মন্ত্রানালয়ে কেউ দুর্নীতি করলে ছাড় পাবে না জাবিতে বার্ষিক উদ্ভিদ বিজ্ঞান সম্মেলন উদ্বোধনেঃ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

  • শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ

খাদ্য মন্ত্রণালয় দুর্নীতি মুক্ত হয়েছে এবং এ মন্ত্রণালয়ে বিগত এক বছরে কোন কর্মকর্তা-কর্মচারী দুর্নীতি করতে পারেনি বলে দাবি করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

শনিবার ১৮ জানুয়ারি দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জহির রায়হান মিলনায়তে উদ্ভিদ
বিজ্ঞান বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটির যৌথ উদ্যোগে বার্ষিক উদ্ভিদ বিজ্ঞান সম্মেলন উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

এসময় তিনি আরো বলেন, খাদ্যমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব নেওয়ার পরে মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে শুদ্ধাচার সেমিনার করা হয়েছে তারা যেন দুর্নীতির উর্দ্ধে থেকে সফল মন্ত্রণালয় হিসেবে গড়ে তোলেন। আমি মন্ত্রী হিসেবে আশা করি কর্মকর্তা-কর্মচারীরা আগের থেকে অনেক ভালো আছেন, ‘কেউ দুর্নীতি করলে ছাড় পাবেনা উল্লেখ করে তিনি আরও বলেন সরকার অ্যাপ এর মাধ্যমে মাঠ পর্যায়ের কৃষকদের কাজ থেকে ধান সংগ্রহ শুরু করেছে। পুলিশ,সেনাবাহিনী বিজিবির জন্য খাদ্য মন্ত্রণালয়ে সাত থেকে আট লাখ টন রিজার্ভ রাখতে হয় চাউল। তাই এবার বেশী করে ধান কেনা হচ্ছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। সম্মেলনের মুল প্রতিপাদ্য বিষয় ছিলো উদ্বিদ বিজ্ঞানে অভিনব উদ্ভাবন এবং সাম্প্রতিক উন্নয়ন। এছাড়া অনুষ্ঠানে প্রায় ১০০ জন উদ্বিদ বিজ্ঞানী অংশ গ্রহন করে ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *