধ্যম। বর্তমানেও জেলা শহর অথবা রাজধানীর সাথে যোগাযোগ করতে হলে কোন যায়গায় ৫ কিলোমিটার কোন যায়গায় ১০ কিলোমিটার রাস্তা অট্রো রিক্রসা অথবা পায়ে হেটে বাস রাস্থায় যেতে হয়। গত ৮ বছর আগে এ স্টেশনে ৩ টি লোকাল ট্রেন যাত্রা বিরতি করত । গত ৮ বছর ধরে কোন ট্রেনই এখানে যাত্রা বিরতি করেনা। অর্ধ যুগের বেশী সময় ধরে ইজ্জতপুর রেলওয়ে স্টেশনটি অচল হয়ে পড়ে রয়েছে। জনবলের অভাবে ৮ বছর ধরে স্থায়ীভাবে বন্ধ রয়েছে। এলাকাবাসী রেলমন্ত্রী ও উন্নয়নের রুপকার মাননীয় প্রধান মন্ত্রীর কাছে স্টেশনটি মেরামত করে দ্রুত চালুর দাবী জানান।
    স্টেশনটি চালু থাকলে কম সময়ে জেলা শহর এবং রাজধানীসহ বিভিন্ন এলাকায় সহজে অল্প খরচে রেলের মাধ্যমে যাতায়ত করা যায়, এই এলাকার ব্যবসাযীদেও মাল আনানেওয়ার এক মাত্র রাস্তা ছিল রেল। কিন্তু বাসে মাধ্যমে রাজধানীসহ বিভিন্ন স্থানে যেতে হলে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় তাতে মুল্যবান সময় নষ্ট হয়।
    শাহজাহান মিয়া জয়দেবপুর স্টেশন মাস্টার জানান ইজ্জতপুর স্টেশনটি দীর্ঘদিন যাবত বন্ধ রয়েছে জনবল সংকট, সরকার জনবল নিয়োগ দেয়া শুরু করেছে নিয়োগ সপূর্ণ হয়ে গেলে পরে তাছাড়া ডাবল লাইনের কাজ চলছে লাইনের কাজ হয়ে গেলে ইজ্জতপুর স্টেশনটি চালু হয়ে যাবে বলে জানান।
    এলাকাবাসি সমস্যার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে স্থানীয় সংসদ সদস্য এরই মাঝে স্টেশনটি চালু করাতে রেল মন্ত্রনালয়ে অনুরোধ জানিয়েছে। তিনি আশা করছেন জনবল নিয়োগ করেও অন্যান্য সমস্যা সমাধান করে অচিরেই এই আবারো চালু করা হবে এই স্টেশনটি।
    গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ বলেন আশপাশের ১৫টি গ্রামের মানুষ জেলা শহর ও রাজধানীর সাথে সহজ যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল এ স্টেশনটি। ফলে সহজ ও নিরাপদ যাত্রা বিঘ্নিত হয়ে যাত্রীদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে। বিষয়টি নিয়ে বিন্দুবাড়ী ইজ্জতপুরসহ কয়েকটি এলাকার মানুষ মিলে প্রায় পৌনে ৪০০ এলাকাবাসীর স্বাক্ষর সংবলিত একটি লিখিত আবেদন রেলওয়ের মহাপরিচালক বরাবর জমা দেন তাতেও কোন কাজ হচ্ছে না এ নিয়ে জনমনে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হচ্ছে।

  • সাভারে ক‌রোনা আতঙ্কে মুনাফালোভী ব্যবসায়ীরা মূল্যবৃ‌দ্ধির অপরা‌ধে ভ্রাম্মমান আদাল‌তের অভিযানে ১ লক্ষ ৫০ হাজার টাকা জ‌রিমানা

    সাভারে ক‌রোনা আতঙ্কে মুনাফালোভী ব্যবসায়ীরা মূল্যবৃ‌দ্ধির অপরা‌ধে ভ্রাম্মমান আদাল‌তের অভিযানে ১ লক্ষ ৫০ হাজার টাকা জ‌রিমানা

    সাভারে ক‌রোনা আতঙ্কে মুনাফালোভী ব্যবসায়ীরা মূল্যবৃ‌দ্ধির অপরা‌ধে ভ্রাম্মমান আদাল‌তের অভিযানে ১ লক্ষ ৫০ হাজার টাকা জ‌রিমানা

    শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
    সাভারে ক‌রোনা আতঙ্কে চাউলের আড়তে মুনাফালোভী ব্যবসায়ীরা মূল্যবৃ‌দ্ধির অপরা‌ধে ভ্রাম্মমান আদাল‌তের অভিযানে ১ লক্ষ ৫০ হাজার টাকা জ‌রিমানা করেছে উপজেলা ভ্রাম্যমান আদালত।

