Author: sattersangbad24

  • করোনাভাইরাসের টিকার ক্লিনিক্যাল ট্রায়াল আয়োজনের সুপারিশ কর কারিগরি কমিটির

    করোনাভাইরাসের টিকার ক্লিনিক্যাল ট্রায়াল আয়োজনের সুপারিশ কর কারিগরি কমিটির

    করোনাভাইরাসের টিকার ক্লিনিক্যাল ট্রায়াল আয়োজনের সুপারিশ কর কারিগরি কমিটির

    করোনাভাইরাসের টিকার ক্লিনিক্যাল ট্রায়াল বাংলাদেশে হওয়া উচিত বলে মন্তব্য করে বিবৃতি প্রকাশ করেছে বাংলাদেশের কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

    বাংলাদেশের মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার উদ্দেশ্যে এই ট্রায়াল বাংলাদেশে চালানো উচিত বলে মন্তব্য করে বিবৃতি প্রকাশ করেছে কমিটি।

    আন্তর্জাতিক বাজারে টিকা এলে তা শুরুতে কীভাবে বাংলাদেশের মানুষের জন্য পাওয়া সম্ভব, সেই বিষয়গুলো মূলত উঠে এসেছে কারিগরি কমিটির বিবৃতিতে।

    যেসব প্রতিষ্ঠান বা দেশ টিকার ট্রায়ালের তৃতীয় পর্যায়ে রয়েছে, টিকা বাজারে আসার পর অগ্রাধিকার ভিত্তিতে পাওয়া নিশ্চিত করতে তাদের সাথে এখনই যোগাযোগ করার সুপারিশ করেছে কমিটি।

    পাশাপাশি টিকা প্রদানের জন্য প্রয়োজনীয় সিরিঞ্জ উৎপাদন বা কেনার প্রস্তুতি রাখা, টিকা পাওয়ার পর তা সংরক্ষণ, বিতরণের পরিকল্পনা ঠিক করে রাখা এবং টিকা পাওয়ার পর জনসংখ্যার কারা অগ্রাধিকার পাবে তা এখনই ঠিক করে রাখার আহ্বান জানানো হয় কমিটির সুপারিশে।

    বিবৃতিতে বলা হয়, কয়েকটি সংস্থার টিকার তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল ব্রাজিল, ভারত, ইন্দোনেশিয়া, চিলি, সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি বাংলাদেশে হলে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি ও তা প্রমাণের সুযোগ তৈরি হবে।

    এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত লাইভ স্বাস্থ্য বুলেটিন চালিয়ে যাওয়ার পক্ষেও সুপারিশ করা হয় কারিগরি কমিটির বিবৃতিতে। বুলেটিন চালানোর পাশাপাশি সপ্তাহে একদিন গণমাধ্যমের উপস্থিতিতে প্রশ্নোত্তর পর্বও পরিচালনা করার সুপারিশ করা হয়।

  • খুলনা খালিশপুরে বন্ধুদের সামনে যুবককে কুপিয়ে হত্যা

    খুলনা খালিশপুরে বন্ধুদের সামনে যুবককে কুপিয়ে হত্যা

    খুলনা খালিশপুরে বন্ধুদের সামনে যুবককে কুপিয়ে হত্যা

    খুলনাঃখুলনার খালিশপুর উপজেলায় বন্ধুদের সামনে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

    বুধবার রাত সাড়ে দশটায় উপজেলার লাল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

    নিহতের নাম হাসিব (২২)। তিনি খালিশপুরের তৈয়েবা কলোনির হাবিবুর রহমানের ছেলে। তিনি খালিশপুর সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে ছাত্রলীগের একজন কর্মী।

    এ ঘটনায় আহত হয়েছে আরো দুজন। তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    খালিশপুর থানার ওসি সাব্বিরুল আলম জানান,পূর্ব শত্রুতার জের ধরে রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার লাল হাসপাতালের সামনে কয়েকজন যুবক হাসিব ও তার বন্ধুদের ওপর হামলা চালায়।এসময় তাদের ধারালো দায়ের কোপে হাসিব ঘটনাস্থলে নিহত এবং জোবায়ের (২৫) ও মো. রানা (২৫) নামে দুজন আহত হন। আহত দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

