সাভার পৌর ব্যাংক কলোনি বাড়ি মালিক সমিতির সভাপতির মাতা মুরহুমার স্মরনে আগামী ১৮ জানুয়ারী দোয়া অনুষ্ঠিত হবে,সকলকে উপস্থিত হওয়া অনুরোধ করেছেন সমিতির কর্তৃপক্ষ।।
সাভার পৌর ব্যাংক কলোনি বাড়ি মালিক সমিতির সভাপতি আযহারের মাতা মোসাঃ রাবেয়া খাতুন গত ১২ জুলাই সকালে সাভারের ব্যংক কলোনি নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারনে মারা গেছে( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। সাভার পৌর এলাকার তালবাগ কবরস্থানে তার নামাজের জানাযা অনুষ্ঠিত হয়েছে। মৃত্যুকালে তিনি ছেলে,নাতী,পুতিসহ বহুগুন গ্রাহী রেখে গেছেন।
তার রুহের মাগফেরাত কামনার জন্য আগামী ১৮ জানুয়ারি শনিবার বিকালে বাদ মাগরিবের পর দোয়ার আয়োজন করা হয়েছে। সকলে উপস্থিত কামনা করছেন সমিতির কর্তৃপক্ষ।
এলাকার প্রতিবেশী ব্যবসায়ী আব্বাস মোল্লা ভূইয়া জানান, মুরহুমা মোসাঃ রাবেয়া খাতুন তিনি একজন ধার্মিক মানুষ ছিলেন তার রুহের মাগফেরাত কামনার জন্য তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন। ।। বিজ্ঞপ্তি।।
সম্পাদনায়ঃ আবুল কালাম আজাদ
Leave a Reply