    ‌ বৃহস্পতিবার দুপুর (১৯) মার্চ সাভার নামাবাজার এলাকায় চাউ‌লের আড়ৎদার ও খুচরা বি‌ক্রেতা‌দের কা‌ছে বি‌ভিন্ন অং‌কের জ‌রিমানা আদায় ক‌রেন।
    সাভার উপজেলা ভূমি কর্মকর্তা ও ‌নির্বাহী মে‌জি‌স্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ এর নেতৃ‌ত্বে এ অভিযান চালানো হয়।
    সাভার নামা বাজা‌রে প্র‌তি পঞ্চাশ কে‌জি চাউ‌লের বস্তায় দুইশ থে‌কে তিনশ টাকা মূল্য বৃ‌দ্ধি, দোকা‌নে মূল্য তা‌লিকা না থাকা, অ‌ধিক মূ‌ল্যে চাউল বি‌ক্রি করে মুনাফা অর্জন, ট্রেড লাই‌সেন্স না থাকা, দোকা‌নের সাইন‌বোর্ড না থাকায় ভোক্তা অ‌ধিকার আইন ২০০৯ এর ৩৯, ৪০ ধারা ভ‌ঙ্গের অপরা‌ধে
    মেসার্স হা‌নিফ রাইচ এ‌জে‌ন্সি (বড়ঘর) এর মা‌লিক স্বপন সাহা‌কে ১ লক্ষ টাকা, মেসার্স সুজন রাইচ এ‌জে‌ন্সি‌কে ৩০ হাজার টাকা ও গোপাল ষ্টোর‌কে ২০ হাজার টাকা জ‌রিমানা আদায় করা হয়।

    নির্বাহী মে‌জি‌স্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ প্রতিবেদক‌কে ব‌লেন এক শ্রে‌ণির অসাধু ব্যবসায়ী ক‌রোনা ভাইরা‌সের আতঙ্ক ছ‌ড়ি‌য়ে বাজা‌রে নিত্য প্র‌য়োজনীয় প‌ণ্যের অ‌যৌ‌ক্তিক মূল্যবৃ‌দ্ধির পায়তারা কর‌ছেন। প্রসাশন ও পু‌লি‌শের ক‌ঠোর ম‌নিট‌রিং এর মাধ্য‌মে অভিযোগ পেলেই অ‌ভিজান অব্যাহত থাক‌বে।
    ১৯.৩.২০

  • করোনা নিয়ে যারা বিদেশ থেকে আসছেন ‘ওরা ভাল চায় নি’

    করোনা নিয়ে যারা বিদেশ থেকে আসছেন ‘ওরা ভাল চায় নি’

     

    করোনা নিয়ে বিদেশ থেকে যারা আসছেন। ওরা ভাল চায় নি,তাই মিলে মিশে পরিবারকে পুশ দিয়ে একই সাথে বিদায় নিবে তার সাথে সমাজের মানুষকে পুশ না ঢুকিয়ে ছাড়বে না। এটি এখন পরিবার ও সমাজের মানুষ হত্যাকারীর সাথে তুলনা করা যায়, ওই ভাইরাস আক্রান্ত বিদেশ ফেরত লোক দেশে আসা উচিত হচ্ছে না,এটি দন্ডনিয় হতে পারে। করোনা নিয়ে যারা আসছে তাদের কঠিন শাস্তি দাবী এখন দেশের আতঙ্ক হওয়া মানুষগুলো । অনেকে বলেছেন আমরা দেশের মানুষ ভালোই ছিলাম কিছু মানুষ বিদেশ থেকে ভাইরাস নিয়ে এসে আমাদেরসহ দেশকে বিপদে ফেলল এখন তাদের জন্য আমাদের সাবধান থাকা লাগবে।
    এর প্রতিকার হওয়া উচিত বলে জানিয়েছেন অনেকে।

    সম্পাদনায়ঃশেখ এ কে আজাদ

  • সাভার ও আশুলিয়ায় সকল বিনোদন কেন্দ্রসহ অন্যাঅন্য কেন্দ্র বন্ধের নির্দেশ দিলেন উপজেলা প্রশাসন

    সাভার ও আশুলিয়ায় সকল বিনোদন কেন্দ্রসহ অন্যাঅন্য কেন্দ্র বন্ধের নির্দেশ দিলেন উপজেলা প্রশাসন

    সাভার ও আশুলিয়ায় সকল বিনোদন কেন্দ্রসহ অন্যঅন্য কেন্দ্র বন্ধের নির্দেশ দিলেন উপজেলা প্রশাসন

    শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
    সাভার ও আশুলিয়া যে সকল বিনোদন কেন্দ্রসহ অন্যঅন্য কেন্দ্র রয়েছে করোনার ভাইরাসের প্রাদুর্ভাবে সংশ্লিষ্ট মালিকদের বন্ধের নির্দেশ দিলেন উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমানের বুধবার (১৮) সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ঢাকা জেলার সাভার উপজেলাধীন সকল ব্যক্তি মালিকানাধীন পর্যটনকেন্দ্র, বিনোদন কেন্দ্র (পার্ক), কমিউনিটি সেন্টার ও দর্শণীয় স্থান সমূহের সংশ্লিষ্ট চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকগণকে অবগতির জন্য জানিয়েছেন বিশ্বব্যাপি করোনা ভাইরাসের প্রাদূভার্ব হওয়ায় দেশব্যাপি করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় জনসমাগম এড়িয়ে চলার স্বার্থে উক্ত প্রতিষ্ঠানসমূহ আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে।
    সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমানের নিকট জানতে চাইলে তিনি বলেন, বিনোদন কেন্দ্রসহ অন্যাঅন্য কেন্দ্র বন্ধের নির্দেশ দিয়ে সকলকে চিঠি পাঠানো হয়েছে।কেউ নির্দেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে আইন আনুগ ব্যবস্থা গ্রহন করা হবে। বিদেশ ফেরত যাত্রী সরকারের নির্দেশ অনুযায়ী ১৪ দিন হোম কোয়ারান্টাইনে থাকবেন।আইন অমান্যকারীর অভিযোগ পেলে ব্যবস্থা।