  • শ্রীপুরে পুকুরে গোসল করতে গিয়ে শিশুসহ দু’জনের মৃত্যু

    শ্রীপুরে পুকুরে গোসল করতে গিয়ে শিশুসহ দু’জনের মৃত্যু

    শ্রীপুরে পুকুরে গোসল করতে গিয়ে শিশুসহ দু’জনের মৃত্যু 

    মোহাম্মদ আদনান মামুন, নিজস্ব প্রতিনিধি; গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার বেলা তিনটার দিকে এঘটনা ঘটে। নিহতরা হলেন, শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের আব্দুর রহমানের ছেলে আব্দুস সামাদ (৫০) ও একই এলাকার আলী হোসেনের ছেলে নাইম (৯)। স্থানীয়দের বরাত দিয়ে শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত)

    মনিরুজ্জামান খান জানান, বুধবার বেলা তিনটার দিকে শিশু নাইম বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। এসময় ওই শিশু পানিতে তলিয়ে যেতে থাকলে তাকে বাঁচাতে এগিয়ে আসেন আব্দুস সামাদ। এক পর্যায়ে তিনিও পানিতে তলিয়ে যান। শিশু নাইমকে না পেয়ে স্বজনরা চারদিকে খোঁজাখুজির পর বিকেলে দুইজনের মরদেহ পুকুরে ভাসতে দেখেন। পরে স্থানীয়রা বিকেল সাড়ে ৫টার দিকে মরদেহ উদ্ধার করে এবং থানা পুলিশে খবর দেয়।

  • দরিদ্র জনগণের দিকে তাকিয়ে করোনা ফি কমলো

    দরিদ্র জনগণের দিকে তাকিয়ে করোনা ফি কমলো

    দরিদ্র জনগণের দিকে তাকিয়ে করোনা ফি কমলো

    ঢাকাঃ করোনা পরীক্ষা করাতে ফি ধরার কারণে টেস্ট কমে গিয়েছিল। তবে এখন ফি কমানোর পর টেস্টের সংখ্যা বাড়বে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, জনগণের দিকে তাকিয়ে ফি কমানো হলো।

    আজ বুধবার ( ১৯ আগস্ট) সচিবালয়ে করোনার নমুনা পরীক্ষার ফি কমানো বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ফিয়ের কারণে অনেক দরিদ্র মানুষ পরীক্ষা করতে কিছুটা আগ্রহ হারিয়েছেন। এ বিষয়ে পরে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনাও করেছি। তার একটা নির্দেশনা নিয়েছি। আমাদের প্রস্তাবনায় তিনি নির্দেশনা দিয়েছেন, হাসপাতালে গিয়ে ২০০ টাকা যে ফি নেওয়া হতো সেটা কমিয়ে ১০০ টাকা করার জন্য। আর বাড়িতে পরীক্ষা করাতে হলে ৫০০ টাকার পরিবর্তে ৩০০ টাকা নেওয়া হবে। জনগণের দিকে তাকিয়ে ফিয়ের নতুন হার বলবত করা হলো। আমরা আশা করি, ফি কমিয়ে দেওয়ায় টেস্টের সংখ্যা বাড়বে।’

    তিনি বলেন, ‘আমাদের সবসময় ইচ্ছা, টেস্ট করা হোক এবং সংক্রমিত ব্যক্তি চিহ্নিত হোক, তাদের সেবার আওতায় আনা হোক। কিন্তু টেস্টের সংখ্যা সেভাবে বাড়ে নাই। আমাদের এখন যথেষ্ট ল্যাব রয়েছে, কিটসের কোনও অভাব নাই। আশা করি, এই পরিবর্তনের ফলে আগামীতে টেস্টের সংখ্যা বৃদ্ধি পাবে।’

    কবে নাগাদ এ সিদ্ধান্ত কার্যকর করা হবে জানতে চাইলে তিনি বলেন, ‘সব স্বাক্ষর করা হয়ে গেছে, পত্রিকাতেও দিয়ে দেবো। সার্কুলার হতে যতটুকু সময় লাগে। তবে শিগগিরই সিদ্ধান্ত কার্যকর হবে।’

    প্রসঙ্গত, গত ২৮ জুন ফি নির্ধারণ করে দেওয়ার প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাস (কোভিড-১৯) টেস্ট বিনামূল্যে হওয়ার ফলে অধিকাংশ মানুষ উপসর্গ ছাড়াই পরীক্ষা করার সুযোগ গ্রহণ করছে। এমন পরিস্থিতিতে কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য অপ্রয়োজনীয় টেস্ট পরিহার করার লক্ষ্যে ফি নির্ধারণ করে সরকার। সরকারি হাসপাতালে বা বুথে নমুনা পরীক্ষার জন্য ২০০ টাকা এবং বাড়িতে ডেকে নমুনা পরীক্ষা করা হলে ৫০০ টাকা নির্ধারণ করা হয় তখন।

    ফি দিয়ে করোনার পরীক্ষা করার সিদ্ধান্তের পর থেকেই নমুনা পরীক্ষা কমে যেতে থাকে। তবে বিশেষজ্ঞরা এ সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলেছেন।
    ডেক্স সংবাদ

  • সাভারের ভাকুর্তায় বন্যার্তদের মাঝে সংসদ সদস্য,সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ

    সাভারের ভাকুর্তায় বন্যার্তদের মাঝে সংসদ সদস্য,সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ

    সাভারের ভাকুর্তায় বন্যার্তদের মাঝে সংসদ সদস্য,সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ

    শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
    সাভারের ভাকুর্তা ইউনিয়নের বিভিন্ন গ্রামে বন্যার্ত ও সমাজের অসহায় মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৯ আগষ্ট বুধবার দুপুরে ঢাকা-২ আসনের সংসদ সদস্য (এমপি) ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের পক্ষে ও সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেনের তত্বাবধানে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, আটা ও স্যালাইনসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য। এসময় ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সাভারে অপহরণ ও চাঁদাবাজির মামলায় কথিত এক সাংবাদিক গ্রেফতার

    সাভারে অপহরণ ও চাঁদাবাজির মামলায় কথিত এক সাংবাদিক গ্রেফতার

    সাভারে অপহরণ ও চাঁদাবাজির মামলায় কথিত এক সাংবাদিক গ্রেফতার

    নিজেস্ব প্রতিবেদক,সাভারঃ

    সাভারে পোশাক শ্রমিককে তুলে নিয়ে আটকে রেখে মুক্তিপণ আদায় ও চাঁদাবাজির অভিযোগে সিদ্দিকুল ইসলাম ওরফে রিপন নামে এক কথিত সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ।

    বুধবার (১৯ আগস্ট) দুপুরে তাকে সাভার মডেল থানা থেকে আদালতে পাঠানো হয় । এরআগে মঙ্গলবার রাতে তাকে সাভারের হেমায়েতপুর থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সিদ্দিকুল ইসলাম ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার কমলাপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। বর্তমানে সে সাভারের তেতুলঝোড়া বসবাস করে আসছিল। সে নিজেকে একটি পত্রিকার সাংবাদিক বলে দাবী করে আসছিল।

    এ বিষয়ে বাদীর বরাত দিয়ে সাভার মডেল থানার হেমায়েতপুর ট্যানারি ফাঁড়ি ইনচার্জ ও পুলিশ পরিদর্শক জাহিদুল ইসলাম জানান, গত ১৬ আগস্ট দিবাগত রাতে হেমায়েতপুরের রাজফুলবাড়িয়া এলাকা থেকে খোকন মিয়া নামে এক পোশাক শ্রমিককে কৌশলে তুলে নিয়ে অভিযুক্ত কথিত সাংবাদিক সিদ্দিকসহ ৬ জন তাকে নিয়ে মারধর ও মুক্তিপণ আদায় করে। পরে খোকনকে বাঁচাতে তার স্ত্রী আসামীদের ৩০ হাজার টাকার ব্যাংক চেক ও নগদ বিকাশের মাধমে ৬হাজার২০০ টাকা দেয় ও নগদ ৪০০০টাকা নেয়। এঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করে। পরে পুলিশ তদন্ত করে মামলা রুজু করে।

    এ ঘটনায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ জানান, বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া হয়েছে। এ ঘটনায় একজন গ্রেফতার করা হয়েছে ও বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। এধরনের অপরাধে যারাই করবে তাদের আইনের আওতায় আসতে হবে বলেও জানান এই কর্মকর্তা।

  • ছয়ে সেপ্টেম্বর অনুমতি পেলে আইপিও লটারি করবে ওয়ালটন

    ছয়ে সেপ্টেম্বর অনুমতি পেলে আইপিও লটারি করবে ওয়ালটন

     

    ছয়ে সেপ্টেম্বর অনুমতি পেলে আইপিও লটারি করবে ওয়ালটন

    শেয়ারবাজার সংবাদ: প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর মাধ্যমে অর্থ উত্তোলনের প্রক্রিয়াধীন অবস্থায় থাকা দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড অনুমতি পেলে আগামী ৬ সেপ্টেম্বর আইপিও লটারির আয়োজন করবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।

    সংশ্লিষ্ট সূত্র মতে, কোম্পানিটি আগামী ৬ সেপ্টেম্বর ডিজিটাল প্লাটফর্মে আইপিও লটারির আয়োজন করার জন্য তারিখ নির্ধারণ করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করেছে। বিএসইসির অনুমোদন পেলে এবং সবকিছু ঠিক থাকলে আগামী ৬ সেপ্টেম্বর আইপিও লটারি অনুষ্ঠিত হবে। যেকোনো কারণে সিদ্ধান্তে পরিবর্তন হলে এই তারিখ পরিবর্তন করা হবে বলে সূত্র জানিয়েছে।

    কোম্পানিটির আইপিওতে মোট ২৩৩ জন যোগ্য বিনিয়োগকারী ৩১৫ টাকা কাট অব প্রাইসে আবেদন করেছে। এরমধ্যে ৬৬ জন যোগ্য বিনিয়োগকারী কাট অব প্রাইসের থেকে বেশি ৩১৬ টাকা বা তদূর্ধ্ব টাকায় আবেদন করেছে।

    এর আগে কোম্পানির আইপিওতে আবেদন গত ৯ আগস্ট শুরু হয়ে ১৬ আগস্ট পর্যন্ত চলে।

    কোম্পানির আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের জন্য প্রতিটি শেয়ার ২৫২ টাকা করে (২০% ছাড়ে) মোট ২০টি শেয়ারের মূল্য আসে ৫০৪০ টাকা এবং যোগ্য বিনিয়োগকারীদের জন্য প্রতিটি শেয়ার ৩১৫ টাকা করে মোট ২০টি শেয়ারের মূল্য আসে ৬৩০০ টাকা করে লট নির্ধারণ করা হয়।

    এছাড়া কোন বিনিয়োগকারী একাধিক লটের জন্য আবেদন করেও থাকেন অতিরিক্ত আবেদন জমা পড়ার কারণে প্রত্যেক বিনিয়োগকারীর একটি করে লট গণনা করা হবে।

    সূত্র মতে, কোম্পানিটি গত ৬ জুলাই (সোমবার) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে কন্সেন্ট লেটার পেয়েছে। এর মাধ্যমেই কোম্পানিটি আইপিও আবেদনের তারিখ নির্ধারণ করে।

    এর আগে বিএসইসির ৭২৯ তম কমিশন সভায় কোম্পানির আইপিও অনুমোদন দেয়া হয়।

    বুক বিল্ডিং পদ্ধতির আইপিওতে কোম্পানিটি ২৯ লাখ ২৮ হাজার ৩৪৩টি শেয়ার ইস্যু করবে। এর মধ্যে ১৩ লাখ ৭৯ হাজার ৩৬৭টি শেয়ার নিলামে সফল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হবে। বাকি ১৫ লাখ ৪৮ হাজার ৯৭৬টি শেয়ার বিক্রি করা হবে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

    সূত্র মতে, কোম্পানিটি শেয়ারবাজার থেকে মোট ১০০ কোটি টাকা সংগ্রহ করবে। এরমধ্যে বিডিংয়ে অংশ নেওয়া যোগ্য বিনিয়োগকারীদের কাছ থেকে ৬০ কোটি ৯৬ লাখ ৫৭ হাজার ৮০৫ টাকা ও আইপিওতে সাধারন বিনিয়োগকারীদের কাছ থেকে ৩৯ কোটি ৩ লাখ ৪২ হাজার ১৯৫ টাকা সংগ্রহ করা হবে। উত্তোলনযোগ্য ১০০ কোটি টাকার মধ্যে ৬২ কোটি ৫০ লাখ টাকা ব্যবসা সম্প্রসারণের কাজে ব্যবহার করা হবে। এছাড়া ৩৩ কোটি টাকা দিয়ে ঋণ পরিশোধ ও ৪ কোটি ৫০ লাখ টাকা দিয়ে আইপিও খরচ পরিচালনা করা হবে।

    বিডিংয়ে ওয়ালটনের কাট-অফ প্রাইস হয়েছে ৩১৫ টাকা। এই দরে বিডিংয়ে অংশ নেওয়া যোগ্য বিনিয়োগকারীরা ওয়ালটনের শেয়ার কিনবেন। তবে ১০ শতাংশ ডিসকাউন্টে আইপিওতে শেয়ার ইস্যুর বিধান থাকলেও ওয়ালটন সাধারন বিনিয়োগকারীদের স্বার্থে ২০ শতাংশ ডিসকাউন্টে প্রতিটি শেয়ার ২৫২ টাকা করে ইস্যু করবে।

    গত ৩০ জুন, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছর শেষে পুনঃমূল্যায়নজনিত সঞ্চিতিসহ কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য বা এনএভিপিএস ছিল ২৪৩ টাকা ১৬ পয়সা। আর পুনর্মুল্যায়ন সঞ্চিতি ছাড়া শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৩৮ টাকা ৫৩ পয়সা।

    সর্বশেষ ৫ অর্থবছরে কোম্পানিটির ভারিত গড় হিসাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২৮ টাকা ৪২ পয়সা।

    কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্বে আছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
    -ডেক্স সংবাদ

  • জেড’গ্রুপের শেয়ার সেটেলমেন্টের নতুন নিয়ম চালু আগামী সপ্তাহে ‘

    জেড’গ্রুপের শেয়ার সেটেলমেন্টের নতুন নিয়ম চালু আগামী সপ্তাহে ‘

    জেড’গ্রুপের শেয়ার সেটেলমেন্টের নতুন নিয়ম চালু আগামী সপ্তাহে ‘

    সু-শাসন নিশ্চিতে পুঁজিবাজারের তালিকাভুক্ত জেড ক্যাটাগরির কোম্পানিগুলোর বিষয়ে কঠোর অবস্থানে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরটিজ অ্যান্ড কমিশন (বিএসইসি)।ইতিমধ্যেই শেয়ার লেনদেন সহজ করতে সেটেলমেন্টে সময় কমানোর সিদ্ধান্ত নেয় বিএসইসির ৭৩৫তম কমিশন সভায়।‘জেড’গ্রুপের শেয়ার সেটেলমেন্টের নতুন নিয়ম কার্যকর হচ্ছে আগামী সপ্তাহে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

    প্রাপ্ত তথ্যমতে,কমিশন সভার সিদ্ধান্ত অনুযায়ী জেড ক্যাটাগরির শেয়ার টি প্লাস থ্রিতে সেটেলমেন্ট করতে বিএসইসি থেকে এ বিষয়ে পূর্ববর্তী নােটিফিকশন এবং আদেশ বাতিল করে একটি নােটিফিকেশন ইস্যু করতে হবে। এ জন্য নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে।

    আগামী সপ্তাহের যে কোন দিন এটি কার্যকরের ঘোষনা আসবে বলে বিএসইসির একাধিক সুত্র নিশ্চিত করেছে। এবিষয়ে ডিএসইসি সূত্রে জানা গেছে, ‘জেড’গ্রুপের শেয়ার সেটেলমেন্টের নতুন নিয়ম কার্যকর করতে ডিএসইসির সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে। বিএসইসি থেকে চিঠি পেলেই এটি কার্যকর করা হবে।

    এছাড়াও সুশাসন নিশ্চিতে জেড ক্যাটাগরির কোম্পানিতে স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য সম্প্রতি কঠিন সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

    জানা গেছে,সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে- জেড ক্যাটাগরির কোম্পানির স্পন্সর ও পরিচালকদের ধারণকৃত শেয়ার বিক্রয়, হস্তান্তর, স্থানান্তর এবং প্লেজ বন্ধ রেখেছে।জেড ক্যাটাগরিতে লেনদেনকৃত কোম্পানীসমুহকে ছয় মাসের মধ্যে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে হবে।সকল ধরণের শেয়ার হােল্ডার মিটিং (এজিএম/ইজিএম) ই ভোটিং/ অনলাইনের সুবিধা প্রদানপূর্বক ডিজিটাল প্লাটফর্মে অথবা হাইব্রিড সিস্টেমে করতে হবে। যে সকল কোম্পানী দুই বছর বা তদূর্ধ সময় ধরে জেট ক্যাটাগরিতে অন্তর্ভূক্ত সেই সমস্ত কোম্পানি, পঁয়তাল্লিশ কর্মদিবসের মধ্যে চলমান বাের্ড পুনর্গঠন করতে ব্যর্থ হলে বর্তমান পরিচালক ও স্পন্সরগণ অন্যকোন তালিকাভুক্ত কোম্পানীতে ও পুঁজিবাজার মধ্যস্থতাকারী এবং পুঁজিবাজার সংশ্লিষ্ট কোন কোম্পানীর পরিচালক হিসেবে থাকতে পারবেন না।

    এছাড়াও বিএসইসি কোন ক্ষেত্রে বিশেষ নিরীক্ষক ও পর্যবেক্ষক নিয়ােগের মাধ্যমে বাের্ড পুনর্গঠন করে জেড ক্যাটাগরির কোম্পানীর সুশাসন নিশ্চিত করবে। পুনর্গঠিত পরিচালনা পর্ষদ চার বছরের মধ্যে কোম্পানীর সার্বিক অবস্থার উন্নয়ন করতে ব্যর্থ হলে স্টক এক্সচেঞ্জ সেই কোম্পানীকে তালিকাচ্যুতিসহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করবে।

    তাছাড়া অন্যদিকে ৬(ছয়) মাস বা তার চেয়ে বেশি সময় কোম্পানির উৎপাদন বা কার্যক্রম বন্ধ থাকলে; অথবা যদি পরপর ২দুই) বছর নীট লােকসান অথবা নেগেটিভ ক্যাশ ফ্লো অপারেশন থাকলে অথবা যদি তালিকাভুক্ত কোম্পানীর পুঞ্জিভূত লােকসান তার পরিশােধিত মূলধনকে অতিক্রম করে, অথবা কোন তালিকাভুক্ত কোম্পানিকে সিকিউরিটিজ আইন ভঙ্গের জন্য বিএসইসির অনুমতিক্রমে স্টক এক্সচেঞ্জয় জেড ক্যাটাগিরিতে স্থানান্তর করতে পারবে।

  • সাভার উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ

    সাভার উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ

    সাভার উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ 

    বরাবর,
    উপজেলা নির্বাহী অফিসা
    সাভার, ঢাকা।

    বিষয়ঃ- বিরুলিয়া ইউনিয়ন মহিলা জনপ্রতিনিধির দুর্নীতির তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে।

    ম্যাডাম,
    আপনার কাছে আমার আকুল আবেদন এই যে আমি একজন বাংলাদেশর সচেতন সাধারণ নাগরিক হিসেবে বিরুলিয়া ইউনিয়ন বাসীর পক্ষ থেকে আপনার সুদৃষ্টি কামনা করছি।

    ঢাকা জেলার সাভার বিরুলিয়ার ইউনিয়ন পরিষদের ৭,৮,৯ নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর নুরতাজ বেগম সরকারি বরাদ্দকৃত অর্থ ও খাদ্য সামগ্রীসহ নানা প্রয়োজনীয় জিনিসপত্র যেটি কি-না অসহায় মানুষের মাঝে দেয়ার কথা থাকলেও দিচ্ছে না।

    তার মধ্যে উল্লেখযোগ্য দুর্নীতি

    জমি আছে ঘর নেই প্রকল্প।

    টিউবওয়েল।

    সেলাই মেশিন।

    বয়স্কদের বয়স্ক ভাতা।

    গর্ভবতী ভাতা ইত্যাদি।

    এইসব সরকারি বরাদ্দকৃত অর্থ অসহায় মানুষের মাঝে বিতরণ না করে তার নিজের পরিবারের সকল সদস্যদের মাঝে বিতরণ করে সরকারি সম্পত্তি লুট করছে।

    মাননীয় সাভার উপজেলা প্রশাসন, আপনি জানেন যে ২০১৯-২০২০ অর্থ বছরে গৃহহীন মানুষের মাঝে ঘর দেয়া হয়েছে। সে ঘর বিরুলিয়া ইউনিয়নের ইউপি সদস্য নুরতাজ বেগম এর মাধ্যমে যে কয়টি বিতরণ করা হয়েছে তার সব কয়টি ঘর তিনি বিতরণ করেন তার বোন আমেনা খাতুন, তার স্বামী ও বাবা সহ আত্নীয় স্বজনের মাঝে।

    নুরতাজ বেগম এর স্বামী ও বাবার নামে ঘর নিয়ে সেটি বিক্রি করে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়েছে। তাছাড়া টিউবওয়েল দেয়া কথা বলে অসহায় মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে।

    সাভার উপজেলা নির্বাহী অফিসারের কাছে বিরুলিয়া ইউনিয়নের হত-দরিদ্র পরিবারে পক্ষ থেকে আকুল আবেদন করছি আপনি সঠিক তদন্তের মাধ্যমে আমাদের ন্যায় অধিকার ফিরিয়ে দিবেন। আমরা অসহায় মানুষ আপনার হাসি ভরা মায়াবী সুন্দর হৃদয়ের দিকে পথ চেয়ে আছি।

    বিনীত নিবেদন
    মোহাম্মদ এন ইসলাম নিপু
    বিরুলিয়ার সর্বস্তরের মানুষের পক্ষে

  • সাভারের বিরুলিয়ায় এক সংরক্ষিত মহিলার মেম্বারের বিরুদ্ধে থানায় সাধারন ডায়েরি

    সাভারের বিরুলিয়ায় এক সংরক্ষিত মহিলার মেম্বারের বিরুদ্ধে থানায় সাধারন ডায়েরি

    সাভারের বিরুলিয়ায় এক সংরক্ষিত মহিলার মেম্বারের বিরুদ্ধে থানায় সাধারন ডায়েরি

    নিজস্ব প্রতিবেদকঃ
    সাভারের বিরুলিয়ার সামাইর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নুরতাজ মেম্বার ও তার বাহিনী প্রতিপক্ষ আলমগীর ও তার পরিবারের সদস্যদের অব্যাহতভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছে ভূক্তভোগি।

    রবিবার বিকেলে এঘটনায় ১৬/০৮/২০২০ তারিখে আলমগীর ও তার পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন যারা নং-৬৯৩।

    ডায়েরী সূত্রে জানা গেছে, বিবাদী- বিরুলিয়া এলাকার মৃত কেরামত আলীর ছেলে লাল চাঁন (৬০) ও তার ছেলে শওকত মিয়া (৩৫), আব্দুল মান্নানের ছেলে ফোরকান (৩০), লাল চাঁনের মেয়ে নুরতাজ বেগম (৩৫)। জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে বিবাদীগন বিভিন্ন সময় মোঃ আলমগীর ও তার ভাই শাহ্আলম (৪০) সহ পরিবারের সদস্যদের কে অকথ্য ভাষায় গালিগালাজ মারধর এবং প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে।

    এক পর্যায় ১৪/০৮/২০ তারিখে বিবাদীরা লোক নিয়ে বাদী আলমগীরে বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি ধামকি দেন এবং এক পর্যায়ে বিবাদীরা আলমগীর ও তার পরিবারের সদস্যদের মারধোর করতে বাড়িতে চলে আসেন।

    এবিষয়ে বাদী আলমগীর বলেন নুরতাজ বেগম বিরুলিয়া ইউনিয়ন ইউপি সদস্য ৭,৮ও ৯ নং ওয়ার্ড মেম্বার তার ক্ষমতার অপব্যবহার করে আমি সহ এই এলাকার বিভিন্ন লোকজনদের হুমকি ধামকি দিয়ে থাকেন।

    নুরতাজ মেম্বার এর রয়েছে সন্ত্রাসী বাহিনী তাদের ভয়ে এলাকার কোন মানুষ কথা বলে না তার কোনো প্রতিবাদ করে। কেউ প্রতিবাদ করলেই তাদের অবস্থা হয় আমার মতো হতে হবে।তাই তিনি সাভার মডেল থানায় আমি সহ আমার পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে একটি সাধারন ডায়েরি করা হয়েছে।

    আলমগীর এর অভিযোগের উপর ভিত্তি করে সরজমিনে গেলে উঠে আসে নুরতাজ মেম্বার এর বিরুদ্ধে যত অপকর্ম।